ETV Bharat / sports

Nathan Lyon on Ashwin-Axar: বিশ্বের শ্রেষ্ট টেস্ট দলেও প্রথম ছয়েই ব্যাট পাবে অক্ষর-অশ্বিন, দরাজ সার্টিফিকেট লায়নের - বর্ডার গাভাসকর ট্রফি

রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলের পার্টনারশিপের জেরে প্রথম ইনিংসে ম্যাচে ফেরে ভারত ৷ এনিয়ে অজি অফস্পিনার নাথন লায়নের মত, ভারতের টপ-অর্ডার অনেক দীর্ঘ (Nathan Lyon on Ashwin-Axar) ৷

Nathan Lyon on Ashwin-Axar ETV BHARAT
Nathan Lyon on Ashwin-Axar
author img

By

Published : Feb 19, 2023, 8:44 PM IST

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলের ব্যাটিংয়ের প্রশংসা অজি অফস্পিনার নাথন লায়নের ৷ দিল্লির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অশ্বিন-অক্ষরের সেঞ্চুরি পার্টনারশিপের কারণেই ভারত ব্যাটিং বিপর্যয় সামলে ম্যাচে ফিরেছিল (Nathan Lyon Praises Ravichandran Ashwin and Axar Patel) ৷ বিশেষত, অক্ষর প্যাটেলের 115 বলে 74 রানের ইনিংস সেই কাজটা আরও সহজ করে দেয় ৷ ফলে তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে 2-0 লিড নিয়েছে ভারত ৷

এদিন অজি অফস্পিনার অশ্বিন-অক্ষরের প্রশংসায় বলেন, ‘‘এটা স্পষ্ট করে দিতে চাই যে, ওরা ভারতের লোয়ার অর্ডার ব্যাটার নয় ৷ অ্যাশ এবং অক্ষর বিশ্বের যে কোনও সেরা টেস্ট দলের প্রথম 6 নম্বরে ব্যাট করতে পারে ৷ এটা বলা যেতে পারে, ওদের লম্বা টপ অর্ডার রয়েছে ৷’’ উল্লেখ্য, ভারত এই সিরিজের দু’টি ম্যাচেই উইকেট-কিপার-সহ 6 জন ফ্রন্টলাইন ব্যাটার এবং 3 জন বোলিং অল-রাউন্ডার খেলিয়ে ছিলেন ৷ যাঁদের মধ্যে অশ্বিন এবং জাদেজার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে ৷

এবার সেই তালিকায় অক্ষর প্যাটেলের মতো আক্রমণাত্মক বাঁ-হাতি অলরাউন্ডার জুড়ে গিয়েছে ৷ ফলে ভারতের 9 নম্বর পর্যন্ত লম্বা ব্যাট রয়েছে ৷ ফলে যে কোনও পরিস্থিতিতে ভারত ম্যাচে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে ৷ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের ক্ষেত্রে সেটাই হয়েছে ৷ একটা সময় 139 রানে ভারতের টপ-অর্ডারের 7 উইকেট পড়ে যায় ৷ সেখান থেকে অশ্বিন এবং অক্ষর 114 রানের পার্টনারশিপ করেন অষ্টম উইকেটে ৷ ফলে টেস্ট সিরিজে অজিদের ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও, অশ্বিন-অক্ষরের জুটি তা খারিজ করে দেয় ৷

আরও পড়ুন: ভারতের স্পিনের জালে 113 রানে শেষ অস্ট্রেলিয়া, 7 উইকেট জাদেজার

বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র 4 টেস্টের সিরিজে ভারত 2-0 এগিয়ে রয়েছে ৷ সেই সঙ্গে ট্রফি নিজেদের দখলে রেখে ভারত ৷ পরের ম্যাচ ইন্দোরে ৷ সেই টেস্ট জিতে সিরিজ জয়ের শিলমোহরের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা পাকা করতে মরিয়া রোহিত শর্মারা ৷

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলের ব্যাটিংয়ের প্রশংসা অজি অফস্পিনার নাথন লায়নের ৷ দিল্লির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অশ্বিন-অক্ষরের সেঞ্চুরি পার্টনারশিপের কারণেই ভারত ব্যাটিং বিপর্যয় সামলে ম্যাচে ফিরেছিল (Nathan Lyon Praises Ravichandran Ashwin and Axar Patel) ৷ বিশেষত, অক্ষর প্যাটেলের 115 বলে 74 রানের ইনিংস সেই কাজটা আরও সহজ করে দেয় ৷ ফলে তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে 2-0 লিড নিয়েছে ভারত ৷

এদিন অজি অফস্পিনার অশ্বিন-অক্ষরের প্রশংসায় বলেন, ‘‘এটা স্পষ্ট করে দিতে চাই যে, ওরা ভারতের লোয়ার অর্ডার ব্যাটার নয় ৷ অ্যাশ এবং অক্ষর বিশ্বের যে কোনও সেরা টেস্ট দলের প্রথম 6 নম্বরে ব্যাট করতে পারে ৷ এটা বলা যেতে পারে, ওদের লম্বা টপ অর্ডার রয়েছে ৷’’ উল্লেখ্য, ভারত এই সিরিজের দু’টি ম্যাচেই উইকেট-কিপার-সহ 6 জন ফ্রন্টলাইন ব্যাটার এবং 3 জন বোলিং অল-রাউন্ডার খেলিয়ে ছিলেন ৷ যাঁদের মধ্যে অশ্বিন এবং জাদেজার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে ৷

এবার সেই তালিকায় অক্ষর প্যাটেলের মতো আক্রমণাত্মক বাঁ-হাতি অলরাউন্ডার জুড়ে গিয়েছে ৷ ফলে ভারতের 9 নম্বর পর্যন্ত লম্বা ব্যাট রয়েছে ৷ ফলে যে কোনও পরিস্থিতিতে ভারত ম্যাচে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে ৷ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের ক্ষেত্রে সেটাই হয়েছে ৷ একটা সময় 139 রানে ভারতের টপ-অর্ডারের 7 উইকেট পড়ে যায় ৷ সেখান থেকে অশ্বিন এবং অক্ষর 114 রানের পার্টনারশিপ করেন অষ্টম উইকেটে ৷ ফলে টেস্ট সিরিজে অজিদের ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও, অশ্বিন-অক্ষরের জুটি তা খারিজ করে দেয় ৷

আরও পড়ুন: ভারতের স্পিনের জালে 113 রানে শেষ অস্ট্রেলিয়া, 7 উইকেট জাদেজার

বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র 4 টেস্টের সিরিজে ভারত 2-0 এগিয়ে রয়েছে ৷ সেই সঙ্গে ট্রফি নিজেদের দখলে রেখে ভারত ৷ পরের ম্যাচ ইন্দোরে ৷ সেই টেস্ট জিতে সিরিজ জয়ের শিলমোহরের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা পাকা করতে মরিয়া রোহিত শর্মারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.