ETV Bharat / sports

IPL 2023: ব্রুকের দুরন্ত সেঞ্চুরিতে নাইটদের কঠিন টার্গেট দিল সানরাইজার্স - কলকাতা নাইট রাইডার্স

ঘরের মাঠে টস জিতল কলকাতা নাইট রাইডার্স । কিন্তু সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়ে বেকায়দায় নাইটরা ৷ নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 228 রান তুলেছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 14, 2023, 7:08 PM IST

Updated : Apr 14, 2023, 9:39 PM IST

কলকাতা, 14 এপ্রিল: ইডেনে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ব্রুক ৷ তাঁর ওপেনিং পার্টনার 13 বলে মাত্র 9 রান করে ডাগ-আউটে ফিরলেও ছন্দ হারাননি ব্রুক ৷ তাঁকে সঙ্গ দেন ক্যাপ্টেন মার্করাম ৷ শেষ পর্যন্ত 55 বলে আইপিএলে সেঞ্চুরির স্বাদ পান ব্রুক ৷ ইনিংসে 12টি চার ও 3টি ছক্কা-সহ 100 রান কের নটআউট থাকেন সানরাইজার্সের এই ওপেনার ৷

পাওয়ার প্লে-তে 2 উইকেট হারালেও স্কোর বোর্ড 65 রান যোগ করে হায়দরাবাদ ৷ এরপর ব্রুক ও মার্করামের 72 রানের পার্টনারশিপে ভর করে বড় রানের ভিত গড়ে ফেলে সানরাইরজার্স ৷ 15 ওভারে তিন উইকেট হারিয়ে 157 রান তোলে হায়দরাবাদ ৷ক্যাপ্টেন ইনিংসও ছিল চোখধাঁধানো ৷ মাত্র 26 বলে পাঁচটি ছক্কা ও দুটি বাউন্ডারির সাহায্যে 50 রানে মার্করাম ৷ নাইট বোলারদের নিয়ে ছেলেখেলা করেন হায়দরাবাদের এই দুই ব্যাটার ৷

শেষ দিকে অভিষেক শর্মা 17 বলে 32 রানের ইনিংস খেলে দলকে 200 রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন ৷ নির্ধারিত 20 ওভারে চার উইকেট হারিয়ে 228 রান তোলে সানরাইজার্স ৷ নাইটদের সফলতম বোলার আন্দ্রে রাসেল ৷ 2.1 ওভারে 22 রান দিয়ে 3টি উইকেট নেন নাইটদের এই ক্যারিবিয়ান অল-রাউন্ডার ৷

মোতেরায় রিঙ্কুর সিংহগর্জনে গুজরাত টাইটান্সকে উড়িয়ে দিয়েছিল নাইটরা । চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স । প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হারের পরই ঘুরে দাঁড়িয়েছে নাইটরা । দ্বিতীয় ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিয়েছে 'রানা অ্যান্ড কোং' । তৃতীয় ম্যাচে ইতিহাস গড়েছেন রিঙ্কু সিং । উত্তরপ্রদেশের ব্যাটারের শেষ ওভারের পাঁচ ছক্কায় জয় পেয়েছে কেকেআর । হায়দরাবাদের বিরুদ্ধে সেই ফর্মই বজায় রাখতে চাইবে চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা । অন্যদিকে প্রথম দু'ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে ফর্মে ফিরেছে হায়দরাবাদ । পঞ্জাবকে 8 উইকেটে উড়িয়ে দিয়েছে নিজামের শহর । সেই জয়ের পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া এইডেন মার্করামরা ।

আরও পড়ুন: স্পিনের জালে হায়দরাবাদকে বিঁধতে তৈরি নাইটরা

কলকাতা নাইট রাইডার্স একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, এন জগদীশন, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, সুয়শ শর্মা

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: অভিষেক শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, হ্যারি ব্রুক, অনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন

কলকাতা, 14 এপ্রিল: ইডেনে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ব্রুক ৷ তাঁর ওপেনিং পার্টনার 13 বলে মাত্র 9 রান করে ডাগ-আউটে ফিরলেও ছন্দ হারাননি ব্রুক ৷ তাঁকে সঙ্গ দেন ক্যাপ্টেন মার্করাম ৷ শেষ পর্যন্ত 55 বলে আইপিএলে সেঞ্চুরির স্বাদ পান ব্রুক ৷ ইনিংসে 12টি চার ও 3টি ছক্কা-সহ 100 রান কের নটআউট থাকেন সানরাইজার্সের এই ওপেনার ৷

পাওয়ার প্লে-তে 2 উইকেট হারালেও স্কোর বোর্ড 65 রান যোগ করে হায়দরাবাদ ৷ এরপর ব্রুক ও মার্করামের 72 রানের পার্টনারশিপে ভর করে বড় রানের ভিত গড়ে ফেলে সানরাইরজার্স ৷ 15 ওভারে তিন উইকেট হারিয়ে 157 রান তোলে হায়দরাবাদ ৷ক্যাপ্টেন ইনিংসও ছিল চোখধাঁধানো ৷ মাত্র 26 বলে পাঁচটি ছক্কা ও দুটি বাউন্ডারির সাহায্যে 50 রানে মার্করাম ৷ নাইট বোলারদের নিয়ে ছেলেখেলা করেন হায়দরাবাদের এই দুই ব্যাটার ৷

শেষ দিকে অভিষেক শর্মা 17 বলে 32 রানের ইনিংস খেলে দলকে 200 রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন ৷ নির্ধারিত 20 ওভারে চার উইকেট হারিয়ে 228 রান তোলে সানরাইজার্স ৷ নাইটদের সফলতম বোলার আন্দ্রে রাসেল ৷ 2.1 ওভারে 22 রান দিয়ে 3টি উইকেট নেন নাইটদের এই ক্যারিবিয়ান অল-রাউন্ডার ৷

মোতেরায় রিঙ্কুর সিংহগর্জনে গুজরাত টাইটান্সকে উড়িয়ে দিয়েছিল নাইটরা । চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স । প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হারের পরই ঘুরে দাঁড়িয়েছে নাইটরা । দ্বিতীয় ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিয়েছে 'রানা অ্যান্ড কোং' । তৃতীয় ম্যাচে ইতিহাস গড়েছেন রিঙ্কু সিং । উত্তরপ্রদেশের ব্যাটারের শেষ ওভারের পাঁচ ছক্কায় জয় পেয়েছে কেকেআর । হায়দরাবাদের বিরুদ্ধে সেই ফর্মই বজায় রাখতে চাইবে চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা । অন্যদিকে প্রথম দু'ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে ফর্মে ফিরেছে হায়দরাবাদ । পঞ্জাবকে 8 উইকেটে উড়িয়ে দিয়েছে নিজামের শহর । সেই জয়ের পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া এইডেন মার্করামরা ।

আরও পড়ুন: স্পিনের জালে হায়দরাবাদকে বিঁধতে তৈরি নাইটরা

কলকাতা নাইট রাইডার্স একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, এন জগদীশন, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, সুয়শ শর্মা

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: অভিষেক শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, হ্যারি ব্রুক, অনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন

Last Updated : Apr 14, 2023, 9:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.