মুম্বই, 14 সেপ্টেম্বর : চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পরই 2022 আইপিএলের রূপরেখা তৈরি করতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ অক্টোবরে দু'টি নতুন দলের ই-বিডিং করতে চলেছে বিসিসিআই ৷ প্রতিটি দলের জন্য নুন্যতম বিডিং দু'হাজার কোটি টাকা ৷
2022 আইপিএল হবে 10 দলের ৷ এমনটা আগেই ঘোষণা করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড ৷ কিন্তু কোভিডের কারণে সেই পদ্ধতিতে একটু ধীরে চলো নীতি নেয় বিসিসিআই ৷ সংবাদসংস্থা এএনআই সুত্রে জানা গিয়েছে, 17 অক্টোবর নতুন দুটি দলের নিলাম হবে ৷ নিলামের পদ্ধতি 21 সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে ৷ 5 অক্টোবর থেকে টেন্ডার ডাকা শুরু হবে ৷ তবে পুরো পদ্ধতিটা হবে ই-বিডিংয়ের মাধ্যমে ৷
আইপিএল গভর্নিং কাউন্সিল 31 অগস্ট দু‘টি নতুন দলের দরপত্র আহ্বান করেছিল ৷ যাতে বিড জমা দেওয়ার পদ্ধতি থেকে শুরু করে দল কেনার জন্য যোগ্যতা সমস্ত কিছুই জানানো হয়েছিল ৷ যেখানে বলা হয়েছিল টেন্ডার জমা দেওয়ার জন্য 10 লক্ষ টাকার রসিদ কাটতে হবে ৷ যা ফেরৎযোগ্য নয় ৷ ইনভিটেশন টু টেন্ডার (ITT) কেনা যাবে 5 অক্টোবর পর্য়ন্ত ৷ 'ইনভিটেশন টু টেন্ডার' কেনার জন্য বোর্ডকে ইমেলে অনুরোধ জানাতে হবে ৷ সেখানে আরও বিস্তারিত জানা যাবে ৷
আরও পড়ুন : ভারতীয় দলকে টি-20 বিশ্বকাপে মনোসংযোগ করতে দেওয়া হোক, আর্জি রাজীব শুক্লার
তবে নতুন দু‘টি দলের জন্য তিনটি ভেন্যু রাখা হয়েছে ৷ এগুলি হল আমেদাবাদ, লখনউ ও পুনে ৷ হোম গ্রাউন্ড হিসেবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, লখনউর একানা স্টেডিয়াম এবং পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামকে রাখা হয়েছে ৷ শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত আদানি গ্রুপ, সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি গ্রুপ, রোরেন্ট ফার্মা কোম্পানি আইপিএলের নতুন দু‘টি দল কেনার আগ্রহ দেখিয়েছে ৷