ETV Bharat / sports

IPL Franchises in US T20 League: আমেরিকার মেজর লিগে দল আইপিএল ফ্র্যাঞ্চাইজির, বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য - দিল্লি ক্যাপিটালস

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ইউএই ও দক্ষিণ আফ্রিকার পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির আধিপত্য ৷ আমেরিকার মেজর লিগ ক্রিকেটে আইপিএল-এর 4টি ফ্র্যাঞ্চাইজি দল কিনল সূচনা পর্বেই (IPL Franchises in US T20 League) ৷

IPL Franchises in US T20 League ETV BHARAT
IPL Franchises in US T20 League
author img

By

Published : Mar 21, 2023, 11:08 AM IST

কলকাতা, 21 মার্চ: বিশ্ব ক্রিকেটের ইকোসিস্টেমে ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজি লিগ প্রবেশ করে যাচ্ছে ৷ আর তার সাম্প্রতিক দৃষ্টান্ত মার্কিন যুক্তরাষ্ট্র ৷ আর এখানেও আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলি আধিপত্য বিস্তার করছে (Start of T20 League in US With IPL Investment) ৷ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের টি-20 লিগ শুরু করতে চলেছে ৷ যার নাম রাখা হয়েছে মেজর লিগ ক্রিকেট (Major League Cricket) আর তার সূচনা পর্বে আইপিএল ফ্র্যাঞ্চাইজির দল থাকছে ৷ যা বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্যের একটা দৃষ্টান্ত ৷

কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস মার্কিন মুলুকের টি-20 লিগে দল কিনেছে ৷ মোট 6 দলের টি-20 লিগের চারটির মালিকানা ভারতীয় ৷ বা বলা যেতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজির ৷ কেকেআর লস অ্যাঞ্জেলসের দল কিনেছে ৷ টেক্সাসের দল কিনেছে সিএসকে ৷ মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের দলের ফ্র্যাঞ্চাইজি কিনেছে ৷ আর দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কিনেছে সিয়াটেল অরকাসের দল ৷ মেজর লিগ ক্রিকেটের বাকি দু’টি দল হল ওয়াশিংটন ফ্রিডম এবং সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস ৷ আর এর জেরে ক্রিকেট সম্পর্কে বহু মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যেতে চলেছে ৷

এখানে বলার বিষয় বাকি যে দু’টি ফ্র্যাঞ্চাইজি মার্কিন মুলুকের টি-20 লিগে দল কিনেছে, তার মালিকানাও ভারতীয় ৷ অর্থাৎ, বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট এবং ব্যবসায়ীদের আধিপত্য ক্রমশ বাড়ছে ৷ সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ভেঞ্চার ক্যাপিটালসের ভেঙ্কি হরিহরণ এবং আনন্দ রাজারমনের ৷ যাঁরা অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির স্টেট টিম ভিক্টোরিয়ায় বিনিয়োগ করেছে ৷ অন্যদিকে, ওয়াশিংটন ফ্রিডমের মালিকানা ভারতীয় মার্কিন ব্যবসায়ী সঞ্জয় গোভিলের ৷ তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেট ক্রিকেট বডির শেয়ার রয়েছে ৷

আরও পড়ুন: স্টার্কের পেসে ছারখার ভারতের টপ-অর্ডার ব্যাটিং, সমতা ফেরাতে অজিদের দরকার 118

এখানেই শেষ নয় ৷ সিয়াটেল অরকাসের প্রধান ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের জিন্দল গোষ্ঠীর হলেও, সেখানে মাইক্রসফ্ট সিইও সত্য নাদেলাও অন্যতম অংশীদার হিসেবে রয়েছেন ৷ কিন্তু, বিশ্বের একাধিক টি-20 লিগে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের শাখা বিস্তার করছে ৷ যার শুরুটা করেছিল কলকাতা নাইট রাইডার্সের রেড চিলিজ সংস্থা ৷ তারা ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে প্রথম বিনিয়োগ করে ৷ এর পর কেকেআর-সহ আইপিএল এর বাকি ফ্র্যাঞ্চাইজি ইউএই, দক্ষিণ আফ্রিকার টি-20 লিগে দল কেনে ৷ এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে নিবেশ করছে আইপিএল এর অন্যতম 4টি ফ্র্যাঞ্চাইজি ৷

