ETV Bharat / sports

IPL 2023: 'অবশেষে একজন তেন্ডুলকর আইপিএল-এ উইকেট পেল', ছেলের সাফল্যে খুশি বাবা সচিন - মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ

ছেলে অর্জুন তেন্ডুলকরের প্রথম আইপিএল উইকেট নিয়ে টুইট করলেন সচিন ৷ মজার ছলে লিখলেন, অবশেষে একজন তেন্ডুলকর আইপিএল-এ উইকেট পেয়েছেন ৷ পাশাপাশি, মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের তৃতীয় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন 'ক্রিকেট ঈশ্বর' ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 19, 2023, 12:01 PM IST

Updated : Apr 19, 2023, 12:17 PM IST

কলকাতা, 19 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে অভিষেক করেছিলেন অর্জুন তেন্ডুলকর ৷ আর তাঁর প্রথম আইপিএল উইকেট এল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷ 23 বছরের অর্জুনের প্রথম আইপিএল উইকেটে খুশি বাবা সচিন ৷ টুইটারে মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মাস্টার ৷ সেখানেই মজা করে সচিন লিখেছেন, "অবশেষে একজন তেন্ডুলকর আইপিএল-এ উইকেট পেলেন ৷" সানরাইজার্সের বিরুদ্ধে অর্জুন তেন্ডুলকর 2.5 ওভারে 18 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন ৷ তাঁর প্রথম আইপিএল শিকার ভুবনেশ্বর কুমার ৷

আইপিএল-এর প্রথম 2 ম্যাচে হারের পর কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেখান থেকে পরপর 3 ম্যাচে জয়ের ফলে আবারও ছন্দে 5 বারের আইপিএল জয়ী দল ৷ মঙ্গলবার রাতে সানরাইজার্সকে তাদের ঘরের মাঠ হায়দরাবাদে 14 রানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ গতকালের এই জয়ে বড় ভূমিকা নিয়েছেন সচিন-পুত্র অর্জুন ৷ শেষ ওভারে 20 রান ডিফেন্ড করতে হত মুম্বইকে ৷ সেই সময় বাঁ-হাতি মিডিয়াম পেসার অর্জুন তেন্ডুলকরের হাতে বল তুলে দেন রোহিত ৷ উলটো দিকে তখন ব্যাটার আব্দুল সামাদ এবং ভুবনেশ্বর কুমার ৷ কিন্তু, নিরাশ করেননি অর্জুন ৷ ওই ওভারে মাত্র 5 রান দিয়ে মুম্বইকে কাঙ্খিত জয় এনে দেন তিনি ৷ পাশাপাশি, ভুবনেশ্বর কুমারের উইকেট নিয়ে হায়দরাবাদকে অল-আউট করেন ৷ অর্জুনের ওভারের দ্বিতীয় বলে রান আউট হন আব্দুল সামাদ ৷

  • A superb all-round performance by Mumbai Indians once again. Cameron Green impressed with both bat & ball. Ishan & Tilak’s batting is as good as it gets! The IPL is getting more interesting every day. Great going boys!💙

    And finally a Tendulkar has an IPL wicket!😛#SRHvMI pic.twitter.com/e4MAFEZyjY

    — Sachin Tendulkar (@sachin_rt) April 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দলের তৃতীয় জয় এবং ছেলের প্রথম আইপিএল উইকেটর জন্য সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন সচিন ৷ সেখানে তিনি লেখেন, "আবারও মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি অসাধারণ অল-রাউন্ড পারফর্ম্যান্স ৷ ক্যামেরন গ্রিন ব্যাট ও বলে প্রভাবিত করেছেন ৷ ঈশান এবং তিলকের ব্যাটিংও অসাধারণ ছিল ৷ আইপিএল রোজ আরও নতুন উত্তেজনা যোগ করছে ৷ খুব ভালো, এগিয়ে চলো !" এই পোস্টের শেষ লাইনে ছেলে অর্জুনের সাফল্যের কথাও উল্লেখ করেছেন মাস্টার ব্লাস্টার ৷ লিখেছেন, "অবশেষ একজন আইপিএল-এ উইকেট পেল !"

আরও পড়ুন: গ্রিনের পাশে উজ্জ্বল তেন্ডুলকর, টানা তৃতীয় জয় পেল পল্টনরা

তবে, অর্জুন নিজে কী বলছেন তাঁর শেষ ওভারের বোলিং নিয়ে ? ম্যাচ শেষে রবি শাস্ত্রীকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন জানান, তিনি নিজের লাইন ও লেংথ ঠিক রাখার চেষ্টা করেছিলেন ৷ ফিল্ডিং অনুযায়ী, বল জায়গার রাখার চেষ্টা করে গিয়েছেন ৷ তাঁর কথায়, "আমি সেটাই করেছি, যা আমার হাতে ছিল ৷ আমাদের পরিকল্পনা ছিল, ওয়াইড লাইনে বল করে বড় বাউন্ডারিকে ব্যবহার করা যাতে ব্যাটার বড় বাউন্ডারির দিকে মারতে বাধ্য হন ৷" পাশাপাশি, এও জানালেন অধিনায়ক তাঁকে যখনই বল করতে বলবেন, তিনি তার জন্য সবসময় প্রস্তুত ৷

