কলকাতা, 18 জানুয়ারি: ব্যাটারদের তৈরি করা রানের ইমারতে বল হাতে জ্বলে উঠলেন আকাশদীপ ৷ লাহলিতে প্রথমে ব্যাটার এবং পরে বোলারদের দাপটে হরিয়ানার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা (Bengal in A Driving Seat Against Haryana) ৷ বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের একাই শেষ করলেন আকাশদীপ ৷ তাঁর 61 রান দিয়ে 5 উইকেটের দৌলতে হরিয়ানার প্রথম ইনিংস শেষ মাত্র 163 রানে ৷ প্রথম ইনিংসে 256 রানের লিড নিলেন মনোজ তিওয়ারিরা ৷ ঈশান পোড়েলের ঝুলিতে 2 উইকেট ৷ মুকেশ কুমার এবং প্রদীপ্ত প্রামাণিক 1টি করে উইকেট নিয়েছেন ৷
প্রথমদিনের শেষে বাংলা 6 উইকেট হারিয়ে 335 রান করেছিল ৷ অনুষ্টুপ মজুমদার 137 রানে নট-আউট ছিলেন ৷ সেখান থেকে আজ বাংলা 419 রানে অল-আউট হয় ৷ অনুষ্টুপ 145 রান করেন ৷ প্রদীপ্ত প্রামাণিক 37 রানে আউট হন ৷ প্রতিপক্ষের বড় ইনিংসের চাপ সামলাতে হরিয়ানা ইনিংসের শুরুটা সাবধানেই করেছিল ৷ কিন্তু, 42 রানে প্রথম উইকেট পড়ার পরেই হুড়মুড় করে ভেঙে পড়ে হরিয়ানার ইনিংস ৷ মাত্র তিরিশ ওভারের ব্যবধানে বাকি 9 উইকেট পড়ে যায় তাদের ৷ সুমিত কুমারের অপরাজিত 70 রানে হরিয়ানা দেড়শোর গণ্ডি টপকায় ৷ 52 ওভারে 163 রান করেছে হরিয়ানা ৷
256 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলার ফের বড় রানের টার্গেট ছুঁড়ে দেওয়ার সুযোগ রয়েছে ৷ ফলো-অন করানোর সুযোগ রয়েছে বাংলার সামনে ৷ তবে সেই সুযোগ বাংলা নেবে, নাকি বড় রানের টার্গেট দিয়ে হরিয়ানাকে পুরোপুরি চাপে ফেলবে ৷ সেটাই এখন দেখার ৷ বাংলা ফের ব্যাটিং করে বড় রানের টার্গেট দিলে চতুর্থ ইনিংসে ম্যাচ বাঁচানো কঠিন হবে হরিয়ানার ৷ এখন বাংলার সামনে সরাসরি জয়ের সুযোগ রয়েছে ৷ আপাতত 5 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছেন মনোজরা ৷ 6 পয়েন্ট নিশ্চিত করতে মনোজরা আরও কড়া হাতে ম্যাচের রাশ ধরতে চাইছেন ৷
আরও পড়ুন: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা ! কাঠগড়ায় ফেডেরেশন সভাপতি ও কোচরা
ব্যাটারদের পরে বোলারদের দুরন্ত পারফরম্যান্স ৷ যেকোনও প্রতিপক্ষ এখন বাংলার সামনে এখন কড়া চ্যালেঞ্জের সামনে ৷ কোচ লক্ষীরতন শুক্লা বলছেন, “এই পারফরম্যান্সের কৃতিত্বটার পুরোটাই ছেলেদের ৷ অনুষ্টুপ অসাধারণ ৷ লোয়ার অর্ডারে প্রদীপ্তদের ব্যাটিংও কোনওভাবেই কম নয় ৷ তারপর আকাশদীপ এবং বাকিদের বোলিং দলকে চালকের আসনে বসিয়ে দিয়েছে ৷ এবার দু’দিনে বাকি কাজটা করতে হবে ৷’’