ETV Bharat / sports

Rohit Sharma: অধিনায়কের অনন্য নজিরে স্পেশাল হয়ে রইল মুম্বইয়ের দাপুটে জয় - রোহিত শর্মা

সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে টি-20 ক্রিকেটে সর্বাধিক ছয় মারার নিরিখে শীর্ষে অবশ্যই 'ইউনিভার্স বস' ক্রিস্টোফার হেনরি গেইল ৷ তাঁর নামের পাশে 1042 ছক্কা ৷ 758 এবং 510টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় এবং তৃতীয়স্থানেও দুই ক্যারিবিয়ান ব্যাটার ৷ সামগ্রিকভাবে রোহিত রয়েছেন তালিকার সপ্তম স্থানে ৷

Rohit Sharma
অধিনায়কের অনন্য নজিরে স্পেশাল হয়ে রইল মুম্বইয়ের দাপুটে জয়
author img

By

Published : Oct 6, 2021, 6:36 PM IST

শারজা, 6 অক্টোবর: রাজস্থান রয়্যালসকে উড়িয়ে মঙ্গলবার প্লে-অফের দৌড়ে দারুণভাবে ঢুকে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ আর রাজস্থানকে হারানোর রাতেই মুম্বই অধিনায়ক রোহিত শর্মার মুকুটে নয়া পালক ৷ প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটে 400 ছক্কার নজির গড়লেন 'হিটম্যান' ৷ প্রথম ওভারে শ্রেয়স গোপালকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে এদিন 400 ছয়ের ক্লাবে ঢুকে পড়েন মুম্বই অধিনায়ক ৷ সবমিলিয়ে অধিনায়কের অনন্য নজিরে শারজায় স্পেশাল হয়ে রইল মুম্বইয়ের দাপুটে জয় ৷

'হিটম্যানে'র কেরিয়ারের দিকে তাকালে দেখা যাবে, তিনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে 277টি, 'মেন ইন ব্লু' জার্সিতে 133টি, চ্যাম্পিয়ন্স লিগ টি-20তে 16টি ছক্কা হাঁকিয়েছেন ৷ তাঁর টি-20 কেরিয়ারের বাকি 24টি ছক্কা এসেছে অন্যান্য টুর্নামেন্ট থেকে ৷ টি-20 ক্রিকেটে ছক্কা হাঁকানোর নিরিখে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয়স্থানে থাকা সুরেশ রায়নার থেকে অনেকটাই এগিয়ে মুম্বইকর ব্যাটার ৷ রায়নার ঝুলিতে আপাতত রয়েছে 325 টি-20 ছক্কা ৷ রাজস্থান ম্যাচের পর রোহিতের ঝুলিতে আপাতত 401টি ছয় ৷

সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে টি-20 ক্রিকেটে সর্বাধিক ছয় মারার নিরিখে শীর্ষে অবশ্যই 'ইউনিভার্স বস' ক্রিস্টোফার হেনরি গেইল ৷ তাঁর নামের পাশে 1042 ছক্কা ৷ 758 এবং 510টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় এবং তৃতীয়স্থানেও দুই ক্যারিবিয়ান ব্যাটার কায়রন পোলার্ড এবং আন্দ্রে রাসেল ৷ সামগ্রিকভাবে রোহিত রয়েছেন তালিকার সপ্তমস্থানে ৷ মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে মুম্বই অধিনায়কের 13 বলে 22 রানের ইনিংসে ছিল 2টি ছক্কা ৷ এর মধ্যে প্রথম ওভারে শ্রেয়স গোপালকে বাউন্ডারির বাইরে পাঠিয়েই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রোহিত ৷

