ETV Bharat / sports

Karsan Ghavri on Team India: রাহুলকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার দাবি কার্সন ঘাউরির

সাম্প্রতিককালে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের পারফর্মেন্সের ধারাবাহিকতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে (Karsan Ghavri Demands to Drop KL Rahul from Indian Test Team) ৷ তার মধ্যেই ফর্মে থাকা ক্রিকেটারদের বসিয়ে দেওয়া নিয়েও নানান প্রশ্ন উঠেছে ৷ এই পরিস্থিতিতে ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে (Australia series) ভারতীয় দল নিয়ে কথা বললেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কার্সন ঘাউরি ৷ শুনলেন ইটিভি ভারতের সঞ্জীব গুহ ৷

Karsan Ghavri Interview on Indian Test Team ETV BHARAT
ভারতীয় টেস্ট দল নিয়ে একান্ত সাক্ষাৎকারে কার্সন ঘাউরি
author img

By

Published : Dec 27, 2022, 7:02 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: ভারতের টেস্ট দল থেকে কেএল রাহুলকে বাদ দেওয়ার পক্ষে প্রাক্তন বাঁ-হাতি মিডিয়াম-পেস বোলার কার্সন ঘাউরি (Karsan Ghavri Demands to Drop KL Rahul from Indian Test Team) ৷ ইটিভি ভারত-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘অনেক সুযোগ পেয়েছে ৷ কিন্তু, টেস্টে সাম্প্রতিককালে পারফর্মেন্স একেবারেই নেই ৷’’ বরং শুভমান গিলের সঙ্গে ওপেনার হিসেবে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা পৃথ্বী শ-কে টেস্ট দলে ফেরানোর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷ সেই সঙ্গে মিডল অর্ডারে ফের অজিঙ্ক রাহানেকে ফেরানোর দাবি তুলেছেন তিনি ৷

প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল বাছাই নিয়েও সমালোচনা করেন কার্সন ঘাউরি ৷ মূলত কুলদীপ যাদবকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া নিয়েই তাঁর সমালোচনা ছিল ৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে দল বাছাই একেবারই ঠিক ছিল না ৷ বিশেষ করে 8 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ ক্রিকেটারকে বসিয়ে দেওয়া কখনই যুক্তিযুক্ত নয় ৷’’ এর পরেই বাংলাদেশ সফরে স্ট্যান্ডবাই অধিনায়ক কেএল রাহুলের প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন তোলেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি মিডিয়াম পেসার ৷

ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ সেই সিরিজে কেএল রাহুলের বদল পৃথ্বী শ-কে সুযোগ দেওয়ার কথা বলেন কার্সন ঘাউরি ৷ তিনি বলেন, ‘‘রাহুলের ব্যাটিং পর্যালোচনা করার সময় এসেছে ৷ গত বেশ কয়েকটি টেস্ট ইনিংসে তাঁর তেমন কোনও অবদান নেই ৷ তাঁর বদলে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা পৃথ্বী শ-কে সুযোগ দেওয়া যেতে পারে অস্ট্রেলিয়া সিরিজে ৷’’

পাশাপাশি, ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে ব্যাটিংয়ে অভিজ্ঞতা বাড়াতে অজিঙ্ক রাহানেকে ফেরানোর বিষয়টিও ভাবা যেতে পারে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর মতে, 2023 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলাটাই আসল উদ্দেশ্য ৷ তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4-0 সিরিজ (Australia series) জেতাটা জরুরি ৷ তবেই, টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ আসবে ৷

আরও পড়ুন: শততম টেস্টে দ্বিশতরান ওয়ার্নারের, বক্সিং-ডে টেস্টে চালকের আসনে অজিরা

একই সঙ্গে 12 বছর পর জয়দেব উনাদকটকে জাতীয় দলে সুযোগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন কার্সন ৷ তবে, কেএল রাহুলের ক্ষেত্রে যতটা কঠোর ছিলেন, এক্ষেত্রে অনেকটাই নমনীয় শোনালো তাঁকে ৷ তবে, কিছুটা জাতীয় নির্বাচক কমিটির বিরুদ্ধে ক্ষুব্ধ শোনাল তাঁকে ৷ তিনি বলেন, ‘‘2018 ও 2019 সালে যখন রঞ্জিতে গড়ে 60-এর উপরে উইকেট নিচ্ছিলেন প্রতি মরশুমে, তখন কেন উনাদকটকে ফেরানো হয়নি ৷ এখন ফিরিয়ে কী লাভ ? বাঁ-হাতি উনাদকটের কামব্যাক নিয়ে প্রশ্ন প্রাক্তন বাঁ-হাতির ৷ তাঁর সোজা জবাব, বাংলাদেশের বিরুদ্ধে মোটামুটি পারফর্মেন্স করেছেন ৷ কিন্তু, সেটা কতদিন চালিয়ে যেতে পারবেন, সেটাও তো দেখতে হবে ৷’’

