ETV Bharat / sports

IPL 2021 MI vs KKR : মুম্বই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে হারাল কলকাতা - IPL 2021 MI vs KKR

আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স ৷ এই জয়ের ফলে চার নম্বরে উঠে এল কেকেআর ৷

ipl
মুম্বই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স
author img

By

Published : Sep 23, 2021, 11:04 PM IST

আবুধাবি, 23 সেপ্টেম্বর: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 7 উইকেটে জিতল কলকাতা নাইট রাইডার্স ৷ আজ এই ম্যাচ জিতে চার নম্বরে উঠে এল কেকেআর ৷ ভেঙ্কটেশ্বর আইয়ার এবং রাহুল ত্রিপাঠীর দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ী হল ইয়ন মরগ্যানের ছেলেরা ৷ দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ফলে লিগ তালিকায় অনেকটাই নেমে গেল রোহিতের দল ৷ কাজে এল না কুইন্টন ডি'ককের অর্ধশতরান ৷

প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে একনম্বরে উঠে এসেছিল ৷ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তেমন কেউই বড় রানের ইনিংস খেলতে পারেনি ৷ শুধুমাত্র কুইন্টন ডি'কক অর্ধশতরান ছাড়া ৷ কলকাতা ব্যাট করতে নেমে ভাল শুরু করলেও মাত্র 13 রান করে জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিল ৷ পিচে ছিলেন ভেঙ্কটেশ্বর আইয়ার ও রাহুল ত্রিপাঠী ৷

আরও পড়ুন: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও তেমন ঘুরে দাঁড়াতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 155 রান তোলে রোহিতের ছেলেরা ৷ ব্যাট হাতে 42 বল খেলে 55 রান করেন কুইন্টন ডি'কক ৷ তবে অন্য কোনও ব্যাটসম্যান তেমন রান পাননি ৷

আবুধাবি, 23 সেপ্টেম্বর: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 7 উইকেটে জিতল কলকাতা নাইট রাইডার্স ৷ আজ এই ম্যাচ জিতে চার নম্বরে উঠে এল কেকেআর ৷ ভেঙ্কটেশ্বর আইয়ার এবং রাহুল ত্রিপাঠীর দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ী হল ইয়ন মরগ্যানের ছেলেরা ৷ দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ফলে লিগ তালিকায় অনেকটাই নেমে গেল রোহিতের দল ৷ কাজে এল না কুইন্টন ডি'ককের অর্ধশতরান ৷

প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে একনম্বরে উঠে এসেছিল ৷ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তেমন কেউই বড় রানের ইনিংস খেলতে পারেনি ৷ শুধুমাত্র কুইন্টন ডি'কক অর্ধশতরান ছাড়া ৷ কলকাতা ব্যাট করতে নেমে ভাল শুরু করলেও মাত্র 13 রান করে জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিল ৷ পিচে ছিলেন ভেঙ্কটেশ্বর আইয়ার ও রাহুল ত্রিপাঠী ৷

আরও পড়ুন: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও তেমন ঘুরে দাঁড়াতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 155 রান তোলে রোহিতের ছেলেরা ৷ ব্যাট হাতে 42 বল খেলে 55 রান করেন কুইন্টন ডি'কক ৷ তবে অন্য কোনও ব্যাটসম্যান তেমন রান পাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.