বেঙ্গালুরু, 30 এপ্রিল: আরসিবি-র হয়ে এই মরশুমে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসি ৷ ক্রিজে একে অপরকে কমপ্লিমেন্টও করছেন এই দুই ব্যাটার ৷ সেই বোঝাপড়া এবার মাঠের বাইরেও দেখা গেল ৷ আরসিবি ক্যাফে অ্যান্ড বারে হালকা মেজাজে দেখা গেল দুই ওপেনারকে ৷ রবিবার সকালে অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে সেই মুহূর্তের ছবিও পোস্ট করেছেন বিরাট ৷ ছবির সঙ্গে লিখেছেন ফাফ তাঁর ক্রিজের পার্টনারের পাশাপাশি, রসিকতারও সঙ্গী ৷ তবে, শুধু বিরাট বা ফাফ নন, ছিলেন আরসিবি-র বাকি ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরাও ৷
ঘরের মাঠে কেকেআর-এর কাছে 21 রানে ম্যাচ হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ ম্যাচ হারলেও দলের উপর যাতে তার খারাপ প্রভাব না পরে সেটাও দেখতে হয় টিম ম্যানেজমেন্টকে ৷ তাই আরসিবি-র নিজস্ব ক্যাফে অ্যান্ড বারে সময় কাটালেন ক্রিকেটাররা ৷ উপস্থিত ছিলেন দলের দুই সিনিয়র সদস্য, অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি ৷ দুই সিনিয়র ক্রিকেটারকেই দেখা গেল দলের বাকিদের সঙ্গে খোশ মেজাজে সময় কাটাতে ৷ বিরাট এবং ফাফ দু’জনকেই দেখা গেল হাসিঠাট্টার মধ্যে দলের সকলের সঙ্গে সন্ধ্যেটা কাটাতে ৷
-
Partner on the crease, partner in cringy jokes 😆 @faf1307 pic.twitter.com/7uNZQwvyg7
— Virat Kohli (@imVkohli) April 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Partner on the crease, partner in cringy jokes 😆 @faf1307 pic.twitter.com/7uNZQwvyg7
— Virat Kohli (@imVkohli) April 30, 2023Partner on the crease, partner in cringy jokes 😆 @faf1307 pic.twitter.com/7uNZQwvyg7
— Virat Kohli (@imVkohli) April 30, 2023
সেখানেই ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলির মধ্যে যে বন্ধুত্ব তা ফুটে উঠল ৷ বিরাট সোশাল মিডিয়া ফাফের সঙ্গে একটি পোস্ট করেছেন ৷ আর ক্যাপশনে লিখেছেন, "ক্রিজের সঙ্গী, মশকরার সঙ্গী ৷" বাইশ গজে দু’জনের বোঝাপড়ার মতো, মাঠের বাইরেও তাঁদের বোঝাপড়া অনেক পোক্ত ৷ সেটাই এই টুইটের মাধ্যমে তুলে ধরলেন বিরাট ৷ উল্লেখ্য, সোমবার আরসিবি তাদের পরের ম্যাচ খেলতে নামছে ৷ প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা লখনউ সুপার জায়ান্টস ৷ তারা আবার শেষ ম্যাচে প্রতিপক্ষ পঞ্জাব কিংসের বিরুদ্ধে 257 রান তুলেছিল প্রথমে ব্যাট করে ৷
আরও পড়ুন: দ্বিতীয় সর্বাধিক রানের নজির, 'নবাবি' পারফরম্যান্সে দু'য়ে উঠে এল লখনউ
এই আইপিএল-এর সবচেয়ে কঠিন দলগুলির মধ্যে একটি লখনউ ৷ আর এই ম্যাচ আরও বেশি করে গুরুত্বপূর্ণ, বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের জন্য ৷ আইপিএল-এর মঞ্চে দু’জনের দ্বৈরথ বহুবার দেখা গিয়েছে ৷ বর্তমানে গম্ভীর লখনউ সুপার জায়ান্টস থিঙ্ক ট্যাকের অন্যতম সদস্য ৷ শেষবার আরসিবি-র ঘরের মাঠে লখনউ 1 উইকেটে ম্যাচ জেতার পর গৌতম গম্ভীর, আবেশ খানদের যে আগ্রাসী সেলিব্রেশন দেখা গিয়েছিল তা সুদে আসলে ফিরিয়ে দিতে চাইবে রয়্যাল চ্যালেঞ্জার্সরা ৷