ETV Bharat / sports

MS Dhoni meets Bomman and Bellie: চেন্নাইয়ে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের সদস্যদের সঙ্গে ধোনির সাক্ষাৎ - চেন্নাই সুপার কিংস

অস্কারজয়ী তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের সদস্যরা চেন্নাইয়ে দেখা করলেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৷ টুইট করে এই খবর দিয়েছে আইপিএলে ধোনির দল চেন্নাই সুপার কিংস ৷

MS Dhoni meets Bomman and Bellie
MS Dhoni meets Bomman and Bellie
author img

By

Published : May 10, 2023, 8:32 PM IST

চেন্নাই (তামিলনাড়ু), 10 মে: মহেন্দ্র সিং ধোনি বুধবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অস্কারজয়ী তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের পরিচালক কার্তিকি গনজালভেজ এবং তথ্যচিত্রে প্রদর্শিত দম্পতি বোম্যান ও বেলির সঙ্গে দেখা করেন ৷

এই নিয়ে টুইটারে পোস্ট করে চেন্নাই সুপার কিংস ৷ ধোনির সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে তারা ৷ সঙ্গে লেখে, "আমাদের হৃদয় জয় করা দলটির জন্য প্রশংসার গর্জন ! বোম্যান, বেলি এবং চলচ্চিত্র নির্মাতা কার্তিকি গনজালভেজকে আপ্যায়িত করতে পেরে ভালো লাগছে !"

সিএসকের তরফে টুইট করা ছবিতে এমএস ধোনিকে কার্তিকি, বোম্যান ও বেলির পাশে দাঁড়িয়ে জার্সি তুলে দিতে দেখা যাচ্ছে ৷ সেই জার্সির পিছনে তাঁদেরই নাম লেখা ছিল ৷ এছাড়া সিএসকের তরফে একটি ভিডিয়ো টুইট করা হয় ৷ সেই ভিডিয়ো ওই তিনজনকে সিএসকের টিমের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ৷ সিএসকের টিমের তরফেও শুভেচ্ছা জানানো হয় অস্কারজয়ীদের ৷

ক্যাপ্টেন কুলের মেয়ে জিভাকেও তাঁর বাবা ও দ্য এলিফ্যান্ট হুইসপারার্সের টিমের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে ৷ ধোনিও অস্কার ট্রফি নিয়ে পরিচালক কার্তিকির সঙ্গে ছবিও তোলেন ৷ এই ছবিটি টুইট করতেই ভক্তরা কমেন্ট করতে শুরু করেন ৷ ধোনি যে যোগ্যদের প্রশংসা করতে পিছপা হন না, সেই দাবিও সোশ্যাল মিডিয়ায় করেছেন তাঁর ভক্তরা ৷

  • Roars of appreciation to the team that won our hearts! 👏

    So good to host Bomman, Bellie and filmmaker Kartiki Gonsalves! 🐘#WhistlePodu #Yellove 🦁💛

    — Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ, বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ৷ এবারের প্রতিযোগিতায় তারা এখনও পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে ৷ ছ’টি ম্যাচ জিতেছে ৷ চারটিতে হেরেছে ৷ লখনউতে লখনউ সুপার জায়েন্টসের সঙ্গে তাদের ম্যাচ বৃষ্টির জন্য অমীমাংসিত ভাবে শেষ হয় ৷ আপাতত তাদের পয়েন্ট 13 ৷ পয়েন্ট টেবিলে তাদের স্থান দ্বিতীয় ৷ সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই অস্কারজয়ীদের সঙ্গে এই সাক্ষাৎ কি ধোনিদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে ? সেই প্রশ্নের উত্তর মিলবে কয়েক ঘণ্টা পরই ৷

আরও পড়ুন: কলকাতার রসগোল্লায় মজেছেন রহমানুল্লাহ গুরবাজ

চেন্নাই (তামিলনাড়ু), 10 মে: মহেন্দ্র সিং ধোনি বুধবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অস্কারজয়ী তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের পরিচালক কার্তিকি গনজালভেজ এবং তথ্যচিত্রে প্রদর্শিত দম্পতি বোম্যান ও বেলির সঙ্গে দেখা করেন ৷

এই নিয়ে টুইটারে পোস্ট করে চেন্নাই সুপার কিংস ৷ ধোনির সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে তারা ৷ সঙ্গে লেখে, "আমাদের হৃদয় জয় করা দলটির জন্য প্রশংসার গর্জন ! বোম্যান, বেলি এবং চলচ্চিত্র নির্মাতা কার্তিকি গনজালভেজকে আপ্যায়িত করতে পেরে ভালো লাগছে !"

সিএসকের তরফে টুইট করা ছবিতে এমএস ধোনিকে কার্তিকি, বোম্যান ও বেলির পাশে দাঁড়িয়ে জার্সি তুলে দিতে দেখা যাচ্ছে ৷ সেই জার্সির পিছনে তাঁদেরই নাম লেখা ছিল ৷ এছাড়া সিএসকের তরফে একটি ভিডিয়ো টুইট করা হয় ৷ সেই ভিডিয়ো ওই তিনজনকে সিএসকের টিমের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ৷ সিএসকের টিমের তরফেও শুভেচ্ছা জানানো হয় অস্কারজয়ীদের ৷

ক্যাপ্টেন কুলের মেয়ে জিভাকেও তাঁর বাবা ও দ্য এলিফ্যান্ট হুইসপারার্সের টিমের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে ৷ ধোনিও অস্কার ট্রফি নিয়ে পরিচালক কার্তিকির সঙ্গে ছবিও তোলেন ৷ এই ছবিটি টুইট করতেই ভক্তরা কমেন্ট করতে শুরু করেন ৷ ধোনি যে যোগ্যদের প্রশংসা করতে পিছপা হন না, সেই দাবিও সোশ্যাল মিডিয়ায় করেছেন তাঁর ভক্তরা ৷

  • Roars of appreciation to the team that won our hearts! 👏

    So good to host Bomman, Bellie and filmmaker Kartiki Gonsalves! 🐘#WhistlePodu #Yellove 🦁💛

    — Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ, বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ৷ এবারের প্রতিযোগিতায় তারা এখনও পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে ৷ ছ’টি ম্যাচ জিতেছে ৷ চারটিতে হেরেছে ৷ লখনউতে লখনউ সুপার জায়েন্টসের সঙ্গে তাদের ম্যাচ বৃষ্টির জন্য অমীমাংসিত ভাবে শেষ হয় ৷ আপাতত তাদের পয়েন্ট 13 ৷ পয়েন্ট টেবিলে তাদের স্থান দ্বিতীয় ৷ সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই অস্কারজয়ীদের সঙ্গে এই সাক্ষাৎ কি ধোনিদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে ? সেই প্রশ্নের উত্তর মিলবে কয়েক ঘণ্টা পরই ৷

আরও পড়ুন: কলকাতার রসগোল্লায় মজেছেন রহমানুল্লাহ গুরবাজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.