ETV Bharat / sports

Jadeja shines in Indore: ভারতের ব্যর্থতাতেও উজ্জ্বল জাদেজা, নয়া রেকর্ডে কপিলদেবের সঙ্গে একাসনে জাড্ডু - রবীন্দ্র জাদেজা

ইন্দোরে একা কুম্ভ রবীন্দ্র জাদেজা । তারকা স্পিনারের দাপটেই ম্যাচে রইল ভারত । প্রথম দিনের শেষে তাঁর নামের পাশে 4টি উইকেট । টানা তৃতীয় ম্যাচে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার পথে জাদেজা (Jadeja shine with 4 wickets in Indore) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 1, 2023, 5:19 PM IST

ইন্দোর, 1 মার্চ: হোলকার স্টেডিয়ামের ঘূর্ণি পিচে অজি স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করল ভারত ৷ একের পর এক ব্যাটার প্যাভিলিয়নে ফিরেছেন, মনের মতো পিচ পেয়েও ব্যর্থ রবিচন্দ্রন অশ্বিন । প্রথমদিনের শেষে 47 রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া । 4 উইকেট হারিয়ে ক্যাঙারু-ব্রিগেডের সংগ্রহ 156 রান । ক্রিজে রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরুন গ্রিন ।

ইন্দোরে কার্যত টিমটিম করে জ্বলছে টিম ইন্ডিয়া । একমাত্র উজ্জ্বল রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja scripted history in Indore) । 'একা কুম্ভ' জাড্ডুর হাতে এখনও ম্যাচে রয়েছে ভারত । টানা তৃতীয় ম্যাচে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার পথে জাদেজা । প্রথম দিনের শেষে তাঁর নামের পাশে 4টি উইকেট । প্যাভিলিয়নে ফিরিয়েছেন উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথকে । একই সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছেন সৌরাষ্ট্রের অল-রাউন্ডার ।

আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় ভারতীয় হিসেবে 5000 রান ও 500টি উইকেট পাওয়ার বিরল নজির ছুঁয়েছেন তিনি । যেই কৃতিত্ব ছিল একমাত্র কপিলদেবের । 5000 আন্তর্জাতিক রানের গণ্ডি আগেই টপকে গিয়েছিলেন । বুধবার নিজের প্রথম ওভারের চতুর্থ বলে ট্র্যাভিস হেডকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে 500টি শিকারে হরিয়ানা হ্যারিকেনের রেকর্ডে ভাগ বসালেন জাদেজা ।

অজিদের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে দুরন্ক ছন্দে রয়েছেন তারকা অল-রাউন্ডার । ভারতের হয়ে মোট 63টি টেস্ট, 171টি ওডিআই এবং 64টি টি-20 খেলেছেন তিনি । ব্যাট হাতে সংগ্রহ যথাক্রমে 2623, 2447 এবং 457 রান । হাত ঘুরিয়ে পেয়েছেন যথাক্রমে 260, 189 ও 51টি উইকেট ।

আরও পড়ুন: পনিটেল বেঁধে পাঁচ উইকেটে প্রত্যাবর্তন, সাফল্যের নেপথ্য কারণ দর্শালেন জাড্ডু

ইন্দোর, 1 মার্চ: হোলকার স্টেডিয়ামের ঘূর্ণি পিচে অজি স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করল ভারত ৷ একের পর এক ব্যাটার প্যাভিলিয়নে ফিরেছেন, মনের মতো পিচ পেয়েও ব্যর্থ রবিচন্দ্রন অশ্বিন । প্রথমদিনের শেষে 47 রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া । 4 উইকেট হারিয়ে ক্যাঙারু-ব্রিগেডের সংগ্রহ 156 রান । ক্রিজে রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরুন গ্রিন ।

ইন্দোরে কার্যত টিমটিম করে জ্বলছে টিম ইন্ডিয়া । একমাত্র উজ্জ্বল রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja scripted history in Indore) । 'একা কুম্ভ' জাড্ডুর হাতে এখনও ম্যাচে রয়েছে ভারত । টানা তৃতীয় ম্যাচে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার পথে জাদেজা । প্রথম দিনের শেষে তাঁর নামের পাশে 4টি উইকেট । প্যাভিলিয়নে ফিরিয়েছেন উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথকে । একই সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছেন সৌরাষ্ট্রের অল-রাউন্ডার ।

আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় ভারতীয় হিসেবে 5000 রান ও 500টি উইকেট পাওয়ার বিরল নজির ছুঁয়েছেন তিনি । যেই কৃতিত্ব ছিল একমাত্র কপিলদেবের । 5000 আন্তর্জাতিক রানের গণ্ডি আগেই টপকে গিয়েছিলেন । বুধবার নিজের প্রথম ওভারের চতুর্থ বলে ট্র্যাভিস হেডকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে 500টি শিকারে হরিয়ানা হ্যারিকেনের রেকর্ডে ভাগ বসালেন জাদেজা ।

অজিদের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে দুরন্ক ছন্দে রয়েছেন তারকা অল-রাউন্ডার । ভারতের হয়ে মোট 63টি টেস্ট, 171টি ওডিআই এবং 64টি টি-20 খেলেছেন তিনি । ব্যাট হাতে সংগ্রহ যথাক্রমে 2623, 2447 এবং 457 রান । হাত ঘুরিয়ে পেয়েছেন যথাক্রমে 260, 189 ও 51টি উইকেট ।

আরও পড়ুন: পনিটেল বেঁধে পাঁচ উইকেটে প্রত্যাবর্তন, সাফল্যের নেপথ্য কারণ দর্শালেন জাড্ডু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.