ETV Bharat / sports

Dravid on Wriddhiman : ঋদ্ধির প্রতি সহানুভূতি দেখিয়েও পন্থকেই একনম্বর উইকেটকিপার বলছেন দ্রাবিড় - শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা

শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাংলার স্টাম্পার-ব্যাটার ঋদ্ধিমান সাহা ৷ রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, ভারতীয় দলে এই মুহূর্তে ঋষভ পন্থই একনম্বর উইকেটকিপার । তাঁকে সুযোগ দিতেই হবে (Dravid says Rishabh Pant is the main wicket keeper in team) ।

Rahul Dravid says about Wriddhi
ঋদ্ধিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ‘দ্য ওয়াল’
author img

By

Published : Feb 21, 2022, 7:49 AM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : বিরাট কোহলির পর ঋদ্ধিমান সাহা ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কোচের প্রতি বিষোদ্গার ছুঁড়ে দিয়ে বিস্ফোরক আরও এক ক্রিকেটার ৷ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করার দিনেই সেই বাণেই বিদ্ধ হতে হল দলের 'হেডস্যর'কে ৷ যদিও ক্রিজে জমে যাওয়া ব্যাটারের মতোই সোজা ব্যাটে খেললেন দ্রাবিড় ৷

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনি । সেখানেই ঋদ্ধিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ‘দ্য ওয়াল’ ৷ সিরিজ জয়ের আনন্দে হঠাৎ করেই ঋদ্ধিমানের প্রসঙ্গে থতমত খেলেও পরক্ষণেই দ্রাবিড়োচিত ভঙ্গিমায় সামলে নেন (Dravid spoke about Wriddhiman Saha at Press Conference) ৷ কোচ বলেন, ‘‘আমি শুনিনি ঋদ্ধিমান কী বলেছে । ওর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে । ভারতীয় ক্রিকেটে ওর যথেষ্ট অবদান রয়েছে । কোচ হিসেবে ক্রিকেটারদের অনেক কিছু বলতে হয় যা সবসময় ভাল না লাগারই কথা । আমি কঠিন বাস্তবটাই ওদের সামনে তুলে ধরার চেষ্টা করি । ক্রিকেটাররা সেটা সবসময় ভালভাবে নেবে, এমনটা আশা করি না ।’’

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ না পেয়ে মুখ খোলেন ঋদ্ধিমান সাহা । বাংলার স্টাম্পার-ব্যাটারের প্রাথমিক প্রতিক্রিয়াতে শোরগোল ছড়িয়েছিল ভারতীয় ক্রিকেটে ৷ তাঁর সমালোচনার মুখে পড়েন কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচক প্রধান চেতন শর্মা থেকে শুরু করে বোর্ড সভাপতি সৌরভও । যদিও পাল্টা দ্রাবিড়ও জানিয়ে দিলেন, ‘‘ভারতীয় দলে এই মুহূর্তে ঋষভ পন্থ একনম্বর উইকেটকিপার (Dravid says Rishabh Pant is the main wicket keeper in team) । তাঁকে সুযোগ দিতেই হবে ।’’

সাংবাদিক সম্মেলনে ঋদ্ধিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ‘দ্য ওয়াল’

প্রোটিয় সফরে সীমিত ওভারের ফরম্যাটে নাস্তানাবুদ হলেও ঘরের মাঠে ভারতীয় দল দুরমুশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে । রবিবারের ইডেনে ভেঙ্কটেশ আইয়ার দলের জয়ে বড় ভূমিকা নেন । ব্যাটার হিসেবে শুধু নন, দীপক চাহার চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরে বল হাতেও ভেলকি দেখিয়েছেন মধ্যপ্রদেশের ক্রিকেটার । তাঁর পারফরম্যান্সে খুশি দ্রাবিড় ৷ হেডস্যার বলেন, ‘‘আইপিএলে ওপেন করলেও ভারতীয় দলে মিডল অর্ডারে ব্যাট করতে হচ্ছে । দলে ওর কাজ ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে । সেই কাজটাই আইয়ার করেছে ।’’

আরও পড়ুন : Sehwag on Saha's tweet : সাংবাদিকতার নামে 'চামচাগিরি', ঋদ্ধিমান ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন সেওয়াগ

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরের ফলাফল পরের সিরিজেও বজায় রাখতে বদ্ধপরিকর অধিনায়ক রোহিত শর্মা । রবিবার প্রথমে ব্যাট করে জয় পেয়েছে দল । একাধিক নতুন ব্যাটারদের নিয়েও পরিকল্পনা রূপায়ন করতে পেরে খুশি মুম্বইকর । শেষ ম্যাচে বিরাট, পন্থের মতো ক্রিকেটার না থাকলেও জয় পেতে অসুবিধা হয়নি ‘মেন ইন ব্লু’র । পাশাপাশি বোলাররাও নিজেদের নিংড়ে দিয়েছেন । হর্ষল প্যাটেল, দীপক চাহার কিংবা অভিষেক হওয়া আবেশ খান ৷ বল হাতে প্রত্যেকেই নজর কেড়েছেন । এরপরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ । বিশ্বকাপে নামার আগে এই সিরিজগুলো থেকেই প্রস্তুতি সারছে ’টিম ইন্ডিয়া’৷

