ETV Bharat / sports

IPL 2023: গ্রিনের ঝোড়ো ব্যাটে হায়দরাবাদকে বড়সড় টার্গেট মুম্বইয়ের - ক্যামেরন গ্রিন

ক্যামেরন গ্রিন এবং তিলক বর্মার ব্যাটে কমলাব্রিগেডকে 193 রানের লক্ষ্যমাত্রা দিল মুম্বই ৷ গ্রিন করলেন 40 বলে 64 ৷ তিলকের ব্যাট থেকে এল 17 বলে 37 ৷

Etv Bharat
ত্রয়োদশ ওভারে একশো পার করল মুম্বই
author img

By

Published : Apr 18, 2023, 7:23 PM IST

Updated : Apr 18, 2023, 9:34 PM IST

হায়দরাবাদ, 18 এপ্রিল: শুরুটা ভালো করেও অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের উপর জাঁকিয়ে বসতে পারলেন না মুম্বইয়ের ওপেনারদ্বয় ৷ তবে ঝোড়ো ব্যাটে আলগা ভিতে ইমারত গড়লেন ক্যামেরন গ্রিন ৷ অজি অলরাউন্ডারকে সঙ্গত করলেন প্রতিশ্রুতিমান তিলক বর্মা ৷ এই দু'য়ের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে কমলাব্রিগেডকে 193 রানের লক্ষ্যমাত্রা দিল পলটনরা ৷ গ্রিন করলেন 40 বলে 64 ৷ তিলকের ব্যাট থেকে এল 17 বলে 37 ৷

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 18 বলে 28 রান করে টি নটরাজনের শিকার হন পলটনদের অধিনায়ক রোহিত শর্মা ৷ ঈশান কিষাণকে ফেরান মার্কো জানসেন ৷ বাঁ-হাতি ওপেনার করেন 31 বলে 38 রান ৷ সূর্য করেন মাত্র 7 রান ৷ চতুর্থ উইকেটে ক্রিজে তিলক বর্মার সঙ্গে জুটিতে দলকে বড় রানের লক্ষ্যে নিয়ে যান ৷ 2টি চার, 4টি ছয়ে 37 রান করে তিলক আউট হলেও শেষ পর্যন্ত থেকে যান গ্রিন ৷ 6টি চার এবং 2টি ছয়ে 64 রান হাঁকিয়ে দলকে 192 রানে পৌঁছে দেন অজি তারকা ৷

জয়ের হ্যাটট্রিক সেরে পয়েন্ট টেবিলে উপরে ওঠার লক্ষ্যে মঙ্গলবার উপ্পলে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ৷ ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে টসভাগ্য সহায় হয় হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করামের ৷ টস জিতে রান তাড়া করার পথে হাঁটেন এসআরএইচ-এর প্রোটিয়া অধিনায়ক ৷

রোহিত শর্মার শারীরিক অসুস্থতার কারণে গত ম্যাচে অধিনায়ক হিসেবে মুম্বইয়ে দায়িত্বে ছিলেন সূর্যকুমার যাদব ৷ যদিও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নেমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন 'হিটম্যান' ৷ হায়দরাবাদ ম্যাচে পুনরায় টস করতে নামলেন টুর্নামেন্টের সবচেয়ে সফল দলনায়ক ৷ রোহিতের পাশাপাশি মুম্বই একাদশে প্রত্যাবর্তন ঘটে জেসন বেহরনড্রফের ৷ অজি ফাস্ট বোলার একাদশে ফেরায় বাদ পড়তে হয় ডুয়ান জানসেনকে ৷ ফলত দু'দলে দুই প্রোটিয়া ভাইয়ের দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হন ক্রিকেট অনুরাগীরা ৷

উল্লেখ্য, হায়দরাবাদ একাদশে রয়েছেন ডুয়ানের ভাই মার্কো জানসেন ৷ মার্করাম টস জিতে জানান পিচ আপাতভাবে শুষ্ক ৷ তবে পরের দিকে শিশিরের সুবিধা কাজে লাগিয়ে কার্যসিদ্ধি করার লক্ষ্যে তাঁর দল ৷ পাশাপাশি ফিল্ডিংয়ে তাঁর দলের যে উন্নতির জায়গা রয়েছে, তাও জানাতে ভুললেন না কমলাব্রিগেডের অধিনায়ক ৷ অন্যদিকে টস করতে এসে আইপিএলের পঞ্চদশ বর্ষপূর্তিতে স্মৃতিমেদুর রোহিত ৷ জানালেন, দুর্দান্ত অনুভূতি ৷ গত 15 বছরে অনেক ভালো মুহূর্তের সাক্ষী থাকতে পেরেছি ৷ একইসঙ্গে বিশেষ দিনে আরও ভালো ক্রিকেট খেলার বার্তা মুম্বই অধিনায়কের গলায় ৷

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিরাটের 10 শতাংশ ম্যাচ ফি কাটলেন ম্যাচ রেফারি

