কলকাতা, 9 ফেব্রুয়ারি : অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন রবি কুমার এবং অভিষেক পোড়েল ৷ বাংলা দলের রণজি ট্রফি অভিযানে সুযোগ দেওয়া হল এই দুই বিশ্বকাপজয়ী দলের সদস্যকে । মঙ্গলবার রণজি ট্রফির জন্য 22 সদস্যের দল ঘোষণা করেন নির্বাচকরা । অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন দলে অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য উইকেটরক্ষক অভিষেক পোড়েল এবং বাঁহাতি পেসার রবি কুমারকে রাখা হয়েছে ।
ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত থাকবেন ঋদ্ধিমান সাহা । তাই উইকেট রক্ষার দায়িত্বে থাকবেন শ্রীবৎস গোস্বামী এবং নবাগত অভিষেক পোড়েলের হাতে । দলে রাখা হয়েছে রাজ্যের মন্ত্রী ক্রিকেটার মনোজ তিওয়ারিকেও । জানুয়ারি মাসে যে সম্ভাব্য দল বাছা হয়েছিল তাতেও ছিলেন মনোজ । মাঝে ক্লাবের হয়ে ভাল পারফরম্যান্স করেছিলেন । প্রশাসনিক ব্যস্ততা সরিয়ে নিয়মিত অনুশীলনে যোগ দিয়েছেন তিনিও ।
আরও পড়ুন: 5 মিনিটেই শেষ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট
বাংলার কোচ অরুণ লাল বলছেন, “মনোজকে চার নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে । তবে, রণজি ট্রফির জন্য বাংলার যে দল ঘোষণা করা হয়েছে তাতে অবশ্যই চমক অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের জায়গা পাওয়া। বিশ্বকাপ জেতায় আত্মবিশ্বাস তুঙ্গে তাই তাদের এই সময় সিনিয়র দলে সুযোগ দেওয়ার কথা ভাবা হয়েছে ।” ঈশান পোড়েল, নীলকন্ঠ দাস, মুকেশ কুমারের সঙ্গে রবি কুমার এবং অভিষেক পোড়েল । এখন দেখার সিনিয়র পর্যায়ে তরুণ দুই ক্রিকেটার সুযোগ কাজে লাগাতে পারেন কি না । ওড়িশার কটকের ম্যাচে বাংলা দলের প্রতিপক্ষ হায়দরাবাদ, চন্ডীগড় এবং বরোদা ।