ETV Bharat / sports

TATA IPL 2022 : সাউদির পরিবর্তে একাদশে কামিন্স, টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠালেন শ্রেয়স - Pat Cummins replaces Tim Southee

পুনেতে পাঁচবারের চ্য়াম্পিয়নদের বিরুদ্ধে টস ভাগ্য সঙ্গ দিল শ্রেয়স আইয়ারকে ৷ টস জিতে রান তাড়া করার পথেই হাঁটলেন কেকেআর অধিনায়ক (KKR win the toss against MI and elect to bowl first) ৷ জোড়া পরিবর্তন নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামল বেগুনি শিবির ৷

TATA IPL 2022
সাউদির পরিবর্তে একাদশে কামিন্স, টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠালেন শ্রেয়স
author img

By

Published : Apr 6, 2022, 7:08 PM IST

Updated : Apr 6, 2022, 7:31 PM IST

পুনে, 6 এপ্রিল : টুর্নামেন্টে বরাবরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে 2022 আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে অনেকটা এগিয়ে থেকেই শুরু করছে বলে ধারণা বিশেষজ্ঞদের ৷ পুনেতে পাঁচবারের চ্য়াম্পিয়নদের বিরুদ্ধে টস ভাগ্যও সঙ্গ দিল শ্রেয়স আইয়ারকে ৷ টস জিতে রান তাড়া করার পথেই হাঁটলেন কেকেআর অধিনায়ক (KKR win the toss against MI and elect to bowl first) ৷ জোড়া পরিবর্তন নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামল বেগুনি শিবির ৷ টিম সাউদির পরিবর্তে দলে এলেন প্যাট কামিন্স (Pat Cummins replaces Tim Southee) ৷ পাশাপাশি কাশ্মীরের রশিক দার এলেন শিবম মাভির জায়গায় ৷

নাইট শিবিরে রশিকের অভিষেকের দিনে মুম্বইয়ের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামলেন ডেওয়ান্ড ব্রেভিস ৷ তার চেয়েও উল্লেখযোগ্য বিষয় হল সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের একাদশে প্রবেশ ৷ আঙুলের চোট সারিয়ে চলতি মরশুমে প্রথম মাঠে নামলেন তিনি ৷ সবমিলিয়ে মুম্বইও জোড়া পরিবর্তন নিয়েই অবতীর্ণ নাইটদের বিরুদ্ধে লড়াইয়ে ৷

ঊনত্রিশ বারের সাক্ষাতে মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র 7টিতে জয় পাওয়া শাহরুখের দল প্রথম তিনম্যাচের দু'টিতে জয় নিয়ে মাঠে নামল এদিন ৷ যার মধ্যে গত ম্যাচে রাসেল সংহার একরাশ স্বস্তি এনে দিয়েছে শিবিরে ৷ অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়নরা নাইটদের বিরুদ্ধে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে ৷ টস জিতে শ্রেয়স জানান, রান তাড়া করতেই স্বচ্ছন্দ তাঁর দল ৷ একটা লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এগোন যায় ৷ সেই কারণেই রান তাড়া করার সিদ্ধান্ত ৷ তবে রোহিত জানালেন, টস জিতে প্রথমে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিতেন তিনি ৷

আরও পড়ুন : রয়্যাল দ্বৈরথে 4 উইকেটে হার রাজস্থানের, আরসিবি-কে জেতালেন কার্তিক-শাহবাজরা

একনজরে নাইট একাদশ : ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, রশিক দার ৷

পুনে, 6 এপ্রিল : টুর্নামেন্টে বরাবরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে 2022 আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে অনেকটা এগিয়ে থেকেই শুরু করছে বলে ধারণা বিশেষজ্ঞদের ৷ পুনেতে পাঁচবারের চ্য়াম্পিয়নদের বিরুদ্ধে টস ভাগ্যও সঙ্গ দিল শ্রেয়স আইয়ারকে ৷ টস জিতে রান তাড়া করার পথেই হাঁটলেন কেকেআর অধিনায়ক (KKR win the toss against MI and elect to bowl first) ৷ জোড়া পরিবর্তন নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামল বেগুনি শিবির ৷ টিম সাউদির পরিবর্তে দলে এলেন প্যাট কামিন্স (Pat Cummins replaces Tim Southee) ৷ পাশাপাশি কাশ্মীরের রশিক দার এলেন শিবম মাভির জায়গায় ৷

নাইট শিবিরে রশিকের অভিষেকের দিনে মুম্বইয়ের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামলেন ডেওয়ান্ড ব্রেভিস ৷ তার চেয়েও উল্লেখযোগ্য বিষয় হল সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের একাদশে প্রবেশ ৷ আঙুলের চোট সারিয়ে চলতি মরশুমে প্রথম মাঠে নামলেন তিনি ৷ সবমিলিয়ে মুম্বইও জোড়া পরিবর্তন নিয়েই অবতীর্ণ নাইটদের বিরুদ্ধে লড়াইয়ে ৷

ঊনত্রিশ বারের সাক্ষাতে মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র 7টিতে জয় পাওয়া শাহরুখের দল প্রথম তিনম্যাচের দু'টিতে জয় নিয়ে মাঠে নামল এদিন ৷ যার মধ্যে গত ম্যাচে রাসেল সংহার একরাশ স্বস্তি এনে দিয়েছে শিবিরে ৷ অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়নরা নাইটদের বিরুদ্ধে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে ৷ টস জিতে শ্রেয়স জানান, রান তাড়া করতেই স্বচ্ছন্দ তাঁর দল ৷ একটা লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এগোন যায় ৷ সেই কারণেই রান তাড়া করার সিদ্ধান্ত ৷ তবে রোহিত জানালেন, টস জিতে প্রথমে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিতেন তিনি ৷

আরও পড়ুন : রয়্যাল দ্বৈরথে 4 উইকেটে হার রাজস্থানের, আরসিবি-কে জেতালেন কার্তিক-শাহবাজরা

একনজরে নাইট একাদশ : ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, রশিক দার ৷

Last Updated : Apr 6, 2022, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.