মুম্বই, 16 এপ্রিল : অস্ট্রেলিয়া সফরে একের পর এক চোট ভারতীয় বোলিং ইউনিটকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেল ৷ কিন্তু ভারতের তরুণ ব্রিগেড সেই চাপ সহ্য করে দুরন্ত পারফরমেন্স করে ৷ এর পরেই প্রশ্ন ওঠে ভারতীয় দলের ফাস্ট বোলিং ইউনিটে লড়াই কতটা ৷ প্রথম একাদশে জায়গা করতে এক বোলারকে ঠিক কতটা পরিশ্রম করতে হচ্ছে ? দলের মধ্যে সুষ্ঠ প্রতিযোগিতা কতটা উপভোগ করছেন ভারতীয় বোলাররা ? উত্তর দিলেন মহম্মদ শামি ৷ ভারতীয় দলের অন্যতম সেরা ফাস্ট বোলার এই লড়াই সম্পর্কে মুখ খুললেন ৷ জানালেন নিজের ভবিষ্যৎ চিন্তা ভাবনার কথাও ৷
শামির মতে তরুণ ভারতীর বোলারাই দেশের ভবিষ্যৎ ৷ তিনি আরও বলেন, যদি শরীর সঙ্গ না দেয়, তাহলে অহেতুক নিজের কেরিয়ার দীর্ঘায়িত করবেন না ৷ অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কামব্যাক করছেন মহম্মদ শামি ৷ চোটের কারণে অজ়ি সফরের মাঝ পথেই দেশে ফেরেন শামি ৷ তারপর খেলতে পারেননি ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ়েও ৷ শামি ও কয়েকজন বোলারের অবর্তমানে একাধিক বোলারকে ভারতীয় দলে খেলানো হয়েছে ৷ এবং প্রায় সবাই ভাল পারফরমেন্স করেছে ৷ ফলে দলের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে দলের মধ্যেই তৈরি হয়েছে সুষ্ঠু প্রতিযোগিতা ৷ নির্বাচকদের কাছেও যেটা ভাল মাথাব্যথা ৷
-
Came back from 🇦🇺 due to an injury, but that didn’t hamper Shami bhai in anyway 💪#SaddaPunjab #PunjabKings #IPL2021 @MdShami11 pic.twitter.com/xCF1dakvYQ
— Punjab Kings (@PunjabKingsIPL) April 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Came back from 🇦🇺 due to an injury, but that didn’t hamper Shami bhai in anyway 💪#SaddaPunjab #PunjabKings #IPL2021 @MdShami11 pic.twitter.com/xCF1dakvYQ
— Punjab Kings (@PunjabKingsIPL) April 15, 2021Came back from 🇦🇺 due to an injury, but that didn’t hamper Shami bhai in anyway 💪#SaddaPunjab #PunjabKings #IPL2021 @MdShami11 pic.twitter.com/xCF1dakvYQ
— Punjab Kings (@PunjabKingsIPL) April 15, 2021
আরও পড়ুন : শীতলকুচির ঘটনায় 5 মে-র মধ্যে সিআইডি রিপোর্ট তলব হাইকোর্টের
যদিও মহম্মদ শামি বোলারদের মধ্যে কোনও প্রতিযোগিতা দেখছেন না ৷ পরিবর্তে শামি বলছেন তিনি ভারতীয় ক্রিকেটের জন্য খুশি ৷ পঞ্জাব কিংসের ফাস্ট বোলার বলছেন, ‘‘আমি এটাকে কোনও প্রতিযোগিতা বলে দেখছি না ৷ তরুণ বোলাররা আমাদের বেঞ্চের শক্তি বাড়াবে ৷ নবাগতরাই ভবিষ্যৎ ৷ কেউ সারা জীবন খেলে না ৷ যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে দক্ষতা থাকবে ও আমার শরীর সঙ্গ দেবে, আমি ততক্ষণই খেলব ৷ আমি অহেতুক আমার কেরিয়ার বয়ে নিয়ে যাব না ৷’’