নয়াদিল্লি, 5 মার্চ: আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে প্রথম একাদশে ফিরতে চলেছে মহম্মদ শামি ৷ ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের নীতি অনুযায়ী ভারতীয় দলের মেডিক্যাল স্টাফরা এই সিনিয়র স্পিডস্টারকে ইন্দোর টেস্টে বিশ্রাম দিয়েছিল ৷ কিন্তু, বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র তৃতীয় টেস্ট হারের পর অভিজ্ঞ এবং ছন্দে থাকা শামিকে ফের প্রথম একাদশে ফিরিয়ে আনতে চাইছে টিম ম্যানেজমেন্ট (Mohammed Shami All Set to Return in First Eleven) ৷ ইন্দোর টেস্টে শামির জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন উমেশ যাদব ৷ তিনি প্রথম ইনিংসে 3 উইকেট নিয়েছিলেন ৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি কোয়ালিফাই করতে হলে, ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ জিতেতেই হবে ৷ তা না হলে নিউডিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার 2 ম্যাচের টেস্ট সিরিজের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে ৷ সেখানে শ্রীলঙ্কাকে 0-2 ফলাফলে হারতে হবে ৷ কিন্তু, এত জটিল অংকে যেতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তাই 2021-23 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ টেস্ট জিতে ফাইনালে প্রবেশ করতে চাইবে ভারত ৷
মহম্মদ শামি ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ বিশেষত, ঘরের মাঠে আগামী অক্টোবর মাসে বিশ্বকাপ রয়েছে ৷ সেখানে শামি ভারতের সবচেয়ে বড় ভরসা ৷ এর উপরে 31 মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে নিয়মিত ম্যাচ খেলবেন শামি ৷ তাই তাঁকে বিশ্বকাপের আগে সাবধানে ব্যবহার করতে চাইছে টিম ম্যানেজমেন্ট ৷
আরও পড়ুন: শেফালি-ল্যানিংয়ের হাফসেঞ্চুরিতে 223 রান তুলল দিল্লি ক্যাপিটালস
তবে চতুর্থ টেস্টে ভারতের প্রথম একাদশে শামির প্রবেশের সঙ্গে সঙ্গে, আরও বেশ কিছু বদল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অন্যদিকে, চতুর্থ টেস্টে পিচ কেমন হবে, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ শেষবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড ডে-নাইট টেস্ট 2দিনে শেষ হয়ে গেছিল ৷ এবার সেটা হবে না বলেই মনে করা হচ্ছে ৷ তবে, পিচ কিউরেটর জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের তরফে তাঁরা কোনও নির্দেশ পাননি ৷ তা সত্যি হলে, স্পোর্টিং উইকেটে খেলা হবে ধরে নেওয়া যায় ৷