কলকাতা, 19 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে অভিষেক করেছিলেন অর্জুন তেন্ডুলকর ৷ আর তাঁর প্রথম আইপিএল উইকেট এল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷ 23 বছরের অর্জুনের প্রথম আইপিএল উইকেটে খুশি বাবা সচিন ৷ টুইটারে মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মাস্টার ৷ সেখানেই মজা করে সচিন লিখেছেন, "অবশেষে একজন তেন্ডুলকর আইপিএল-এ উইকেট পেলেন ৷" সানরাইজার্সের বিরুদ্ধে অর্জুন তেন্ডুলকর 2.5 ওভারে 18 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন ৷ তাঁর প্রথম আইপিএল শিকার ভুবনেশ্বর কুমার ৷

আইপিএল-এর প্রথম 2 ম্যাচে হারের পর কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেখান থেকে পরপর 3 ম্যাচে জয়ের ফলে আবারও ছন্দে 5 বারের আইপিএল জয়ী দল ৷ মঙ্গলবার রাতে সানরাইজার্সকে তাদের ঘরের মাঠ হায়দরাবাদে 14 রানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ গতকালের এই জয়ে বড় ভূমিকা নিয়েছেন সচিন-পুত্র অর্জুন ৷ শেষ ওভারে 20 রান ডিফেন্ড করতে হত মুম্বইকে ৷ সেই সময় বাঁ-হাতি মিডিয়াম পেসার অর্জুন তেন্ডুলকরের হাতে বল তুলে দেন রোহিত ৷ উলটো দিকে তখন ব্যাটার আব্দুল সামাদ এবং ভুবনেশ্বর কুমার ৷ কিন্তু, নিরাশ করেননি অর্জুন ৷ ওই ওভারে মাত্র 5 রান দিয়ে মুম্বইকে কাঙ্খিত জয় এনে দেন তিনি ৷ পাশাপাশি, ভুবনেশ্বর কুমারের উইকেট নিয়ে হায়দরাবাদকে অল-আউট করেন ৷ অর্জুনের ওভারের দ্বিতীয় বলে রান আউট হন আব্দুল সামাদ ৷

  • A superb all-round performance by Mumbai Indians once again. Cameron Green impressed with both bat & ball. Ishan & Tilak’s batting is as good as it gets! The IPL is getting more interesting every day. Great going boys!💙

    And finally a Tendulkar has an IPL wicket!😛#SRHvMI pic.twitter.com/e4MAFEZyjY

    — Sachin Tendulkar (@sachin_rt) April 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দলের তৃতীয় জয় এবং ছেলের প্রথম আইপিএল উইকেটর জন্য সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন সচিন ৷ সেখানে তিনি লেখেন, "আবারও মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি অসাধারণ অল-রাউন্ড পারফর্ম্যান্স ৷ ক্যামেরন গ্রিন ব্যাট ও বলে প্রভাবিত করেছেন ৷ ঈশান এবং তিলকের ব্যাটিংও অসাধারণ ছিল ৷ আইপিএল রোজ আরও নতুন উত্তেজনা যোগ করছে ৷ খুব ভালো, এগিয়ে চলো !" এই পোস্টের শেষ লাইনে ছেলে অর্জুনের সাফল্যের কথাও উল্লেখ করেছেন মাস্টার ব্লাস্টার ৷ লিখেছেন, "অবশেষ একজন আইপিএল-এ উইকেট পেল !"

আরও পড়ুন: গ্রিনের পাশে উজ্জ্বল তেন্ডুলকর, টানা তৃতীয় জয় পেল পল্টনরা

তবে, অর্জুন নিজে কী বলছেন তাঁর শেষ ওভারের বোলিং নিয়ে ? ম্যাচ শেষে রবি শাস্ত্রীকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন জানান, তিনি নিজের লাইন ও লেংথ ঠিক রাখার চেষ্টা করেছিলেন ৷ ফিল্ডিং অনুযায়ী, বল জায়গার রাখার চেষ্টা করে গিয়েছেন ৷ তাঁর কথায়, "আমি সেটাই করেছি, যা আমার হাতে ছিল ৷ আমাদের পরিকল্পনা ছিল, ওয়াইড লাইনে বল করে বড় বাউন্ডারিকে ব্যবহার করা যাতে ব্যাটার বড় বাউন্ডারির দিকে মারতে বাধ্য হন ৷" পাশাপাশি, এও জানালেন অধিনায়ক তাঁকে যখনই বল করতে বলবেন, তিনি তার জন্য সবসময় প্রস্তুত ৷

Last Updated : Apr 19, 2023, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.