ETV Bharat / sports

ICC World Cup 2023: ইডেনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শাকিবের, দলে 3টি বদল বাবরের - বাবর আজম

Pakistan vs Bangladesh in ICC Cricket World Cup: টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান ৷ এই টুর্নামেন্ট থেকে আর বিশেষ কিছু আশা করছেন না বাংলাদেশ অধিনায়ক ৷ তবে, তাঁর লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাকা করা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 1:40 PM IST

Updated : Oct 31, 2023, 1:59 PM IST

কলকাতা, 31 অক্টোবর: কলকাতা, 31 অক্টোবর: ইডেনে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান ৷ সেমিফাইনালে টিকে থাকার আশার বাঁচিয়ে রাখতে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি পাকিস্তান ৷ অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য প্রথম আটে শেষ করে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাকা করা ৷ এ দিন পাকিস্তান দলে তিনটি বদল করা হয়েছে ৷ বাদ পড়লেন ইমাম-উল-হক, শাদাব খান এবং মহম্মদ নাওয়াজ ৷

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে ৷ অন্যদিকে, বাংলাদেশ নক-আউটে যাওয়ার আশা কার্যত ছেড়েই দিয়েছে ৷ সে কথা গতকাল সাংবাদিক বৈঠকে এসে স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান ৷ তবে, পাকিস্তানের বিরুদ্ধে আজকের ম্যাচ তাঁদের কাছে আত্মসম্মান ও বদলার ৷ তাও আবার কলকাতার মাঠে ৷ যেখানে ওয়ান-ডে ক্রিকেটে পাকিস্তানকে অতীতে শ্রীলঙ্কা ছাড়া কোনও দল হারাতে পারেনি ৷

কিন্তু, সেই পাকিস্তান দল এবং আজকের পাকিস্তান দলের মধ্যে আকাশ-পাতাল ফারাক ৷ এই বিশ্বকাপে পরপর চার ম্যাচ হেরে আজ বাংলাদেশের মুখোমুখি বাবর আজমরা ৷ এ দিন পাকিস্তান দলে তিনটি বদল করা হয়েছে ৷ বাঁ-হাতি ওপেনার ইমাম-উল-হককে বসানো হয়েছে ৷ তাঁর জায়গায় প্রথম একাদশে ফকর জামানকে খেলানো হচ্ছে ৷

আরও পড়ুন: সেমিফাইনালের রাস্তা কঠিন, ইডেনে অনুশীলনে নেমে মেজাজ হারালেন বাবর

উল্লেখ যোগ্য বিষয়, গতকালই ইনজামাম-উল-হক মুখ্য নির্বাচকের পদ থেকে সরতেই, গতকয়েক ম্যাচে রান পাওয়া সত্ত্বেও ইমামকে বাদ দেওয়া হল ৷ যা নিয়ে পাকিস্তান ক্রিকেটে নতুন করে ঝড় উঠতে পারে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, সহ-অধিনায়ক শাদাব খান বাদ পড়েছেন ৷ তাঁর বদলে আঘা সালমান খেলছেন ৷ আগের ম্যাচে ফিল্ডিং করার সময় মিড-উইকেটে ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত লাগে তাঁর ৷ এর পর পুরো ম্যাচে আর বোলিং করতে পারেননি তিনি ৷

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই বাবরদের মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা ইনজামামের

অন্যদিকে, মহম্মদ নাওয়াজকে বাদ দিয়ে উসামা মীরকে খেলানো হচ্ছে ৷ বাংলাদেশ দলে একটি বদল করা হয়েছে, ব্যাটিং অল-রাউন্ডার মেহেদি হাসানকে বসিয়ে, ব্যাটার তৌহিদ হৃদয়কে খেলানো হচ্ছে ৷ শাকিব এ দিন জানিয়েছে, ইডেনের পিচ অনেকটাই শুকনো ৷ তাই আগে ব্যাট করে স্কোরবোর্ডে রান তুলতে চান তাঁরা ৷ তবে, এই টুর্নামেন্ট থেকে বিশেষ কিছু আশা করছেন না বাংলা টাইগারদের অধিনায়ক ৷ তিনি চান পুরো দল বাকি টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিক ৷

