ETV Bharat / sports

নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনাল

সেবার ভারতকে সেমিফাইনাল থেকে ছিটকে দিয়েও অবশ্য কিউয়িদের স্বপ্ন সত্যি হয়নি । এক অদ্ভুত নিয়মের শিকার হয়ে ট্রফি হাতছাড়া হয়েছিল । তবে এবার সেই বিশ্বজয়ের স্বপ্ন সত্যি হয়েছে । কেন উইলিয়ামসন ও রস টেলরের জুটি রোজ বোলের মাঠে মহাকাব্য রচনা করেছেন ।

Virat Kohli
Virat Kohli
author img

By

Published : Jun 24, 2021, 1:04 PM IST

সাউদাম্পটন, 24 জুন : সব যেন মিলে গেল । একদিনের বিশ্বকাপের সেই স্বপ্নভঙ্গ, যন্ত্রণার রাত ফিরে এল টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে । বিপক্ষ সেই নিউজ়িল্যান্ড । সেই বিরক্তি উদ্রেক করা বৃষ্টি । সেই ইংল্যান্ডের মাটি । রিজার্ভ-ডে আর সবশেষে একরাশ হতাশা । 130 কোটির স্বপ্ন চুরমার ।

খুব বেশিদিনের কথা তো নয় । 28 বছর পর দেশকে একদিনের বিশ্বকাপ জিতিয়ে শাপমুক্তি ঘটিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । সচিনের মতো কিংবদন্তির বিদায়টা স্মরণীয় করে রেখেছিলেন । 2019- এর বিশ্বকাপ জিতে দেশের সবচেয়ে সফল অধিনায়ক ধোনির বিদায়টা তেমনই হতে পারত । কত কিছুই হতে পারত । কিন্তু হল কই । সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হল ভারতের ।

সেদিন অনেক কিছুই হতে পারত ৷ কিন্তু হতে দেননি এই আপাদমস্তক ভদ্রলোকটা । যিনি ভদ্রলোকের খেলাটাকে খুব সিরিয়াসলি নিয়ে ভদ্রভাবে খেলেন । হিমশীতল মস্তিষ্ক, চোখেমুখে রাগ, আগ্রাসনের ছিটেফোঁটাও নেই । চোখে চোখ রেখে নয়, বরং বিপক্ষের উদ্দেশ্য আঁচ করে সেইমতো রণনীতি সাজান কেন উইলিয়ামসন । যে রণনীতিতে কুপোকাত কোহলি-শাস্ত্রী জুটির যাবতীয় জারিজুরি । 2019 থেকে 2021 । মাঝের সময়টা গোটা দুনিয়া তোলপাড় হয়ে গিয়েছে । এক ভাইরাস মানব জীবন বদলে দিয়েছে । তবে বদলায়নি শুধু কোহলির ভাগ্য ।

সেবার ভারতকে সেমিফাইনাল থেকে ছিটকে দিয়েও অবশ্য কিউয়িদের স্বপ্ন সত্যি হয়নি । এক অদ্ভুত নিয়মের শিকার হয়ে ট্রফি হাতছাড়া হয়েছিল । তবে এবার সেই বিশ্বজয়ের স্বপ্ন সত্যি হয়েছে । কেন উইলিয়ামসন ও রস টেলরের জুটি রোজ বোলের মাঠে মহাকাব্য রচনা করেছেন । 2019 বিশ্বকাপের সেমিফাইনাল যে ফ্লুকে জেতা ছিল না তা আরও একবার প্রমাণ করেছেন ।

কে বলবে এই দলটাই তাদের টেস্ট ইতিহাসের প্রথম 26টা বছর জয় থেকে বঞ্চিত ছিল । কে বলবে 2013 সালে টানা পাঁচটি টেস্ট হেরে মুখ থুবড়ে পড়েছিল । ওয়ান-ডের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ়ের নাম লেখা রয়েছে । টি -20 র পাশে ভারত । কিন্তু ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নিউজ়িল্যান্ডের নাম । একটি বিশ্বকাপের পাশে নাম লেখাতে পেরে কিউয়ি ক্রিকেটের পুনর্জন্ম হল কি? উত্তর দেবে সময় ৷

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেট খেলিয়ে দেশ । কিন্তু সব বড় বড় টুর্নামেন্টে কিছুটা পিছিয়ে থেকেই শুরু করে । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যখন শুরু হয়েছিল তখন কেউ বলেনি এই টুর্নামেন্টে নিউজ়িল্যান্ড ফেভারিট । এমনকি ফাইনালে ওঠার পরও ভারতের হয়ে বাজি ধরার লোক বেশি ছিল । কেউ ভাবেনি 2015 সালে একদিনের বিশ্বকাপের ফাইনাল খেলবে নিউজ়িল্যান্ড । কিন্তু ব্রেন্ডন ম্যাকালাম যে সাহসিকতার বীজ রোপণ করে দিয়ে গিয়েছিলেন তা যত্নে লালন করেছেন কেন উইলিয়ামসন । তারই সুফল মিলল ।

আরও পড়ুন : Copa America : ব্রাজিলের গোল ঘিরে বিতর্ক, পিছিয়ে পড়েও কলম্বিয়াকে হারাল নেইমাররা

