কলকাতা, 19 মে: চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে শহরে ফিরেও প্রস্তুতি শুরু করতে পারল না কলকাতা নাইট রাইডার্স । শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা । প্লে-অফের ক্ষীণতম আশা জাগিয়ে রাখতে যে কোনও মূল্যে জিততে হবে । তারপরেও অনেক পারমুটেশন কম্বিনেশনের ওপর নির্ভর করবে প্লে অফে যাওয়ার বিষয়টি ।
দলের আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ বলেছেন, বেশ কয়েকটি ম্যাচে ভাগ্য সঙ্গ না দেওয়াতেই তারা এই পরিস্থিতিতে রয়েছেন । তবে 10 শতাংশ আশা থাকলেও তার বাস্তবায়নে 100 শতাংশ উজাড় করে দেবেন । চলতি আইপিএলে বেশ কিছু বিশেষ মুহূর্ত রয়েছে আফগান ব্যাটার উইকেটরক্ষকের । "কেকেআরে কাটানো মুহূর্তগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে আমার জীবনে । কেকেআর একটা পরিবারের মতো । এখানের ম্যানেজমেন্ট খুবই আন্তরিক । খুব ভালো সময় কাটালাম দু'টো মাস," বলেছেন গুরবাজ ।
চলতি আইপিএলে নাইটদের ওপেনিং সমস্যা বারবার ভুগিয়েছে । দলের ওপেনিং জুটির সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে গুরবাজ বলেন, "অনেক ওপেনারের সঙ্গে ব্যাট করেছি । বেঙ্কটেশ, জেসন, জগদীশন । প্রত্যেকেই ভালো । সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারছি । কঠিন সময় তারা পাশে দাঁড়াচ্ছে । সকলের সঙ্গে ব্যাট করতে উপভোগ করেছি ।" আশা জাগিয়ে শুরু করেও কেকেআর প্লে অফে যাবে কি না, তা প্রশ্ন চিহ্নের সামনে । কার্যত সম্ভাবনা নেই ।
কোথায় পিছিয়ে পড়ল নাইটরা ? নিজের দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে গুরবাজ বলেন,"আমরা কিছু এমন ম্যাচ হেরেছি যা হারার কথা ছিল না । সেই ম্যাচগুলো জিততেও পারতাম । কিন্তু ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি । তবে বলতে পারি, এখনও আমাদের সুযোগ আছে । শেষ ম্যাচে ভাল রানরেট নিয়ে জিততে চাই । ঈশ্বরের আশীর্বাদে পরবর্তী পর্বে যেতেও পারি । যদি নাও পারি, আশা করব সমর্থকেরা হতাশ হবেন না । এবার না পারলে পরেরবার নিশ্চয়ই আমরা আগামী পর্বে যোগ্যতা অর্জন করব । তবে এখনই আশাহত হচ্ছি না । আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে । শেষ ম্যাচে মরিয়া চেষ্টা করব ।"
সামনে প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস । পয়েন্ট টেবিলে কেকেআরের তুলনায় লখনউ ভালো জায়গায় রয়েছে । তবুও লড়াইয়ের কথা গুরবাজের মুখে, "আমরা ওদের বিরুদ্ধে এখনও খেলিনি । কিন্তু আমাদের প্রযুক্তি এমন পর্যায়ে গিয়েছে যে সকলের ভিডিয়ো দেখে নিতে পারি । ওদের দলে একাধিক ভালো বোলার আছে । এটা বলতে পারি, আমাদের কাছে যদি 10 শতাংশও সুযোগ থাকে আগামীপর্বে যোগ্যতা অর্জন করার । আমরা কিন্তু 100 শতাংশ দেব ।"
আফগানিস্তানের স্পিনার নবীন-উল-হক লখনউ দলে রয়েছেন । স্বদেশীয় সতীর্থ নিয়ে গুরবাজের কথায়, "নবীন টি-20 ক্রিকেটে অন্যতম সেরা বোলার । ও খুবই বুদ্ধিমান বোলার । প্রস্তুতি ম্যাচে প্রত্যেকবার আমাকে আউট করে । কিন্তু ম্যাচে এখনও পর্যন্ত পারেনি । ওর বিরুদ্ধে টি-টেন ম্যাচ খেলেছি । সেখানে বেশ কয়েকটা চার মেরেছি । ইডেনে এ বার ওর বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ইচ্ছে আছে । আমরা মাঠে সেরাটা দেব । সমর্থকদের বলতে চাই, খারাপ সময় আমাদের পাশে থাকবেন । ভালো সময় অবশ্যই থেকেছেন, খারাপ সময়ও থাকবেন । আশা করি, কঠিন সময় থেকে আমরা একসঙ্গে বেরিয়ে আসব ।"
আরও পড়ুন : মোহনবাগানকে বিশেষ সম্মান, শনিবার ইডেনে সবুজ-মেরুন জার্সিতে নামবেন ক্রুনালরা