ETV Bharat / sports

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ - Super Four Round

Super Four Round in Asia Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে এশিয়া কাপ সুপার ফোরে খেলতে নামছে বাংলাদেশ ৷ বাংলাদেশের সম্বল শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান এবং বর্তমান ৷ সেই সঙ্গে পাকিস্তানের ভরসা তাঁদের বিধ্বংসী পেস বোলিং ৷

Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 11:04 AM IST

লাহোর, 6 সেপ্টেম্বর: গ্রুপ পর্যায় শেষ। এবার এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ ৷ প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ ৷ ধারে ও ভারে বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে পাকিস্তান ৷ তবে, সাম্প্রতিক ফর্মের নিরিখে আজ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নামবেন শাকিব আল হাসানরা ৷ মূলত, তাঁদের ওপেনিং এবং মিডল-অর্ডারের প্রায় সব ব্যাটারই ভালো ফর্মে রয়েছেন ৷ পাকিস্তানের শক্তিশালী পেস বোলিংয়ের সামনে নিজেদের প্রমাণ করার পালা শাকিবদের ৷

অতীত বলছে, আজকের ম্যাচে প্রথমেই এগিয়ে শুরু করবে পাকিস্তান ৷ লাহোরের পাটা উইকেটে প্রথমেই ব্যাট করতে চাইবে টস জেতা দল । এ নিয়ে তেমন কোনও সংশয় নেই ৷ সেক্ষেত্রে পাকিস্তান দলের কাছে প্রথমে ব্যাট করাটাই সবচেয়ে ভালো বিকল্প ৷ এর প্রথম কারণ, প্রতিবেশী দেশের ব্যক্তি নির্ভর ব্যাটিং ৷ এই টুর্নামেন্ট নেপালের সামনে পাকিস্তানের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে ৷ সেখানে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদের উপর পুরোপুরি নির্ভরশীল পাকিস্তান ৷

দ্বিতীয়ত, বাংলাদেশের বোলিং ৷ তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং আফিফ হোসেন- এই তিন বোলার দারুণ ছন্দে রয়েছেন ৷ তার প্রমাণ আফগানিস্তান ম্যাচে দেখা গিয়েছে ৷ আর পাকিস্তানের পিচ পাটা হলেও দ্বিতীয় ইনিংসে ফ্লাড-লাইটে বলের মুভমেন্ট বাড়তি সাহায্য করছে পেসারদের ৷ তাই বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানও চাইবেন টস জিতে আগে ব্যাট করতে ৷ তিনশোর কাছাকাছি রান তুলতে পারলে, পাকিস্তানের বাবর এবং রিজওয়ান নির্ভর ব্যাটিংকে অনায়াসে চাপে ফেলা যাবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াইয়েও শেষরক্ষা হল না রশিদদের, আফগানদের হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

পাকিস্তানের আরও একটি সমস্যা তাঁদের স্পিন বোলিং ৷ ভালো মানে স্পিনার পাকিস্তানের হাতে নেই ৷ সেখানেই শাকিব, মেহেদি হাসান মিরাজ, শামিম হোসেনের মতো স্পিনিং অনরাউন্ডার রয়েছে ৷ আর মেহেদি হাসান শেষ ম্যাচে ওপেন করে সেঞ্চুরিও করেছেন ৷ ফলে তাঁর ফর্ম বাংলাদেশকে বাড়তি সাহায্য করবে ৷

নতুন বলে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং নাসিম শাহকে সামলানোটাও বড় চ্যালেঞ্জ মেহেদি এবং লিটনদের সামনে ৷ অন্যদিকে, চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে ছিটকে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত ৷ তিনিও গতম্যাচে সেঞ্চুরি করেছিলেন ৷ তবে, এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে ক্রিকেটমহল ৷

লাহোর, 6 সেপ্টেম্বর: গ্রুপ পর্যায় শেষ। এবার এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ ৷ প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ ৷ ধারে ও ভারে বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে পাকিস্তান ৷ তবে, সাম্প্রতিক ফর্মের নিরিখে আজ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নামবেন শাকিব আল হাসানরা ৷ মূলত, তাঁদের ওপেনিং এবং মিডল-অর্ডারের প্রায় সব ব্যাটারই ভালো ফর্মে রয়েছেন ৷ পাকিস্তানের শক্তিশালী পেস বোলিংয়ের সামনে নিজেদের প্রমাণ করার পালা শাকিবদের ৷

অতীত বলছে, আজকের ম্যাচে প্রথমেই এগিয়ে শুরু করবে পাকিস্তান ৷ লাহোরের পাটা উইকেটে প্রথমেই ব্যাট করতে চাইবে টস জেতা দল । এ নিয়ে তেমন কোনও সংশয় নেই ৷ সেক্ষেত্রে পাকিস্তান দলের কাছে প্রথমে ব্যাট করাটাই সবচেয়ে ভালো বিকল্প ৷ এর প্রথম কারণ, প্রতিবেশী দেশের ব্যক্তি নির্ভর ব্যাটিং ৷ এই টুর্নামেন্ট নেপালের সামনে পাকিস্তানের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে ৷ সেখানে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদের উপর পুরোপুরি নির্ভরশীল পাকিস্তান ৷

দ্বিতীয়ত, বাংলাদেশের বোলিং ৷ তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং আফিফ হোসেন- এই তিন বোলার দারুণ ছন্দে রয়েছেন ৷ তার প্রমাণ আফগানিস্তান ম্যাচে দেখা গিয়েছে ৷ আর পাকিস্তানের পিচ পাটা হলেও দ্বিতীয় ইনিংসে ফ্লাড-লাইটে বলের মুভমেন্ট বাড়তি সাহায্য করছে পেসারদের ৷ তাই বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানও চাইবেন টস জিতে আগে ব্যাট করতে ৷ তিনশোর কাছাকাছি রান তুলতে পারলে, পাকিস্তানের বাবর এবং রিজওয়ান নির্ভর ব্যাটিংকে অনায়াসে চাপে ফেলা যাবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াইয়েও শেষরক্ষা হল না রশিদদের, আফগানদের হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

পাকিস্তানের আরও একটি সমস্যা তাঁদের স্পিন বোলিং ৷ ভালো মানে স্পিনার পাকিস্তানের হাতে নেই ৷ সেখানেই শাকিব, মেহেদি হাসান মিরাজ, শামিম হোসেনের মতো স্পিনিং অনরাউন্ডার রয়েছে ৷ আর মেহেদি হাসান শেষ ম্যাচে ওপেন করে সেঞ্চুরিও করেছেন ৷ ফলে তাঁর ফর্ম বাংলাদেশকে বাড়তি সাহায্য করবে ৷

নতুন বলে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং নাসিম শাহকে সামলানোটাও বড় চ্যালেঞ্জ মেহেদি এবং লিটনদের সামনে ৷ অন্যদিকে, চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে ছিটকে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত ৷ তিনিও গতম্যাচে সেঞ্চুরি করেছিলেন ৷ তবে, এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে ক্রিকেটমহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.