আশা করি যতদিন মানব জীবন থাকবে ততদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্রিকেট নামক খেলাটার অস্তিত্ব থাকবে । আর ক্রিকেট থাকলেই তার সবচেয়ে অভিজাত ফরম্যাটও বেঁচে থাকবে । যত দিন 22 গজে লাল বলের উত্তাপ ছড়াবে ততদিন উচ্চারিত হবে কালো টুপিধারীদের এই কাব্যগাঁথা ।

সাউদাম্পটন, 24 জুন : সব যেন মিলে গেল । একদিনের বিশ্বকাপের সেই স্বপ্নভঙ্গ, যন্ত্রণার রাত ফিরে এল টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে । বিপক্ষ সেই নিউজ়িল্যান্ড । সেই বিরক্তি উদ্রেক করা বৃষ্টি । সেই ইংল্যান্ডের মাটি । রিজার্ভ-ডে আর সবশেষে একরাশ হতাশা । 130 কোটির স্বপ্ন চুরমার ।

খুব বেশিদিনের কথা তো নয় । 28 বছর পর দেশকে একদিনের বিশ্বকাপ জিতিয়ে শাপমুক্তি ঘটিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । সচিনের মতো কিংবদন্তির বিদায়টা স্মরণীয় করে রেখেছিলেন । 2019- এর বিশ্বকাপ জিতে দেশের সবচেয়ে সফল অধিনায়ক ধোনির বিদায়টা তেমনই হতে পারত । কত কিছুই হতে পারত । কিন্তু হল কই । সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হল ভারতের ।

সেদিন অনেক কিছুই হতে পারত ৷ কিন্তু হতে দেননি এই আপাদমস্তক ভদ্রলোকটা । যিনি ভদ্রলোকের খেলাটাকে খুব সিরিয়াসলি নিয়ে ভদ্রভাবে খেলেন । হিমশীতল মস্তিষ্ক, চোখেমুখে রাগ, আগ্রাসনের ছিটেফোঁটাও নেই । চোখে চোখ রেখে নয়, বরং বিপক্ষের উদ্দেশ্য আঁচ করে সেইমতো রণনীতি সাজান কেন উইলিয়ামসন । যে রণনীতিতে কুপোকাত কোহলি-শাস্ত্রী জুটির যাবতীয় জারিজুরি । 2019 থেকে 2021 । মাঝের সময়টা গোটা দুনিয়া তোলপাড় হয়ে গিয়েছে । এক ভাইরাস মানব জীবন বদলে দিয়েছে । তবে বদলায়নি শুধু কোহলির ভাগ্য ।

সেবার ভারতকে সেমিফাইনাল থেকে ছিটকে দিয়েও অবশ্য কিউয়িদের স্বপ্ন সত্যি হয়নি । এক অদ্ভুত নিয়মের শিকার হয়ে ট্রফি হাতছাড়া হয়েছিল । তবে এবার সেই বিশ্বজয়ের স্বপ্ন সত্যি হয়েছে । কেন উইলিয়ামসন ও রস টেলরের জুটি রোজ বোলের মাঠে মহাকাব্য রচনা করেছেন । 2019 বিশ্বকাপের সেমিফাইনাল যে ফ্লুকে জেতা ছিল না তা আরও একবার প্রমাণ করেছেন ।

কে বলবে এই দলটাই তাদের টেস্ট ইতিহাসের প্রথম 26টা বছর জয় থেকে বঞ্চিত ছিল । কে বলবে 2013 সালে টানা পাঁচটি টেস্ট হেরে মুখ থুবড়ে পড়েছিল । ওয়ান-ডের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ়ের নাম লেখা রয়েছে । টি -20 র পাশে ভারত । কিন্তু ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নিউজ়িল্যান্ডের নাম । একটি বিশ্বকাপের পাশে নাম লেখাতে পেরে কিউয়ি ক্রিকেটের পুনর্জন্ম হল কি? উত্তর দেবে সময় ৷

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেট খেলিয়ে দেশ । কিন্তু সব বড় বড় টুর্নামেন্টে কিছুটা পিছিয়ে থেকেই শুরু করে । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যখন শুরু হয়েছিল তখন কেউ বলেনি এই টুর্নামেন্টে নিউজ়িল্যান্ড ফেভারিট । এমনকি ফাইনালে ওঠার পরও ভারতের হয়ে বাজি ধরার লোক বেশি ছিল । কেউ ভাবেনি 2015 সালে একদিনের বিশ্বকাপের ফাইনাল খেলবে নিউজ়িল্যান্ড । কিন্তু ব্রেন্ডন ম্যাকালাম যে সাহসিকতার বীজ রোপণ করে দিয়ে গিয়েছিলেন তা যত্নে লালন করেছেন কেন উইলিয়ামসন । তারই সুফল মিলল ।

আরও পড়ুন : Copa America : ব্রাজিলের গোল ঘিরে বিতর্ক, পিছিয়ে পড়েও কলম্বিয়াকে হারাল নেইমাররা

আশা করি যতদিন মানব জীবন থাকবে ততদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্রিকেট নামক খেলাটার অস্তিত্ব থাকবে । আর ক্রিকেট থাকলেই তার সবচেয়ে অভিজাত ফরম্যাটও বেঁচে থাকবে । যত দিন 22 গজে লাল বলের উত্তাপ ছড়াবে ততদিন উচ্চারিত হবে কালো টুপিধারীদের এই কাব্যগাঁথা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.