তবে, উঠতি ভারতীয় পেসার উমরান মালিককে টেস্ট খেলানোর পক্ষে সওয়াল করেন কার্সন ঘাউরি ৷ তাঁকে নিয়মিত ভারতীয় দলে সুযোগ দেওয়ার কথা বলেন তিনি ৷ তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জসপ্রীত বুমরা এবং শামি ফিরলে, তাঁরাই প্রথম বাছাই হবেন বলে জানান কার্সন ঘাউরি ৷

কলকাতা, 27 ডিসেম্বর: ভারতের টেস্ট দল থেকে কেএল রাহুলকে বাদ দেওয়ার পক্ষে প্রাক্তন বাঁ-হাতি মিডিয়াম-পেস বোলার কার্সন ঘাউরি (Karsan Ghavri Demands to Drop KL Rahul from Indian Test Team) ৷ ইটিভি ভারত-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘অনেক সুযোগ পেয়েছে ৷ কিন্তু, টেস্টে সাম্প্রতিককালে পারফর্মেন্স একেবারেই নেই ৷’’ বরং শুভমান গিলের সঙ্গে ওপেনার হিসেবে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা পৃথ্বী শ-কে টেস্ট দলে ফেরানোর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷ সেই সঙ্গে মিডল অর্ডারে ফের অজিঙ্ক রাহানেকে ফেরানোর দাবি তুলেছেন তিনি ৷

প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল বাছাই নিয়েও সমালোচনা করেন কার্সন ঘাউরি ৷ মূলত কুলদীপ যাদবকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া নিয়েই তাঁর সমালোচনা ছিল ৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে দল বাছাই একেবারই ঠিক ছিল না ৷ বিশেষ করে 8 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ ক্রিকেটারকে বসিয়ে দেওয়া কখনই যুক্তিযুক্ত নয় ৷’’ এর পরেই বাংলাদেশ সফরে স্ট্যান্ডবাই অধিনায়ক কেএল রাহুলের প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন তোলেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি মিডিয়াম পেসার ৷

ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ সেই সিরিজে কেএল রাহুলের বদল পৃথ্বী শ-কে সুযোগ দেওয়ার কথা বলেন কার্সন ঘাউরি ৷ তিনি বলেন, ‘‘রাহুলের ব্যাটিং পর্যালোচনা করার সময় এসেছে ৷ গত বেশ কয়েকটি টেস্ট ইনিংসে তাঁর তেমন কোনও অবদান নেই ৷ তাঁর বদলে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা পৃথ্বী শ-কে সুযোগ দেওয়া যেতে পারে অস্ট্রেলিয়া সিরিজে ৷’’

পাশাপাশি, ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে ব্যাটিংয়ে অভিজ্ঞতা বাড়াতে অজিঙ্ক রাহানেকে ফেরানোর বিষয়টিও ভাবা যেতে পারে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর মতে, 2023 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলাটাই আসল উদ্দেশ্য ৷ তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4-0 সিরিজ (Australia series) জেতাটা জরুরি ৷ তবেই, টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ আসবে ৷

আরও পড়ুন: শততম টেস্টে দ্বিশতরান ওয়ার্নারের, বক্সিং-ডে টেস্টে চালকের আসনে অজিরা

একই সঙ্গে 12 বছর পর জয়দেব উনাদকটকে জাতীয় দলে সুযোগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন কার্সন ৷ তবে, কেএল রাহুলের ক্ষেত্রে যতটা কঠোর ছিলেন, এক্ষেত্রে অনেকটাই নমনীয় শোনালো তাঁকে ৷ তবে, কিছুটা জাতীয় নির্বাচক কমিটির বিরুদ্ধে ক্ষুব্ধ শোনাল তাঁকে ৷ তিনি বলেন, ‘‘2018 ও 2019 সালে যখন রঞ্জিতে গড়ে 60-এর উপরে উইকেট নিচ্ছিলেন প্রতি মরশুমে, তখন কেন উনাদকটকে ফেরানো হয়নি ৷ এখন ফিরিয়ে কী লাভ ? বাঁ-হাতি উনাদকটের কামব্যাক নিয়ে প্রশ্ন প্রাক্তন বাঁ-হাতির ৷ তাঁর সোজা জবাব, বাংলাদেশের বিরুদ্ধে মোটামুটি পারফর্মেন্স করেছেন ৷ কিন্তু, সেটা কতদিন চালিয়ে যেতে পারবেন, সেটাও তো দেখতে হবে ৷’’

তবে, উঠতি ভারতীয় পেসার উমরান মালিককে টেস্ট খেলানোর পক্ষে সওয়াল করেন কার্সন ঘাউরি ৷ তাঁকে নিয়মিত ভারতীয় দলে সুযোগ দেওয়ার কথা বলেন তিনি ৷ তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জসপ্রীত বুমরা এবং শামি ফিরলে, তাঁরাই প্রথম বাছাই হবেন বলে জানান কার্সন ঘাউরি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.