মুম্বই, 21 মে: সানরাইর্জাস হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে, মাস্ট উইন ম্যাচে যেখানে নেট রানরেট সবচেয়ে বড় চিন্তার বিষয় মুম্বইয়ের ৷ সেখানে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত ৷ তবে, এমআই অধিনায়ক টস শেষে জানিয়েছেন, পিচ শুকনো হওয়ার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে, শুধুমাত্র ম্যাচ জেতার কথাই ভাবছেন রোহিত ৷ কীভাবে জিততে হবে ? সে সব নিয়ে তিনি বা টিম ম্যানেজমেন্ট ভাবিত নন ৷
আজকের ম্যাচ জেতার পাশাপাশি, নেট রানরেটও ভালো করতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে ৷ আর তার জন্য টস জিতে আগে ব্যাট করে স্কোর বোর্ডে বড় রান তোলা জরুরি বলে মত ছিল বিশেষজ্ঞদের ৷ কিন্তু, রোহিত শর্মা এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ৷ দুপুরের ম্যাচে ওয়াংখেড়ের পিচ প্রথম ইনিংসে শুকনো থাকবে বলে জানিয়েছেন তিনি ৷ তাই প্রথম ইনিংসে বল করার সিদ্ধান্ত তাঁর ৷ ফলে নেট রানরেটে মাইনাসে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে নিজেদের সুযোগ দিতে হলে, কম রানে সানরাইজার্সকে আটকাতে হবে ৷ যদিও, রাতের ম্যাচে আরসিবি হারলে মুম্বই এই ম্যাচ জিতে থাকলে, সরাসরি কোয়ালিফাই করবে প্লে-অফসে ৷
আজকের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স শওকিনকে বসিয়ে কুমার কার্তিকেয়াকে খেলিয়েছে ৷ অন্যদিকে, মুম্বইয়ের ইম্প্যাক্ট সাবস্টিটিউটে আজ তিলক বর্মাকে রেখেছে টিম ম্যানেজমেন্ট ৷ অন্যদিকে, শেষ ম্যাচ জিতে ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করতে চাইছে সানরাইজার্স হায়দরাবাদ ৷ এসআরএইচ তাদের প্রথম একাদশে একাধিক বদল করেছে আজ ৷ ময়ঙ্ক আগরওয়ালকে ফের ওপেনিংয়ে ফিরিয়ে আনা হয়েছে ৷ বেশ কয়েক ম্যাচ ডাগ আউটে বসার পর শেষ ম্যাচে ফের সুযোগ পেয়েছেন উমরান মালিক ৷
আরও পড়ুন: কারটা বেশি ভালো? শনিবারের ম্যাচে জাদেজার তলোয়ারবাজি নকল করে প্রশ্ন ওয়ার্নারের
পাশাপাশি, বিভ্রান্ত শর্মা, নীতীশ রেড্ডি এবং সানবীর সিং আইপিএল অভিষেক করছেন সানরাইজার্সের জার্সিতে ৷ ময়ঙ্ক মারকান্ডে, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, আকিল হুসেন এবং আব্দুল সামাদকে ইম্প্যাক্ট সাবস্টিটিউট অপশনে রেখে সানরাইজার্স হায়দরাবাদ ৷