ETV Bharat / sports

IPL 2023: মোহনবাগানের জার্সি গায়ে ইডেন ভরালেন সবুজ-মেরুন সমর্থকরা - eden gardens

শনিবার আইপিএল এর ম্যাচে ইডেনে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টাস ৷ মোহনবাগান ও লখনউ সুপার জায়ান্টাস দুই দলেরই মালিক সঞ্জীব গোয়েঙ্কা ৷ এই সূত্রে এদিন ইডেনে মোহনবাগান সুপার জায়ান্টাসের সদস্য সমর্থকরা মোহনবাগানের জার্সি গায়ে ইডেনে যান ৷

ETV Bharat
মোহনবাগান সুপার জায়ান্টের সদস্যরা
author img

By

Published : May 20, 2023, 10:44 PM IST

ইডেনে ম্যাচ দেখতে মোহন বাগান সমর্থকরা

কলকাতা, 20 মে: লখনউ সুপার জায়ান্টাসের খেলা দেখতে এসে ইডেনে সাময়িকভাবে প্রত্যাখ্যাত মোহনবাগান সুপার জায়ান্টাসের সদস্য-সমর্থকরা । শনিবার প্রায় 70 জন সবুজ-মেরুন সমর্থক মোহনবাগান ক্লাব গেট থেকে মিছিল করে ইডেনের 13 এবং 9 নম্বর গেটে উপস্থিত হয়েছিলেন । তাঁদের গায়ে ছিল মোহনবাগানের জার্সি এবং গলায় সবুজ মেরুন স্কার্ফ । সঙ্গে মাইকিং করার উপকরণও ছিল । প্রথমে মোহনবাগানের লোগো সম্বলিত জার্সি পরে ও পোস্টার নিয়ে সমর্থকদের ঢুকতে দিতে রাজি হয়নি পুলিশ । হ্যান্ডমাইক নিয়েও ভিতরে যাওয়া যাবে না বলে জানায় পুলিশ ৷ পরে বিষয়টি আলোচনার পরে সমাধান হয় ।

তবে এদিন প্ল্যাকার্ড, হ্যান্ড মাইক বাইরে রেখেই মোহনবাগান সনর্থকরা মাঠে প্রবেশ করেন । কলকাতায় নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে এসে লখনউ সুপার জায়ান্টস মোহনবাগান সমর্থকদের কাছে সমর্থনের আবেদন করে । মোহনবাগান ফুটবল দল এবং লখনউ দুটি দলেরই মালিকানা সঞ্জীব গোয়েঙ্কার অধীনে । তাই এই আবেদন আইপিএল এবং আইএসএলকে এক সুতোয় বেঁধে ফেলার কৌশল নেওয়া হয়েছিল । সমর্থকদের প্রবেশের সময় সাময়িক বিপত্তি ছাড়া সবুজ-মেরুন সমর্থকরা নির্বিঘ্নে মাঠে ঢুকেছেন এদিন । মেরিনার্স গ্রুপের সদস্যরা সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে প্রায় হাজার খানেক কার্ড নিয়ে এসেছিলেন । যা বিলি করা হয়েছে এদিন ।

বহু মোহনবাগান সমর্থক কলকাতা নাইট রাইডার্সের সমর্থক হয়েও শনিবাসরীয় ইডেনে এসেছিলেন শুধুমাত্র সবুজ-মেরুনের প্রতি ভালোবাসার কারণে । একইভাবে এদিন বহু সমর্থক এদিন ইডেনে প্রথমবার এসেছেন শুধুমাত্র মোহনবাগানের কারণেই । আইপিএল এবং আইএসএলকে এক বিন্দুতে মিলিয়ে দেওয়ার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে কৃতিত্ব দিচ্ছেন মেরিনার্সরা । মাঠে উপস্থিত সস্ত্রীক সঞ্জীব গোয়েঙ্কা সবুজ-মেরুন জনতার এই আবেগ দেখে নিশ্চই খুশি হবেন । তবে মোহনবাগান জনতার উপস্থিতি সত্ত্বেও লখনউ সুপার জায়ান্টস ইডেনের দখল নিতে পারেনি এদিন । মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিকে ঘিরে আগে যে স্বতঃস্ফূর্ত আবেগ তৈরি হয়েছিল তা শনিবারের ইডেনে দেখা যায়নি । আইপিএলের প্লে অফের দৌড়ে পিছিয়ে পড়া কেকেআরকে নিয়ে কলকাতা যে উদ্বেল নয় তা বোঝা গিয়েছে । বেশিরভাগ মানুষ আইপিএলে ইডেনের আবহ দেখতে ভিড় করেছিলেন । এককথায় সংখ্যাতত্ত্বে ইডেন ভরলেও তা প্রাণহীন ।

