ETV Bharat / sports

Jasprit Bumrah: বাবা হলেন বুমরা, সন্তান কোলে এসে যশ বাড়ল জসপ্রীতের

টুইটে বুমরা জানিয়েছেন, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী সঞ্জনা গণেশন ৷ বিশেষ মুহূর্তে স্ত্রী’র পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরেছিলেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 11:42 AM IST

Updated : Sep 4, 2023, 12:34 PM IST

মুম্বই, 4 সেপ্টেম্বর: তিনি ভারতের বোলিং বিভাগের সেরা অস্ত্র ৷ প্রতিপক্ষকে পেড়ে ফেলতে তাঁর উপর নির্ভর করে থাকে ‘মেন ইন ব্লু’ ৷ এবার আরও দায়িত্ব বাড়ল জসপ্রীত বুমরার ৷ বাবা হলেন আমেদাবাদি পেসার ৷ সোমবার সকালে টুইটে বুমরা জানিয়েছেন, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী সঞ্জনা গণেশন ৷ বিশেষ মুহূর্তে স্ত্রী’র পাশে থাকতে গতকাল এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরেছিলেন তিনি ৷ ফলে এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে নেই তিনি ৷ যদিও তাঁর ফিরে আসা নিয়ে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ৷

  • Our little family has grown & our hearts are fuller than we could ever imagine! This morning we welcomed our little boy, Angad Jasprit Bumrah into the world. We are over the moon and can’t wait for everything this new chapter of our lives brings with it ❤️ - Jasprit and Sanjana pic.twitter.com/j3RFOSpB8Q

    — Jasprit Bumrah (@Jaspritbumrah93) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন টুইটে বুমরা লিখেছেন, ‘‘আমাদের ছোট্ট পরিবার বড় হয়েছে ৷ আমরা যতটা কল্পনা করেছিলাম, আমাদের হৃদয় আজ তার চেয়েও বেশি পরিপূর্ণ! আজ সকালে আমরা আমাদের ছোট ছেলে অঙ্গদ জসপ্রীত বুমরাকে স্বাগত জানিয়েছি । আমাদের জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করে আনন্দে ভাসছি ৷’’

Jasprit Bumrah
সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসলেন বুমরা

বুমরার ওই পোস্টে মজার মন্তব্য করেছেন দীনেশ কার্তিক । স্টাম্পার-ব্যাটার লিখেছেন, "তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা । এবার থেকে শুধু ইয়র্কার করার বিষয়ে নিখুঁত হলে চলবে না, ডায়াপার বদলানোর ব্যাপারেও পারফেক্ট হতে হবে। বুমরার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, চেতেশ্বর পূজারা, অনুষ্কা শর্মা, হ্যাজেল কিচরা ।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ছন্দে বুমরা, তরুণদের ভূমিকায় খুশি অধিনায়ক

ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরলেও সুপার ফোরের ম্যাচে পাওয়া যাবে বুমরাকে ৷ চোটের কারণে দীর্ঘদিন বাইশ গজ থেকে দূরে ছিলেন ৷ সদ্য অস্ত্রোপচারের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরেছেন ৷ সিরিজ সেরাও হয়েছেন দলের পেস ব্যাটারি ৷ ফলে বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভালো পারফর্ম করতে বদ্ধপরিকর বুমরা ৷ যদিও এশিয়া কাপে এখনও পর্যন্ত বল করার সুযোগ হয়নি তার ৷ নেপালকে হারিয়ে ভারত সুপার ফোর নিশ্চিত করলে হাত ঘোরানোর সুযোগ আসবে বুমরার কাছে ৷

মুম্বই, 4 সেপ্টেম্বর: তিনি ভারতের বোলিং বিভাগের সেরা অস্ত্র ৷ প্রতিপক্ষকে পেড়ে ফেলতে তাঁর উপর নির্ভর করে থাকে ‘মেন ইন ব্লু’ ৷ এবার আরও দায়িত্ব বাড়ল জসপ্রীত বুমরার ৷ বাবা হলেন আমেদাবাদি পেসার ৷ সোমবার সকালে টুইটে বুমরা জানিয়েছেন, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী সঞ্জনা গণেশন ৷ বিশেষ মুহূর্তে স্ত্রী’র পাশে থাকতে গতকাল এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরেছিলেন তিনি ৷ ফলে এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে নেই তিনি ৷ যদিও তাঁর ফিরে আসা নিয়ে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ৷

  • Our little family has grown & our hearts are fuller than we could ever imagine! This morning we welcomed our little boy, Angad Jasprit Bumrah into the world. We are over the moon and can’t wait for everything this new chapter of our lives brings with it ❤️ - Jasprit and Sanjana pic.twitter.com/j3RFOSpB8Q

    — Jasprit Bumrah (@Jaspritbumrah93) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন টুইটে বুমরা লিখেছেন, ‘‘আমাদের ছোট্ট পরিবার বড় হয়েছে ৷ আমরা যতটা কল্পনা করেছিলাম, আমাদের হৃদয় আজ তার চেয়েও বেশি পরিপূর্ণ! আজ সকালে আমরা আমাদের ছোট ছেলে অঙ্গদ জসপ্রীত বুমরাকে স্বাগত জানিয়েছি । আমাদের জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করে আনন্দে ভাসছি ৷’’

Jasprit Bumrah
সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসলেন বুমরা

বুমরার ওই পোস্টে মজার মন্তব্য করেছেন দীনেশ কার্তিক । স্টাম্পার-ব্যাটার লিখেছেন, "তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা । এবার থেকে শুধু ইয়র্কার করার বিষয়ে নিখুঁত হলে চলবে না, ডায়াপার বদলানোর ব্যাপারেও পারফেক্ট হতে হবে। বুমরার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, চেতেশ্বর পূজারা, অনুষ্কা শর্মা, হ্যাজেল কিচরা ।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ছন্দে বুমরা, তরুণদের ভূমিকায় খুশি অধিনায়ক

ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরলেও সুপার ফোরের ম্যাচে পাওয়া যাবে বুমরাকে ৷ চোটের কারণে দীর্ঘদিন বাইশ গজ থেকে দূরে ছিলেন ৷ সদ্য অস্ত্রোপচারের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরেছেন ৷ সিরিজ সেরাও হয়েছেন দলের পেস ব্যাটারি ৷ ফলে বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভালো পারফর্ম করতে বদ্ধপরিকর বুমরা ৷ যদিও এশিয়া কাপে এখনও পর্যন্ত বল করার সুযোগ হয়নি তার ৷ নেপালকে হারিয়ে ভারত সুপার ফোর নিশ্চিত করলে হাত ঘোরানোর সুযোগ আসবে বুমরার কাছে ৷

Last Updated : Sep 4, 2023, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.