ETV Bharat / sports

MS Dhoni: ক্যান্ডি ক্রাশে মগ্ন ধোনিকে ট্রে ভরতি চকলেট অফার করলেন বিমানসেবিকা ! - মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনিকে চকলেট সাধছেন বিমানসেবিকা ৷ আর তখন ধোনি ব্যস্ত ক্যান্ডি ক্রাশ খেলতে ৷ সাম্প্রতিক এই ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷

MS Dhoni ETV BHARAT
MS Dhoni
author img

By

Published : Jun 25, 2023, 10:35 PM IST

মুম্বই, 25 জুন: বিমান সফরে ক্যান্ডি ক্রাশ খেলছেন মহেন্দ্র সিং ধোনি ৷ আর তাঁকে চকলেট অফার করছেন একজন বিমানসেবিকা ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো ৷ মুম্বই থেকে রাঁচিগামী বিমানের ইকনমি ক্লাসে সফর করছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ সেখানেই এই দৃশ্য লেন্সবন্দি করেছেন ওই বিমানসেবিকার এক সহকর্মী ৷ যদিও, বিমানসেবিকার দেওয়া সেই চকলেট ফিরিয়ে দিয়েছেন ধোনি ৷ বিমান তাঁর সঙ্গে স্ত্রী সাক্ষীও ছিলেন ৷

চেন্নাই সুপার কিংসকে পঞ্চম আইপিএল ট্রফি জিতিয়ে সোজা মুম্বই উড়ে গিয়েছিলেন এমএস ধোনি ৷ সেখানে কোকিলাবেন হাসপাতালে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে ৷ চোট নিয়েই পুরো আইপিএল খেলেছিলেন ৷ তবে, টুর্নামেন্ট শেষে আর অপেক্ষা করেননি ৷ মুম্বই গিয়ে হাঁটুর অস্ত্রোপচারটা করিয়ে ফেলেছিলেন ৷ সফল অস্ত্রোপচারের পর সম্প্রতি মুম্বই থেকে রাঁচির বাড়িতে ফিরছিলেন ধোনি ৷ তাও আবার বিমানের ইকনমি ক্লাসে ৷ সেখানেই নিজের আই প্যাডে ক্যান্ডি ক্রাশ সাগা খেলছিলেন ধোনি ৷

কিন্তু, মজার বিষয় হল, বিমানের এক সেবিকা যিনি এমএসডি-র বেজায় ভক্ত ৷ তিনি মাহির সামনে একটি ট্রে-তে করে সারি সারি চকলেট নিয়ে আসেন ৷ বিমানসেবিকার সেই কাণ্ড দেখে ধোনিও হাসতে শুরু করেন ৷ দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় ৷ তবে, কী কথপকথন হয়েছে, তা শোনা যায়নি ৷ শেয়ার করা পোস্টে নিজের সঙ্গে ‘ক্রাশ’ ধোনির ভিডিয়োতে সচিন-জিগরের ‘তেরে ওয়াস্তে’ গান জুড়ে দিয়েছেন ওই বিমান সেবিকা ৷ আর ভিডিয়োর ক্যাপশনে নিজের মনের কথা খুলে লিখেছেন তিনি ৷

আরও পড়ুন: 'ভালো কিছু করেছিলাম, তাই আজও মানুষ সমাদর করে', স্মৃতির সরণি বেয়ে তিরাশির গল্প শোনালেন মদন লাল

এই ভিডিয়োটি শেয়ার করেছেন ইন্ডিগো বিমান সংস্থার ক্রু মেম্বার নীতিকা জয়সওয়াল ৷ তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ভিডিয়োটি শেয়ার করেছেন ওই বিমান সেবিকা ৷ আর সেটিই টুইটার থেকে ফেসবুক সর্বত্র এখন ভাইরাল ও আলোচ্য বিষয় ৷ তবে, ধোনি ওই ট্রে থেকে কোনও চকলেট নেননি ৷ তবে, ধোনির সাক্ষাৎই তাঁর কাছে সেরা প্রাপ্তি বলে জানিয়েছেন নীতিকা ৷

মুম্বই, 25 জুন: বিমান সফরে ক্যান্ডি ক্রাশ খেলছেন মহেন্দ্র সিং ধোনি ৷ আর তাঁকে চকলেট অফার করছেন একজন বিমানসেবিকা ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো ৷ মুম্বই থেকে রাঁচিগামী বিমানের ইকনমি ক্লাসে সফর করছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ সেখানেই এই দৃশ্য লেন্সবন্দি করেছেন ওই বিমানসেবিকার এক সহকর্মী ৷ যদিও, বিমানসেবিকার দেওয়া সেই চকলেট ফিরিয়ে দিয়েছেন ধোনি ৷ বিমান তাঁর সঙ্গে স্ত্রী সাক্ষীও ছিলেন ৷

চেন্নাই সুপার কিংসকে পঞ্চম আইপিএল ট্রফি জিতিয়ে সোজা মুম্বই উড়ে গিয়েছিলেন এমএস ধোনি ৷ সেখানে কোকিলাবেন হাসপাতালে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে ৷ চোট নিয়েই পুরো আইপিএল খেলেছিলেন ৷ তবে, টুর্নামেন্ট শেষে আর অপেক্ষা করেননি ৷ মুম্বই গিয়ে হাঁটুর অস্ত্রোপচারটা করিয়ে ফেলেছিলেন ৷ সফল অস্ত্রোপচারের পর সম্প্রতি মুম্বই থেকে রাঁচির বাড়িতে ফিরছিলেন ধোনি ৷ তাও আবার বিমানের ইকনমি ক্লাসে ৷ সেখানেই নিজের আই প্যাডে ক্যান্ডি ক্রাশ সাগা খেলছিলেন ধোনি ৷

কিন্তু, মজার বিষয় হল, বিমানের এক সেবিকা যিনি এমএসডি-র বেজায় ভক্ত ৷ তিনি মাহির সামনে একটি ট্রে-তে করে সারি সারি চকলেট নিয়ে আসেন ৷ বিমানসেবিকার সেই কাণ্ড দেখে ধোনিও হাসতে শুরু করেন ৷ দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় ৷ তবে, কী কথপকথন হয়েছে, তা শোনা যায়নি ৷ শেয়ার করা পোস্টে নিজের সঙ্গে ‘ক্রাশ’ ধোনির ভিডিয়োতে সচিন-জিগরের ‘তেরে ওয়াস্তে’ গান জুড়ে দিয়েছেন ওই বিমান সেবিকা ৷ আর ভিডিয়োর ক্যাপশনে নিজের মনের কথা খুলে লিখেছেন তিনি ৷

আরও পড়ুন: 'ভালো কিছু করেছিলাম, তাই আজও মানুষ সমাদর করে', স্মৃতির সরণি বেয়ে তিরাশির গল্প শোনালেন মদন লাল

এই ভিডিয়োটি শেয়ার করেছেন ইন্ডিগো বিমান সংস্থার ক্রু মেম্বার নীতিকা জয়সওয়াল ৷ তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ভিডিয়োটি শেয়ার করেছেন ওই বিমান সেবিকা ৷ আর সেটিই টুইটার থেকে ফেসবুক সর্বত্র এখন ভাইরাল ও আলোচ্য বিষয় ৷ তবে, ধোনি ওই ট্রে থেকে কোনও চকলেট নেননি ৷ তবে, ধোনির সাক্ষাৎই তাঁর কাছে সেরা প্রাপ্তি বলে জানিয়েছেন নীতিকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.