কলকাতা, 21 ফেব্রুয়ারি : বিরাট কোহলির পর ঋদ্ধিমান সাহা ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কোচের প্রতি বিষোদ্গার ছুঁড়ে দিয়ে বিস্ফোরক আরও এক ক্রিকেটার ৷ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করার দিনেই সেই বাণেই বিদ্ধ হতে হল দলের 'হেডস্যর'কে ৷ যদিও ক্রিজে জমে যাওয়া ব্যাটারের মতোই সোজা ব্যাটে খেললেন দ্রাবিড় ৷

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনি । সেখানেই ঋদ্ধিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ‘দ্য ওয়াল’ ৷ সিরিজ জয়ের আনন্দে হঠাৎ করেই ঋদ্ধিমানের প্রসঙ্গে থতমত খেলেও পরক্ষণেই দ্রাবিড়োচিত ভঙ্গিমায় সামলে নেন (Dravid spoke about Wriddhiman Saha at Press Conference) ৷ কোচ বলেন, ‘‘আমি শুনিনি ঋদ্ধিমান কী বলেছে । ওর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে । ভারতীয় ক্রিকেটে ওর যথেষ্ট অবদান রয়েছে । কোচ হিসেবে ক্রিকেটারদের অনেক কিছু বলতে হয় যা সবসময় ভাল না লাগারই কথা । আমি কঠিন বাস্তবটাই ওদের সামনে তুলে ধরার চেষ্টা করি । ক্রিকেটাররা সেটা সবসময় ভালভাবে নেবে, এমনটা আশা করি না ।’’

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ না পেয়ে মুখ খোলেন ঋদ্ধিমান সাহা । বাংলার স্টাম্পার-ব্যাটারের প্রাথমিক প্রতিক্রিয়াতে শোরগোল ছড়িয়েছিল ভারতীয় ক্রিকেটে ৷ তাঁর সমালোচনার মুখে পড়েন কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচক প্রধান চেতন শর্মা থেকে শুরু করে বোর্ড সভাপতি সৌরভও । যদিও পাল্টা দ্রাবিড়ও জানিয়ে দিলেন, ‘‘ভারতীয় দলে এই মুহূর্তে ঋষভ পন্থ একনম্বর উইকেটকিপার (Dravid says Rishabh Pant is the main wicket keeper in team) । তাঁকে সুযোগ দিতেই হবে ।’’

সাংবাদিক সম্মেলনে ঋদ্ধিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ‘দ্য ওয়াল’

প্রোটিয় সফরে সীমিত ওভারের ফরম্যাটে নাস্তানাবুদ হলেও ঘরের মাঠে ভারতীয় দল দুরমুশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে । রবিবারের ইডেনে ভেঙ্কটেশ আইয়ার দলের জয়ে বড় ভূমিকা নেন । ব্যাটার হিসেবে শুধু নন, দীপক চাহার চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরে বল হাতেও ভেলকি দেখিয়েছেন মধ্যপ্রদেশের ক্রিকেটার । তাঁর পারফরম্যান্সে খুশি দ্রাবিড় ৷ হেডস্যার বলেন, ‘‘আইপিএলে ওপেন করলেও ভারতীয় দলে মিডল অর্ডারে ব্যাট করতে হচ্ছে । দলে ওর কাজ ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে । সেই কাজটাই আইয়ার করেছে ।’’

আরও পড়ুন : Sehwag on Saha's tweet : সাংবাদিকতার নামে 'চামচাগিরি', ঋদ্ধিমান ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন সেওয়াগ

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরের ফলাফল পরের সিরিজেও বজায় রাখতে বদ্ধপরিকর অধিনায়ক রোহিত শর্মা । রবিবার প্রথমে ব্যাট করে জয় পেয়েছে দল । একাধিক নতুন ব্যাটারদের নিয়েও পরিকল্পনা রূপায়ন করতে পেরে খুশি মুম্বইকর । শেষ ম্যাচে বিরাট, পন্থের মতো ক্রিকেটার না থাকলেও জয় পেতে অসুবিধা হয়নি ‘মেন ইন ব্লু’র । পাশাপাশি বোলাররাও নিজেদের নিংড়ে দিয়েছেন । হর্ষল প্যাটেল, দীপক চাহার কিংবা অভিষেক হওয়া আবেশ খান ৷ বল হাতে প্রত্যেকেই নজর কেড়েছেন । এরপরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ । বিশ্বকাপে নামার আগে এই সিরিজগুলো থেকেই প্রস্তুতি সারছে ’টিম ইন্ডিয়া’৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.