আরও পড়ুন: সবুজ-মেরুন জার্সিতে নন্দনকাননে লখনউ শো, বল হাতে লড়ছে কেকেআর

ইডেনে ম্যাচ দেখতে মোহন বাগান সমর্থকরা

কলকাতা, 20 মে: লখনউ সুপার জায়ান্টাসের খেলা দেখতে এসে ইডেনে সাময়িকভাবে প্রত্যাখ্যাত মোহনবাগান সুপার জায়ান্টাসের সদস্য-সমর্থকরা । শনিবার প্রায় 70 জন সবুজ-মেরুন সমর্থক মোহনবাগান ক্লাব গেট থেকে মিছিল করে ইডেনের 13 এবং 9 নম্বর গেটে উপস্থিত হয়েছিলেন । তাঁদের গায়ে ছিল মোহনবাগানের জার্সি এবং গলায় সবুজ মেরুন স্কার্ফ । সঙ্গে মাইকিং করার উপকরণও ছিল । প্রথমে মোহনবাগানের লোগো সম্বলিত জার্সি পরে ও পোস্টার নিয়ে সমর্থকদের ঢুকতে দিতে রাজি হয়নি পুলিশ । হ্যান্ডমাইক নিয়েও ভিতরে যাওয়া যাবে না বলে জানায় পুলিশ ৷ পরে বিষয়টি আলোচনার পরে সমাধান হয় ।

তবে এদিন প্ল্যাকার্ড, হ্যান্ড মাইক বাইরে রেখেই মোহনবাগান সনর্থকরা মাঠে প্রবেশ করেন । কলকাতায় নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে এসে লখনউ সুপার জায়ান্টস মোহনবাগান সমর্থকদের কাছে সমর্থনের আবেদন করে । মোহনবাগান ফুটবল দল এবং লখনউ দুটি দলেরই মালিকানা সঞ্জীব গোয়েঙ্কার অধীনে । তাই এই আবেদন আইপিএল এবং আইএসএলকে এক সুতোয় বেঁধে ফেলার কৌশল নেওয়া হয়েছিল । সমর্থকদের প্রবেশের সময় সাময়িক বিপত্তি ছাড়া সবুজ-মেরুন সমর্থকরা নির্বিঘ্নে মাঠে ঢুকেছেন এদিন । মেরিনার্স গ্রুপের সদস্যরা সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে প্রায় হাজার খানেক কার্ড নিয়ে এসেছিলেন । যা বিলি করা হয়েছে এদিন ।

বহু মোহনবাগান সমর্থক কলকাতা নাইট রাইডার্সের সমর্থক হয়েও শনিবাসরীয় ইডেনে এসেছিলেন শুধুমাত্র সবুজ-মেরুনের প্রতি ভালোবাসার কারণে । একইভাবে এদিন বহু সমর্থক এদিন ইডেনে প্রথমবার এসেছেন শুধুমাত্র মোহনবাগানের কারণেই । আইপিএল এবং আইএসএলকে এক বিন্দুতে মিলিয়ে দেওয়ার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে কৃতিত্ব দিচ্ছেন মেরিনার্সরা । মাঠে উপস্থিত সস্ত্রীক সঞ্জীব গোয়েঙ্কা সবুজ-মেরুন জনতার এই আবেগ দেখে নিশ্চই খুশি হবেন । তবে মোহনবাগান জনতার উপস্থিতি সত্ত্বেও লখনউ সুপার জায়ান্টস ইডেনের দখল নিতে পারেনি এদিন । মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিকে ঘিরে আগে যে স্বতঃস্ফূর্ত আবেগ তৈরি হয়েছিল তা শনিবারের ইডেনে দেখা যায়নি । আইপিএলের প্লে অফের দৌড়ে পিছিয়ে পড়া কেকেআরকে নিয়ে কলকাতা যে উদ্বেল নয় তা বোঝা গিয়েছে । বেশিরভাগ মানুষ আইপিএলে ইডেনের আবহ দেখতে ভিড় করেছিলেন । এককথায় সংখ্যাতত্ত্বে ইডেন ভরলেও তা প্রাণহীন ।

আরও পড়ুন: সবুজ-মেরুন জার্সিতে নন্দনকাননে লখনউ শো, বল হাতে লড়ছে কেকেআর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.