কলকাতা, 21 মার্চ: বিশ্ব ক্রিকেটের ইকোসিস্টেমে ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজি লিগ প্রবেশ করে যাচ্ছে ৷ আর তার সাম্প্রতিক দৃষ্টান্ত মার্কিন যুক্তরাষ্ট্র ৷ আর এখানেও আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলি আধিপত্য বিস্তার করছে (Start of T20 League in US With IPL Investment) ৷ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের টি-20 লিগ শুরু করতে চলেছে ৷ যার নাম রাখা হয়েছে মেজর লিগ ক্রিকেট (Major League Cricket) আর তার সূচনা পর্বে আইপিএল ফ্র্যাঞ্চাইজির দল থাকছে ৷ যা বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্যের একটা দৃষ্টান্ত ৷

কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস মার্কিন মুলুকের টি-20 লিগে দল কিনেছে ৷ মোট 6 দলের টি-20 লিগের চারটির মালিকানা ভারতীয় ৷ বা বলা যেতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজির ৷ কেকেআর লস অ্যাঞ্জেলসের দল কিনেছে ৷ টেক্সাসের দল কিনেছে সিএসকে ৷ মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের দলের ফ্র্যাঞ্চাইজি কিনেছে ৷ আর দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কিনেছে সিয়াটেল অরকাসের দল ৷ মেজর লিগ ক্রিকেটের বাকি দু’টি দল হল ওয়াশিংটন ফ্রিডম এবং সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস ৷ আর এর জেরে ক্রিকেট সম্পর্কে বহু মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যেতে চলেছে ৷

এখানে বলার বিষয় বাকি যে দু’টি ফ্র্যাঞ্চাইজি মার্কিন মুলুকের টি-20 লিগে দল কিনেছে, তার মালিকানাও ভারতীয় ৷ অর্থাৎ, বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট এবং ব্যবসায়ীদের আধিপত্য ক্রমশ বাড়ছে ৷ সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ভেঞ্চার ক্যাপিটালসের ভেঙ্কি হরিহরণ এবং আনন্দ রাজারমনের ৷ যাঁরা অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির স্টেট টিম ভিক্টোরিয়ায় বিনিয়োগ করেছে ৷ অন্যদিকে, ওয়াশিংটন ফ্রিডমের মালিকানা ভারতীয় মার্কিন ব্যবসায়ী সঞ্জয় গোভিলের ৷ তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেট ক্রিকেট বডির শেয়ার রয়েছে ৷

আরও পড়ুন: স্টার্কের পেসে ছারখার ভারতের টপ-অর্ডার ব্যাটিং, সমতা ফেরাতে অজিদের দরকার 118

এখানেই শেষ নয় ৷ সিয়াটেল অরকাসের প্রধান ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের জিন্দল গোষ্ঠীর হলেও, সেখানে মাইক্রসফ্ট সিইও সত্য নাদেলাও অন্যতম অংশীদার হিসেবে রয়েছেন ৷ কিন্তু, বিশ্বের একাধিক টি-20 লিগে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের শাখা বিস্তার করছে ৷ যার শুরুটা করেছিল কলকাতা নাইট রাইডার্সের রেড চিলিজ সংস্থা ৷ তারা ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে প্রথম বিনিয়োগ করে ৷ এর পর কেকেআর-সহ আইপিএল এর বাকি ফ্র্যাঞ্চাইজি ইউএই, দক্ষিণ আফ্রিকার টি-20 লিগে দল কেনে ৷ এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে নিবেশ করছে আইপিএল এর অন্যতম 4টি ফ্র্যাঞ্চাইজি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.