ETV Bharat / sports

IND vs AUS 2nd ODI: স্টার্কের পেসে ছারখার ভারতের টপ-অর্ডার ব্যাটিং, সমতা ফেরাতে অজিদের দরকার 118 - India vs Australia

মাত্র 26 ওভারে শেষ ভারতের ব্যাটিং ৷ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs AUS 2nd ODI) মাত্র 26 ওভারে 117 রানে অলআউট রোহিত শর্মারা ৷ মিচেল স্টার্ক তাঁর আগুনে স্পেলে 5 উইকেট উইকেট নিলেন ৷

IND vs AUS 2nd ODI ETV BHARAT
IND vs AUS 2nd ODI
author img

By

Published : Mar 19, 2023, 4:51 PM IST

বিশাখাপত্তনম, 19 মার্চ: মুম্বইয়ের 3 উইকেট ট্রেলার হলে, বিশাখাপত্তনমে মিচেল স্টার্কের 5 উইকেট ছিল 140 মিনিটের সিনেমা ৷ দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী করলেন অজি পেসার (Mitchell Starc Steams Indian Top Calss Batting) ৷ নতুন বলে তাঁর পেস বোলিং সামলাতে রীতিমতো হিমশিম খেলন রোহিত শর্মা (13), শুভমন গিল (0), সূর্যকুমার যাদব (0), কেএল রাহুল (9) এবং মহম্মদ সিরাজ (0) ৷ শেষ উইকেট বাদ দিলে ভারতীয় ব্যাটিংয়ের মাথা থেকে শুরু করে মেরুদণ্ড পুরোটা একাই উপড়ে নিলেন তিনি ৷ 26 ওভারে মাত্র 117 রানে ড্রেসিংরুমে ফিরে গেলেন ভারতীয় ব্যাটাররা ৷

ভাইজাগে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ৷ প্রথমটায় সকলেই অবাক হয়েছিলেন ৷ কারণ পুরোপুরি শুকনো ও পাটা পিচে যে কেউ আগে ব্যাট করে বড় রান তুলতে চাইবে ৷ কিন্তু, অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট যে পিচকে সঠিক চিনেছিল তা প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার পেসাররা ৷ নতুন বলে স্টার্ক যেমন বিধ্বংসী ছিলেন ৷ তেমনি উলটোদিক থেকে সিন অ্যাবট এবং নাথন এলিস ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নিলেন ৷ অ্যাবট 3 উইকেট নিয়েছেন ৷ আর ভারতীয় পিচে প্রথমবার খেলা এলিস তুলে নিলেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার (16) মূল্যবান উইকেট ৷

রবিবার ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই শুভমন গিলের উইকেট নেন মিচেল স্টার্ক ৷ সেই ধাক্কা সামলে ভারত ম্যাচে ফিরেছিল ৷ কিন্তু পঞ্চম ওভারে স্টার্কের ফোর্থ স্টাম্পের বলে বড় শট খেলতে গিয়ে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক রোহিত (13) ৷ প্রথম ম্যাচের পর এদিনও গোল্ডেন ডাক সূর্যকুমার যাদব ৷ আজও স্টার্কের ভিতরে আসা বলের লাইন মিস করেন এবং লেগ বিফর আউট হন তিনি ৷ ওয়াংখেড়ের আউটের রিপ্লে-অ্যাকশন ছিল বিশাখাপত্তনম ৷

আরও পড়ুন: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত স্মিথের, ভারতীয় দলে রোহিত-অক্ষর

ওয়াংখেড়েতে ভারতের ইনিংস সামলানো কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (1) এবং রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ৷ একমাত্র বিরাট কোহলিকে আজ অজি পেসারদের সামনে স্বচ্ছন্দে দেখাচ্ছিল ৷ কিন্তু, ডানহাতি পেসার নাথন এলিস আক্রমণে আসতেই বিরাটের উইকেটের পতন হয় ৷ গুড লেন্থ থেকে স্কিড করে ভিতরে আসা বলে লেগ বিফর হন বিরাট ৷ অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য মাত্র 118 রান দরকার 50 ওভারে ৷ এই মুহূর্তে সিরিজে ভারত 1-0 এগিয়ে ৷ আজকের ম্যাচ শেষে সেটা 1-1 হওয়ার সম্ভাবনাই বেশি ৷ আর সেক্ষেত্রে 22 মার্চ বুধবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ নির্ণায়ক হতে চলেছে ৷

