ETV Bharat / sports

Asian Games 2023: এশিয়াডে যুবরাজ-রোহিতদের নজির ভেঙে নয়া বিশ্বরেকর্ড নেপালের ব্যাটারদের - Yuvraj Singh

Nepal batters break three world records in T20Is: আন্তর্জাতিক টি-20 ম্যাচের তিনটি রেকর্ড ভাঙল নেপালের ব্যাটাররা ৷ যুবরাজ সিংয়ের দ্রুততম হাফ-সেঞ্চুরি এবং রোহিত-মিলারের যৌথ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন নেপালের দুই ব্যাটার ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 12:15 PM IST

হ্যাংঝাউ, 27 সেপ্টেম্বর: এশিয়াডের মঞ্চে আন্তর্জাতিক টি-20'র রেকর্ড ভাঙল নেপালের দুই ব্যাটার ৷ সেই সঙ্গে আরও একটি নয়া রেকর্ড গড়ল আইসিসি’র এই অ্যাসোসিয়েট সদস্য দেশটি ৷ যেখানে টি-20 আন্তর্জাতিকে যুবরাজ সিংয়ের দ্রুততম হাফসেঞ্চুরি এবং রোহিত শর্মা এবং ডেভিড মিলারের দ্রুততম (যুগ্ম) সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন নেপালের দীপেন্দ্র সিং এবং কুশল মাল্লা ৷ একই সঙ্গে টি-20 আন্তর্জাতিকে প্রথমে ব্যাটে করে সর্বাধিক 314 রান তোলার রেকর্ড গড়েছে নেপাল ৷

এদিন এশিয়াডে পুরুষদের ক্রিকেটে কোয়ালিফায়ার রাউন্ডের প্রথমদিন নেপাল মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়ার ৷ যে ম্যাচে টস জিতে নেপালকে প্রথমে ব্যাট করতে পাঠায় মঙ্গোলিয়া ৷ নেপালের 3 নম্বর ব্যাটার 19 বছরের কুশল মাল্লা মাত্র 34 বলে সেঞ্চুরি করেন ৷ যা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ৷ এতদিন এই রেকর্ডের যৌথ মালিক ছিলেন রোহিত শর্মা এবং ডেভিড মিলার ৷ তাঁদের সেই রেকর্ড ভেঙেছেন 19 বছরের তরুণ ৷ তিনি 50 বলে 137 রান করেছেন তিনি ৷

  • 🏆 Match Day 01 🇳🇵🇲🇳 🏏
    One match destined for the history books. 🔥 A historic showdown in Match 01 of the Asian Games by the Rhinos, with a record-breaking first innings, and immense gratitude to our devoted supporters. 🏏🇳🇵🔥#weCAN #AsianGames pic.twitter.com/dDCPu4s3pe

    — CAN (@CricketNep) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের রেকর্ডও আর অক্ষত রইল না ৷ তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ছ’টি 6 মারার ইনিংসে দ্রুততম 12 বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন যুবরাজ ৷ তাঁর 16 বছর পুরনো সেই রেকর্ড আজ মঙ্গোলিয়ার বিরুদ্ধে ভেঙে দিলেন দীপেন্দ্র সিং (10 বলে 52 রানে অপরাজিত) ৷ মাত্র 9 বলে এ দিন হাফ-সেঞ্চুরি করেছেন তিনি ৷ এদিন টি20 আন্তর্জাতিকে সর্বাধিক রান করেছে নেপাল ৷ 20 ওভারে 3 উইকেট হারিয়ে 314 রান তোলে তারা ৷

আরও পড়ুন: এশিয়াডে পঞ্চম সোনা! মেয়েদের জয়জয়কার! ভারতের ঝুলিতে এল আরও দু'টি ব্রোঞ্জ

315 রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র 41 রানে অল-আউট হয়ে গিয়েছে মঙ্গোলিয়া ৷ মাত্র 13.1 ওভারেই তাদের ইনিংস শেষ হয়ে যায় ৷ মঙ্গোলিয়ার দাভাসুরেন নামে এক ব্যাটার সর্বোচ্চ 10 রান করেছেন ৷

হ্যাংঝাউ, 27 সেপ্টেম্বর: এশিয়াডের মঞ্চে আন্তর্জাতিক টি-20'র রেকর্ড ভাঙল নেপালের দুই ব্যাটার ৷ সেই সঙ্গে আরও একটি নয়া রেকর্ড গড়ল আইসিসি’র এই অ্যাসোসিয়েট সদস্য দেশটি ৷ যেখানে টি-20 আন্তর্জাতিকে যুবরাজ সিংয়ের দ্রুততম হাফসেঞ্চুরি এবং রোহিত শর্মা এবং ডেভিড মিলারের দ্রুততম (যুগ্ম) সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন নেপালের দীপেন্দ্র সিং এবং কুশল মাল্লা ৷ একই সঙ্গে টি-20 আন্তর্জাতিকে প্রথমে ব্যাটে করে সর্বাধিক 314 রান তোলার রেকর্ড গড়েছে নেপাল ৷

এদিন এশিয়াডে পুরুষদের ক্রিকেটে কোয়ালিফায়ার রাউন্ডের প্রথমদিন নেপাল মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়ার ৷ যে ম্যাচে টস জিতে নেপালকে প্রথমে ব্যাট করতে পাঠায় মঙ্গোলিয়া ৷ নেপালের 3 নম্বর ব্যাটার 19 বছরের কুশল মাল্লা মাত্র 34 বলে সেঞ্চুরি করেন ৷ যা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ৷ এতদিন এই রেকর্ডের যৌথ মালিক ছিলেন রোহিত শর্মা এবং ডেভিড মিলার ৷ তাঁদের সেই রেকর্ড ভেঙেছেন 19 বছরের তরুণ ৷ তিনি 50 বলে 137 রান করেছেন তিনি ৷

  • 🏆 Match Day 01 🇳🇵🇲🇳 🏏
    One match destined for the history books. 🔥 A historic showdown in Match 01 of the Asian Games by the Rhinos, with a record-breaking first innings, and immense gratitude to our devoted supporters. 🏏🇳🇵🔥#weCAN #AsianGames pic.twitter.com/dDCPu4s3pe

    — CAN (@CricketNep) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের রেকর্ডও আর অক্ষত রইল না ৷ তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ছ’টি 6 মারার ইনিংসে দ্রুততম 12 বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন যুবরাজ ৷ তাঁর 16 বছর পুরনো সেই রেকর্ড আজ মঙ্গোলিয়ার বিরুদ্ধে ভেঙে দিলেন দীপেন্দ্র সিং (10 বলে 52 রানে অপরাজিত) ৷ মাত্র 9 বলে এ দিন হাফ-সেঞ্চুরি করেছেন তিনি ৷ এদিন টি20 আন্তর্জাতিকে সর্বাধিক রান করেছে নেপাল ৷ 20 ওভারে 3 উইকেট হারিয়ে 314 রান তোলে তারা ৷

আরও পড়ুন: এশিয়াডে পঞ্চম সোনা! মেয়েদের জয়জয়কার! ভারতের ঝুলিতে এল আরও দু'টি ব্রোঞ্জ

315 রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র 41 রানে অল-আউট হয়ে গিয়েছে মঙ্গোলিয়া ৷ মাত্র 13.1 ওভারেই তাদের ইনিংস শেষ হয়ে যায় ৷ মঙ্গোলিয়ার দাভাসুরেন নামে এক ব্যাটার সর্বোচ্চ 10 রান করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.