কলকাতা, 31 অক্টোবর: কলকাতা, 31 অক্টোবর: ইডেনে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান ৷ সেমিফাইনালে টিকে থাকার আশার বাঁচিয়ে রাখতে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি পাকিস্তান ৷ অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য প্রথম আটে শেষ করে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাকা করা ৷ এ দিন পাকিস্তান দলে তিনটি বদল করা হয়েছে ৷ বাদ পড়লেন ইমাম-উল-হক, শাদাব খান এবং মহম্মদ নাওয়াজ ৷

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে ৷ অন্যদিকে, বাংলাদেশ নক-আউটে যাওয়ার আশা কার্যত ছেড়েই দিয়েছে ৷ সে কথা গতকাল সাংবাদিক বৈঠকে এসে স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান ৷ তবে, পাকিস্তানের বিরুদ্ধে আজকের ম্যাচ তাঁদের কাছে আত্মসম্মান ও বদলার ৷ তাও আবার কলকাতার মাঠে ৷ যেখানে ওয়ান-ডে ক্রিকেটে পাকিস্তানকে অতীতে শ্রীলঙ্কা ছাড়া কোনও দল হারাতে পারেনি ৷

কিন্তু, সেই পাকিস্তান দল এবং আজকের পাকিস্তান দলের মধ্যে আকাশ-পাতাল ফারাক ৷ এই বিশ্বকাপে পরপর চার ম্যাচ হেরে আজ বাংলাদেশের মুখোমুখি বাবর আজমরা ৷ এ দিন পাকিস্তান দলে তিনটি বদল করা হয়েছে ৷ বাঁ-হাতি ওপেনার ইমাম-উল-হককে বসানো হয়েছে ৷ তাঁর জায়গায় প্রথম একাদশে ফকর জামানকে খেলানো হচ্ছে ৷

আরও পড়ুন: সেমিফাইনালের রাস্তা কঠিন, ইডেনে অনুশীলনে নেমে মেজাজ হারালেন বাবর

উল্লেখ যোগ্য বিষয়, গতকালই ইনজামাম-উল-হক মুখ্য নির্বাচকের পদ থেকে সরতেই, গতকয়েক ম্যাচে রান পাওয়া সত্ত্বেও ইমামকে বাদ দেওয়া হল ৷ যা নিয়ে পাকিস্তান ক্রিকেটে নতুন করে ঝড় উঠতে পারে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, সহ-অধিনায়ক শাদাব খান বাদ পড়েছেন ৷ তাঁর বদলে আঘা সালমান খেলছেন ৷ আগের ম্যাচে ফিল্ডিং করার সময় মিড-উইকেটে ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত লাগে তাঁর ৷ এর পর পুরো ম্যাচে আর বোলিং করতে পারেননি তিনি ৷

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই বাবরদের মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা ইনজামামের

অন্যদিকে, মহম্মদ নাওয়াজকে বাদ দিয়ে উসামা মীরকে খেলানো হচ্ছে ৷ বাংলাদেশ দলে একটি বদল করা হয়েছে, ব্যাটিং অল-রাউন্ডার মেহেদি হাসানকে বসিয়ে, ব্যাটার তৌহিদ হৃদয়কে খেলানো হচ্ছে ৷ শাকিব এ দিন জানিয়েছে, ইডেনের পিচ অনেকটাই শুকনো ৷ তাই আগে ব্যাট করে স্কোরবোর্ডে রান তুলতে চান তাঁরা ৷ তবে, এই টুর্নামেন্ট থেকে বিশেষ কিছু আশা করছেন না বাংলা টাইগারদের অধিনায়ক ৷ তিনি চান পুরো দল বাকি টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিক ৷

Last Updated : Oct 31, 2023, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.