ETV Bharat / sports

WIN vs AUS 4th T-20: মিচেল মার্শের অলরাউন্ড পারফরমেন্স, ক্যারিবিয়ান সফরে প্রথম জয় অস্ট্রেলিয়ার - ওয়েস্ট ইন্ডিজ় সফরে জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৷ নির্ধারিত 20 ওভারে ক্যারিবিয়ানদের 190 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া ৷ মিচেল মার্শের 75 রানের ইনিংস সাজানো ছিল 6টি বিশাল ছক্কা ও চারটি চারে ৷ অন্যদিকে অধিনায়ক অ্যারোন ফিঞ্চ করেন 37 বলে 53 রান ৷ অলরাউন্ডার ড্যান ক্রিস্টান অপরাজিত থাকেন 22 রানে ৷

ক্যারিবিয়ান সফরে প্রথম জয় অস্ট্রেলিয়ার
ক্যারিবিয়ান সফরে প্রথম জয় অস্ট্রেলিয়ার
author img

By

Published : Jul 15, 2021, 4:16 PM IST

গ্রাস আইলেট, 15 জুলাই : অবশেষে ওয়েস্ট ইন্ডিজ় সফরে জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া ৷ মিচেল মার্শের অলরাউন্ড পারফরমেন্সে ভর করে নিকোলাস পুরানের দলকে হারাল অজ়ি ব্রিগেড ৷ ব্যাটে 75 রান করার পাশাপাশি বল হাতেও তুলে নিলেন তিনটি উইকেট ৷

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৷ নির্ধারিত 20 ওভারে ক্যারিবিয়ানদের 190 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া ৷ মিচেল মার্শের 75 রানের ইনিংস সাজানো ছিল 6টি বিশাল ছক্কা ও চারটি চারে ৷ অন্যদিকে অধিনায়ক অ্যারোন ফিঞ্চ করেন 37 বলে 53 রান ৷ অলরাউন্ডার ড্যান ক্রিস্টান অপরাজিত থাকেন 22 রানে ৷

ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে লেগ স্পিনার হেডেন ওয়ালশ জুনিয়র নেন তিনটি উইকেট ৷ এছাড়া ওশানে থমাস, আন্দ্রে রাসেল ও ফ্যাবিয়ান অ্যালেন প্রত্যেকে একটি করে উইকেট নেন ৷

অজ়িদের 189 রানের জবাবে ভাল শুরু করেন ওয়েস্ট ইন্ডিজ় ৷ ওপেনিং জুটিতে ইভিন লুইস ও লিনডিল সিমনস করেন 62 রান ৷ ইনিংসের দ্বিতীয় ও রিলে মেরিথের প্রথম ওভারে 15 ও ড্যান ক্রিস্টানের ওভারে 23 রান সংগ্রহ করেন দুই ওপেনার ৷ তবে তারপরই খেই হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা ৷ আগের ম্যাচে 67 রান করা ক্রিস গেইলও এদিন ব্যর্থ হন ৷

আরও পড়ুন : ONLINE RACISM: দোষ প্রমাণ হলে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা, নয়া আইন ইংল্যান্ডে

ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসের 16 তম ওভারে নিকোলাস পুরান ও সিমনসকে ফিরিয়ে বড় ধাক্কা দেন মিচেল মার্শ ৷ শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজ়ের জয়ের জন্য 11 রান প্রয়োজন ছিল ৷ কিন্তু শেষ ওভারে প্রথম পাঁচটিই ডট বোলিং করেন মিচেল স্টার্ক ৷ শেষ বলে দেন 6 রান ৷ শেষ পর্যন্ত 4 রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া ৷

গ্রাস আইলেট, 15 জুলাই : অবশেষে ওয়েস্ট ইন্ডিজ় সফরে জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া ৷ মিচেল মার্শের অলরাউন্ড পারফরমেন্সে ভর করে নিকোলাস পুরানের দলকে হারাল অজ়ি ব্রিগেড ৷ ব্যাটে 75 রান করার পাশাপাশি বল হাতেও তুলে নিলেন তিনটি উইকেট ৷

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৷ নির্ধারিত 20 ওভারে ক্যারিবিয়ানদের 190 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া ৷ মিচেল মার্শের 75 রানের ইনিংস সাজানো ছিল 6টি বিশাল ছক্কা ও চারটি চারে ৷ অন্যদিকে অধিনায়ক অ্যারোন ফিঞ্চ করেন 37 বলে 53 রান ৷ অলরাউন্ডার ড্যান ক্রিস্টান অপরাজিত থাকেন 22 রানে ৷

ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে লেগ স্পিনার হেডেন ওয়ালশ জুনিয়র নেন তিনটি উইকেট ৷ এছাড়া ওশানে থমাস, আন্দ্রে রাসেল ও ফ্যাবিয়ান অ্যালেন প্রত্যেকে একটি করে উইকেট নেন ৷

অজ়িদের 189 রানের জবাবে ভাল শুরু করেন ওয়েস্ট ইন্ডিজ় ৷ ওপেনিং জুটিতে ইভিন লুইস ও লিনডিল সিমনস করেন 62 রান ৷ ইনিংসের দ্বিতীয় ও রিলে মেরিথের প্রথম ওভারে 15 ও ড্যান ক্রিস্টানের ওভারে 23 রান সংগ্রহ করেন দুই ওপেনার ৷ তবে তারপরই খেই হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা ৷ আগের ম্যাচে 67 রান করা ক্রিস গেইলও এদিন ব্যর্থ হন ৷

আরও পড়ুন : ONLINE RACISM: দোষ প্রমাণ হলে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা, নয়া আইন ইংল্যান্ডে

ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসের 16 তম ওভারে নিকোলাস পুরান ও সিমনসকে ফিরিয়ে বড় ধাক্কা দেন মিচেল মার্শ ৷ শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজ়ের জয়ের জন্য 11 রান প্রয়োজন ছিল ৷ কিন্তু শেষ ওভারে প্রথম পাঁচটিই ডট বোলিং করেন মিচেল স্টার্ক ৷ শেষ বলে দেন 6 রান ৷ শেষ পর্যন্ত 4 রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.