আরও পড়ুন: 'রয়্যালস বধ' করে নাইটদের চাপ বাড়াল মুম্বই

তবে ব্যাট হাতে অর্ধশতরান করে এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ভরসা জোগালেন ঈশান কিষান ৷ 5টি চার এবং 3টি ছয়ে সাজানো ছিল তাঁর 25 বলে অপরাজিত 50 রানের ইনিংস ৷ কুল্টার-নাইল, জিমি নিশমদের দাপটে প্রথমে ব্যাট করে মাত্র 90 রান তুলতে সমর্থ হয় রাজস্থান রয়্যালস ৷ 91 রান তাড়া করে 8.2 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স ৷ একই সঙ্গে নেট রান-রেট অনেকটা বাড়িয়ে নিয়ে পঞ্চমস্থানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷

শারজা, 6 অক্টোবর: রাজস্থান রয়্যালসকে উড়িয়ে মঙ্গলবার প্লে-অফের দৌড়ে দারুণভাবে ঢুকে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ আর রাজস্থানকে হারানোর রাতেই মুম্বই অধিনায়ক রোহিত শর্মার মুকুটে নয়া পালক ৷ প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটে 400 ছক্কার নজির গড়লেন 'হিটম্যান' ৷ প্রথম ওভারে শ্রেয়স গোপালকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে এদিন 400 ছয়ের ক্লাবে ঢুকে পড়েন মুম্বই অধিনায়ক ৷ সবমিলিয়ে অধিনায়কের অনন্য নজিরে শারজায় স্পেশাল হয়ে রইল মুম্বইয়ের দাপুটে জয় ৷

'হিটম্যানে'র কেরিয়ারের দিকে তাকালে দেখা যাবে, তিনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে 277টি, 'মেন ইন ব্লু' জার্সিতে 133টি, চ্যাম্পিয়ন্স লিগ টি-20তে 16টি ছক্কা হাঁকিয়েছেন ৷ তাঁর টি-20 কেরিয়ারের বাকি 24টি ছক্কা এসেছে অন্যান্য টুর্নামেন্ট থেকে ৷ টি-20 ক্রিকেটে ছক্কা হাঁকানোর নিরিখে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয়স্থানে থাকা সুরেশ রায়নার থেকে অনেকটাই এগিয়ে মুম্বইকর ব্যাটার ৷ রায়নার ঝুলিতে আপাতত রয়েছে 325 টি-20 ছক্কা ৷ রাজস্থান ম্যাচের পর রোহিতের ঝুলিতে আপাতত 401টি ছয় ৷

সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে টি-20 ক্রিকেটে সর্বাধিক ছয় মারার নিরিখে শীর্ষে অবশ্যই 'ইউনিভার্স বস' ক্রিস্টোফার হেনরি গেইল ৷ তাঁর নামের পাশে 1042 ছক্কা ৷ 758 এবং 510টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় এবং তৃতীয়স্থানেও দুই ক্যারিবিয়ান ব্যাটার কায়রন পোলার্ড এবং আন্দ্রে রাসেল ৷ সামগ্রিকভাবে রোহিত রয়েছেন তালিকার সপ্তমস্থানে ৷ মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে মুম্বই অধিনায়কের 13 বলে 22 রানের ইনিংসে ছিল 2টি ছক্কা ৷ এর মধ্যে প্রথম ওভারে শ্রেয়স গোপালকে বাউন্ডারির বাইরে পাঠিয়েই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রোহিত ৷

আরও পড়ুন: 'রয়্যালস বধ' করে নাইটদের চাপ বাড়াল মুম্বই

তবে ব্যাট হাতে অর্ধশতরান করে এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ভরসা জোগালেন ঈশান কিষান ৷ 5টি চার এবং 3টি ছয়ে সাজানো ছিল তাঁর 25 বলে অপরাজিত 50 রানের ইনিংস ৷ কুল্টার-নাইল, জিমি নিশমদের দাপটে প্রথমে ব্যাট করে মাত্র 90 রান তুলতে সমর্থ হয় রাজস্থান রয়্যালস ৷ 91 রান তাড়া করে 8.2 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স ৷ একই সঙ্গে নেট রান-রেট অনেকটা বাড়িয়ে নিয়ে পঞ্চমস্থানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.