বিশাখাপত্তনম, 19 মার্চ: মুম্বইয়ের 3 উইকেট ট্রেলার হলে, বিশাখাপত্তনমে মিচেল স্টার্কের 5 উইকেট ছিল 140 মিনিটের সিনেমা ৷ দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী করলেন অজি পেসার (Mitchell Starc Steams Indian Top Calss Batting) ৷ নতুন বলে তাঁর পেস বোলিং সামলাতে রীতিমতো হিমশিম খেলন রোহিত শর্মা (13), শুভমন গিল (0), সূর্যকুমার যাদব (0), কেএল রাহুল (9) এবং মহম্মদ সিরাজ (0) ৷ শেষ উইকেট বাদ দিলে ভারতীয় ব্যাটিংয়ের মাথা থেকে শুরু করে মেরুদণ্ড পুরোটা একাই উপড়ে নিলেন তিনি ৷ 26 ওভারে মাত্র 117 রানে ড্রেসিংরুমে ফিরে গেলেন ভারতীয় ব্যাটাররা ৷

ভাইজাগে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ৷ প্রথমটায় সকলেই অবাক হয়েছিলেন ৷ কারণ পুরোপুরি শুকনো ও পাটা পিচে যে কেউ আগে ব্যাট করে বড় রান তুলতে চাইবে ৷ কিন্তু, অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট যে পিচকে সঠিক চিনেছিল তা প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার পেসাররা ৷ নতুন বলে স্টার্ক যেমন বিধ্বংসী ছিলেন ৷ তেমনি উলটোদিক থেকে সিন অ্যাবট এবং নাথন এলিস ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নিলেন ৷ অ্যাবট 3 উইকেট নিয়েছেন ৷ আর ভারতীয় পিচে প্রথমবার খেলা এলিস তুলে নিলেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার (16) মূল্যবান উইকেট ৷

রবিবার ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই শুভমন গিলের উইকেট নেন মিচেল স্টার্ক ৷ সেই ধাক্কা সামলে ভারত ম্যাচে ফিরেছিল ৷ কিন্তু পঞ্চম ওভারে স্টার্কের ফোর্থ স্টাম্পের বলে বড় শট খেলতে গিয়ে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক রোহিত (13) ৷ প্রথম ম্যাচের পর এদিনও গোল্ডেন ডাক সূর্যকুমার যাদব ৷ আজও স্টার্কের ভিতরে আসা বলের লাইন মিস করেন এবং লেগ বিফর আউট হন তিনি ৷ ওয়াংখেড়ের আউটের রিপ্লে-অ্যাকশন ছিল বিশাখাপত্তনম ৷

আরও পড়ুন: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত স্মিথের, ভারতীয় দলে রোহিত-অক্ষর

ওয়াংখেড়েতে ভারতের ইনিংস সামলানো কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (1) এবং রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ৷ একমাত্র বিরাট কোহলিকে আজ অজি পেসারদের সামনে স্বচ্ছন্দে দেখাচ্ছিল ৷ কিন্তু, ডানহাতি পেসার নাথন এলিস আক্রমণে আসতেই বিরাটের উইকেটের পতন হয় ৷ গুড লেন্থ থেকে স্কিড করে ভিতরে আসা বলে লেগ বিফর হন বিরাট ৷ অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য মাত্র 118 রান দরকার 50 ওভারে ৷ এই মুহূর্তে সিরিজে ভারত 1-0 এগিয়ে ৷ আজকের ম্যাচ শেষে সেটা 1-1 হওয়ার সম্ভাবনাই বেশি ৷ আর সেক্ষেত্রে 22 মার্চ বুধবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ নির্ণায়ক হতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.