চার ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দু'দল আপাতত অবস্থান করছে লিগ টেবিলে আট এবং নয় নম্বরে ৷ রানরেটে সামান্য এগিয়ে মুম্বই ৷ মঙ্গলবার জয় পেলে একলাফে কয়েকধাপ উপরে ওঠার সুযোগ থাকছে দু'দলের কাছেই ৷ গত ম্যাচে হায়দরাবাদ এবং মুম্বই দু'দলই আবার কেকেআরকে হারিয়ে সম্মুখসমরে নেমেছে আজ ৷

হায়দরাবাদ, 18 এপ্রিল: শুরুটা ভালো করেও অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের উপর জাঁকিয়ে বসতে পারলেন না মুম্বইয়ের ওপেনারদ্বয় ৷ তবে ঝোড়ো ব্যাটে আলগা ভিতে ইমারত গড়লেন ক্যামেরন গ্রিন ৷ অজি অলরাউন্ডারকে সঙ্গত করলেন প্রতিশ্রুতিমান তিলক বর্মা ৷ এই দু'য়ের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে কমলাব্রিগেডকে 193 রানের লক্ষ্যমাত্রা দিল পলটনরা ৷ গ্রিন করলেন 40 বলে 64 ৷ তিলকের ব্যাট থেকে এল 17 বলে 37 ৷

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 18 বলে 28 রান করে টি নটরাজনের শিকার হন পলটনদের অধিনায়ক রোহিত শর্মা ৷ ঈশান কিষাণকে ফেরান মার্কো জানসেন ৷ বাঁ-হাতি ওপেনার করেন 31 বলে 38 রান ৷ সূর্য করেন মাত্র 7 রান ৷ চতুর্থ উইকেটে ক্রিজে তিলক বর্মার সঙ্গে জুটিতে দলকে বড় রানের লক্ষ্যে নিয়ে যান ৷ 2টি চার, 4টি ছয়ে 37 রান করে তিলক আউট হলেও শেষ পর্যন্ত থেকে যান গ্রিন ৷ 6টি চার এবং 2টি ছয়ে 64 রান হাঁকিয়ে দলকে 192 রানে পৌঁছে দেন অজি তারকা ৷

জয়ের হ্যাটট্রিক সেরে পয়েন্ট টেবিলে উপরে ওঠার লক্ষ্যে মঙ্গলবার উপ্পলে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ৷ ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে টসভাগ্য সহায় হয় হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করামের ৷ টস জিতে রান তাড়া করার পথে হাঁটেন এসআরএইচ-এর প্রোটিয়া অধিনায়ক ৷

রোহিত শর্মার শারীরিক অসুস্থতার কারণে গত ম্যাচে অধিনায়ক হিসেবে মুম্বইয়ে দায়িত্বে ছিলেন সূর্যকুমার যাদব ৷ যদিও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নেমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন 'হিটম্যান' ৷ হায়দরাবাদ ম্যাচে পুনরায় টস করতে নামলেন টুর্নামেন্টের সবচেয়ে সফল দলনায়ক ৷ রোহিতের পাশাপাশি মুম্বই একাদশে প্রত্যাবর্তন ঘটে জেসন বেহরনড্রফের ৷ অজি ফাস্ট বোলার একাদশে ফেরায় বাদ পড়তে হয় ডুয়ান জানসেনকে ৷ ফলত দু'দলে দুই প্রোটিয়া ভাইয়ের দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হন ক্রিকেট অনুরাগীরা ৷

উল্লেখ্য, হায়দরাবাদ একাদশে রয়েছেন ডুয়ানের ভাই মার্কো জানসেন ৷ মার্করাম টস জিতে জানান পিচ আপাতভাবে শুষ্ক ৷ তবে পরের দিকে শিশিরের সুবিধা কাজে লাগিয়ে কার্যসিদ্ধি করার লক্ষ্যে তাঁর দল ৷ পাশাপাশি ফিল্ডিংয়ে তাঁর দলের যে উন্নতির জায়গা রয়েছে, তাও জানাতে ভুললেন না কমলাব্রিগেডের অধিনায়ক ৷ অন্যদিকে টস করতে এসে আইপিএলের পঞ্চদশ বর্ষপূর্তিতে স্মৃতিমেদুর রোহিত ৷ জানালেন, দুর্দান্ত অনুভূতি ৷ গত 15 বছরে অনেক ভালো মুহূর্তের সাক্ষী থাকতে পেরেছি ৷ একইসঙ্গে বিশেষ দিনে আরও ভালো ক্রিকেট খেলার বার্তা মুম্বই অধিনায়কের গলায় ৷

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় বিরাটের 10 শতাংশ ম্যাচ ফি কাটলেন ম্যাচ রেফারি

চার ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দু'দল আপাতত অবস্থান করছে লিগ টেবিলে আট এবং নয় নম্বরে ৷ রানরেটে সামান্য এগিয়ে মুম্বই ৷ মঙ্গলবার জয় পেলে একলাফে কয়েকধাপ উপরে ওঠার সুযোগ থাকছে দু'দলের কাছেই ৷ গত ম্যাচে হায়দরাবাদ এবং মুম্বই দু'দলই আবার কেকেআরকে হারিয়ে সম্মুখসমরে নেমেছে আজ ৷

Last Updated : Apr 18, 2023, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.