ETV Bharat / sports

IPL 2023: আচরণবিধি লঙ্ঘন করায় বিরাটের 10 শতাংশ ম্যাচ ফি কাটলেন ম্যাচ রেফারি - Royal Challengers Bangalore

আইপিএল-এর আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ বিরাট কোহলির বিরুদ্ধে ৷ তাই তাঁকে শাস্তি দিলেন ম্যাচ রেফারি ৷ লেভেল ওয়ানের অপরাধ করায় 10 শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 18, 2023, 6:39 PM IST

বেঙ্গালুরু, 18 এপ্রিল: আইপিএল-এর আচরণবিধি লঙ্ঘন করায় বিরাট কোহলির 10 শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হল ৷ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে বিরাটের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আইপিএল কমিটির একটি বিবৃতিতে জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে আইপিএল-এর লেভেল ওয়ানের অপরাধ করেছেন বিরাট ৷ তাই তার বিরুদ্ধে আইপিএল বিধি 2.2 এর আওতায় ম্যাচ ফি-র 10 শতাংশ ফাইন করা হয়েছে ৷

তবে, বিরাট ঠিক কী আচরবিধি লঙ্ঘন করেছেন ? তা উল্লেখ করা হয়নি আইপিএল কর্তৃপক্ষের ওই বিবৃতিতে ৷ ম্যাচ রেফারির সিদ্ধান্ত ওই বিবৃতিতে চূড়ান্ত বলেও উল্লেখ করা হয়েছে ৷ এর বিরুদ্ধে কোনও আবেদন করা যাবে না ৷ তবে একটি সূত্র দাবি করেছে, শিবম দুবের উইকেট পড়ায় বিরাট তাঁর আনন্দের বহিঃপ্রকাশ করতে গিয়ে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়ে ফেলেছিলেন ৷ যা কোথাও গিয়ে দৃষ্টিকটূ লেগেছে ম্যাচ রেফারির ৷ সেই কারণে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ৷ তবে, এই তত্ত্বের সত্যতা কতটা তা নিয়ে সংশয় রয়েছে ৷

উল্লেখ্য, শিবম দুবে গতকালের ওই ম্যাচে 27 বলে 52 রান করেছেন ৷ তাঁর এবং ডেভন কনওয়ের ইনিংসে ভর করে 6 উইকেটে 226 রান করে চেন্নাই সুপার কিংস ৷ জবাবে, দ্রুত 2 উইকেট হারালেও, ম্যাক্সওয়েল (76) এবং ফাফ ডু প্লেসিস (62) এর ইনিংসের জেরে সেই বিশাল রানের অনেক কাছে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ 8 উইকেট হারিয়ে 218 রান তোলে আরসিবি ৷ মাত্র 8 রানে হারতে হয় বিরাট কোহলিদের ৷ তবে, এই হারের জন্য আরসিবি-র দুর্বল মিডল-অর্ডারকে দায়ী করেছে বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: আইপিএলে 6 হাজার রানের এলিট ক্লাব থেকে 14 রান দূরে 'হিটম্যান'

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরের ম্যাচ আগামী 20 এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে হবে ৷ আরসিবি 5 ম্যাচের মধ্যে 3 টি হেরেছে এবং 2টি ম্যাচ জিতেছে ৷ পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিতে মরিয়া হয়ে রয়েছে আরসিবি ৷

বেঙ্গালুরু, 18 এপ্রিল: আইপিএল-এর আচরণবিধি লঙ্ঘন করায় বিরাট কোহলির 10 শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হল ৷ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে বিরাটের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আইপিএল কমিটির একটি বিবৃতিতে জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে আইপিএল-এর লেভেল ওয়ানের অপরাধ করেছেন বিরাট ৷ তাই তার বিরুদ্ধে আইপিএল বিধি 2.2 এর আওতায় ম্যাচ ফি-র 10 শতাংশ ফাইন করা হয়েছে ৷

তবে, বিরাট ঠিক কী আচরবিধি লঙ্ঘন করেছেন ? তা উল্লেখ করা হয়নি আইপিএল কর্তৃপক্ষের ওই বিবৃতিতে ৷ ম্যাচ রেফারির সিদ্ধান্ত ওই বিবৃতিতে চূড়ান্ত বলেও উল্লেখ করা হয়েছে ৷ এর বিরুদ্ধে কোনও আবেদন করা যাবে না ৷ তবে একটি সূত্র দাবি করেছে, শিবম দুবের উইকেট পড়ায় বিরাট তাঁর আনন্দের বহিঃপ্রকাশ করতে গিয়ে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়ে ফেলেছিলেন ৷ যা কোথাও গিয়ে দৃষ্টিকটূ লেগেছে ম্যাচ রেফারির ৷ সেই কারণে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ৷ তবে, এই তত্ত্বের সত্যতা কতটা তা নিয়ে সংশয় রয়েছে ৷

উল্লেখ্য, শিবম দুবে গতকালের ওই ম্যাচে 27 বলে 52 রান করেছেন ৷ তাঁর এবং ডেভন কনওয়ের ইনিংসে ভর করে 6 উইকেটে 226 রান করে চেন্নাই সুপার কিংস ৷ জবাবে, দ্রুত 2 উইকেট হারালেও, ম্যাক্সওয়েল (76) এবং ফাফ ডু প্লেসিস (62) এর ইনিংসের জেরে সেই বিশাল রানের অনেক কাছে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ 8 উইকেট হারিয়ে 218 রান তোলে আরসিবি ৷ মাত্র 8 রানে হারতে হয় বিরাট কোহলিদের ৷ তবে, এই হারের জন্য আরসিবি-র দুর্বল মিডল-অর্ডারকে দায়ী করেছে বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: আইপিএলে 6 হাজার রানের এলিট ক্লাব থেকে 14 রান দূরে 'হিটম্যান'

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরের ম্যাচ আগামী 20 এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে হবে ৷ আরসিবি 5 ম্যাচের মধ্যে 3 টি হেরেছে এবং 2টি ম্যাচ জিতেছে ৷ পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিতে মরিয়া হয়ে রয়েছে আরসিবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.