ETV Bharat / sports

ICC World Cup 2023: বিধ্বংসী কনওয়ের দোসর রাচিন রবীন্দ্র, বিশ্বকাপের উদ্বোধনেই ঝলমলে ‘ব্ল্যাক ক্যাপস’ - Devon Conway

ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ৷ 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াডেই ছিলেন না এই দুই ব্যাটার ৷ তাঁদের হাতেই এদিন বাজিমাত নিউজিল্যান্ডের ৷ দুই ব্যাটারের শতরানের দৌলতে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলোকজ্জ্বল ‘ব্ল্যাক ক্যাপস’ শিবির ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 8:00 PM IST

Updated : Oct 5, 2023, 9:15 PM IST

আমেদাবাদ, 5 অক্টোবর: বিশ্বকাপের শুরুতেই জ্বলে উঠল ‘ব্ল্যাক ক্যাপস’ ৷ সৌজন্যে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ৷ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কার্যত খাঁ খাঁ করছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ ফাঁকা গ্যালারির সামনেই ইংরেজ বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন দুই কিউয়ি ব্যাটার ৷ কনওয়ে তিন অঙ্কের রানে পৌঁছলেন 83 বল খেলে ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেলেন কিউয়ি ব্যাটার ৷

খাতা না-খুলে উইল ইয়ং ক্রিজ ছাড়ার পর উইকেট সামলে খেলা নয়, শুরু থেকেই ব্য়াট চালাতে শুরু করেছিলেন কনওয়ে ৷ মাঝে 'গিয়ার' বদলে ফিরে যান কুড়ি-বিশের ফর্ম্যাটে ৷ ওপেনারকে যোগ্য সঙ্গত দিলেন 3 নম্বরে নামা ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার রাচিন রবীন্দ্র ৷ কিউয়িদের হয়ে চলতি বছরে অভিষেক হওয়া রাচিনের এটাই প্রথম ওয়ান ডে শতরান ৷ বিশ্বকাপের মঞ্চে কেরিয়ারে প্রথম শতরানে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রবীন্দ্র ৷

প্রথমে ব্যাট করে 282 রানের বড় ইনিংস গড়েছিল ‘থ্রি লায়ন্স’ ৷ রান তাড়া করতে নেমেই ফিরেছিলেন ইয়ং ৷ ধারেভারে এগিয়ে থাকা ইংল্যান্ড শুরুতেই ম্যাচের রাশ কার্যত হাতে তুলে নিয়েছিল ৷ সেখান থেকেই এদিন ম্যাচের মোড় 360 ডিগ্রি ঘুরিয়ে দেয় কনওয়ে-রবীন্দ্র জুটি ৷ কনওয়ে অপারজিত থাকেন 152 রানে ৷ ইনিংসে রয়েছে 19টি চার ও 3টি ছয় ৷ রবীন্দ্রর ইনিংস সাজানো 11টি চার ও 5টি ছয়ে ৷

নিউজিল্যান্ডের থেকে বেশিবার বাউন্ডারিতে বল পাঠিয়ে 2019 বিশ্বকাপের ফাইনালে বাজিমাত করেছিল ইংরেজরা ৷ এদিন দুই ব্য়াটার মিলে সেই ম্যাচে ইংল্যান্ডের থেকে 4টি বেশি বাউন্ডারি হাঁকালেন ৷ ‘বদলার’ ম্যাচ না-হলেও, এই ম্যাচ জিতে ফাইনালের সেই দুঃখ খানিক ঘোচাতে বদ্ধপরিকর ছিল ‘কেন অ্যান্ড কোং’ ৷ 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াডেই ছিলেন না এই দুই ব্যাটার ৷ তাঁদের ব্যাটেই বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাত করল নিউজিল্যান্ড ৷

আরও পড়ুন: যেন কোভিড কালের স্মৃতি! নিউজিল্যান্ড-ইংল্যান্ড লড়াইয়েও গ্যালারিতে উধাও চেনা ভিড়

আমেদাবাদ, 5 অক্টোবর: বিশ্বকাপের শুরুতেই জ্বলে উঠল ‘ব্ল্যাক ক্যাপস’ ৷ সৌজন্যে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ৷ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কার্যত খাঁ খাঁ করছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ ফাঁকা গ্যালারির সামনেই ইংরেজ বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন দুই কিউয়ি ব্যাটার ৷ কনওয়ে তিন অঙ্কের রানে পৌঁছলেন 83 বল খেলে ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেলেন কিউয়ি ব্যাটার ৷

খাতা না-খুলে উইল ইয়ং ক্রিজ ছাড়ার পর উইকেট সামলে খেলা নয়, শুরু থেকেই ব্য়াট চালাতে শুরু করেছিলেন কনওয়ে ৷ মাঝে 'গিয়ার' বদলে ফিরে যান কুড়ি-বিশের ফর্ম্যাটে ৷ ওপেনারকে যোগ্য সঙ্গত দিলেন 3 নম্বরে নামা ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার রাচিন রবীন্দ্র ৷ কিউয়িদের হয়ে চলতি বছরে অভিষেক হওয়া রাচিনের এটাই প্রথম ওয়ান ডে শতরান ৷ বিশ্বকাপের মঞ্চে কেরিয়ারে প্রথম শতরানে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রবীন্দ্র ৷

প্রথমে ব্যাট করে 282 রানের বড় ইনিংস গড়েছিল ‘থ্রি লায়ন্স’ ৷ রান তাড়া করতে নেমেই ফিরেছিলেন ইয়ং ৷ ধারেভারে এগিয়ে থাকা ইংল্যান্ড শুরুতেই ম্যাচের রাশ কার্যত হাতে তুলে নিয়েছিল ৷ সেখান থেকেই এদিন ম্যাচের মোড় 360 ডিগ্রি ঘুরিয়ে দেয় কনওয়ে-রবীন্দ্র জুটি ৷ কনওয়ে অপারজিত থাকেন 152 রানে ৷ ইনিংসে রয়েছে 19টি চার ও 3টি ছয় ৷ রবীন্দ্রর ইনিংস সাজানো 11টি চার ও 5টি ছয়ে ৷

নিউজিল্যান্ডের থেকে বেশিবার বাউন্ডারিতে বল পাঠিয়ে 2019 বিশ্বকাপের ফাইনালে বাজিমাত করেছিল ইংরেজরা ৷ এদিন দুই ব্য়াটার মিলে সেই ম্যাচে ইংল্যান্ডের থেকে 4টি বেশি বাউন্ডারি হাঁকালেন ৷ ‘বদলার’ ম্যাচ না-হলেও, এই ম্যাচ জিতে ফাইনালের সেই দুঃখ খানিক ঘোচাতে বদ্ধপরিকর ছিল ‘কেন অ্যান্ড কোং’ ৷ 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াডেই ছিলেন না এই দুই ব্যাটার ৷ তাঁদের ব্যাটেই বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাত করল নিউজিল্যান্ড ৷

আরও পড়ুন: যেন কোভিড কালের স্মৃতি! নিউজিল্যান্ড-ইংল্যান্ড লড়াইয়েও গ্যালারিতে উধাও চেনা ভিড়

Last Updated : Oct 5, 2023, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.