কলকাতা, 11 এপ্রিল : আইপিএল 2021’র প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ চেন্নাইয়ে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছেন অইন মর্গ্যানরা ৷ ডেভিড ওয়ার্নারের অরেঞ্জ আর্মির চ্যালেঞ্জকে টপকে আইপিএল 14-র প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চাইছে কেকেআর ৷ যে লড়াই মোটেও সহজ হবে না নাইটের কাছে ৷ কারণ কাগজে কলমে হোক বা পারফরমেন্স ৷ সানরাইজ়ার্স দল এবারের আইপিলে যে কোনও ফ্র্যাঞ্চাইজ়ির কাছে সবচেয়ে কঠিন গাঁট ৷
2012 এবং 2014 সালের আইপিএল চ্যাম্পিয়ন দল এবার তৃতীয়বারের জন্য খেতাবের লক্ষ্যে রবিবার মাঠে নামবে । ইতিমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় কলকাতার দলে ফিরেছেন।যাদের মধ্যে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান রয়েছেন । প্রথম ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক অইন মর্গ্যান বলছেন, ‘‘শাকিবের যোগদানে আমাদের দলে ভিন্ন মাত্রা যোগ করেছে । এবার অন্য মাঠে খেলতে হবে । সেখানে পরিবেশ পরিস্থিতি বাইশ গজের চরিত্র আলাদা । আমাদের দলে আর্ন্তজাতিক স্তরে সফল হওয়া স্পিনিং অলরাউন্ডার রয়েছেন । যিনি পাশাপাশি আইপিএলে যথেষ্ট সফল । তাই একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে।’’
প্রসিদ্ধ কৃষ্ণা, শুভমান গিলের মতো তরুণ ক্রিকেটাররা শুধু আইপিএলে নজর কাড়েননি, ভারতীয় দলেও জায়গা করে নিয়েছে। কেকেআর এর সিইও ভেঙ্কি মাইসোর আইপিএল নিলামে তরুণ প্রতিভাবান ক্রিকেটার নেওয়ার উপর জোর দিয়েছিলেন। কারণ তারুণ্যের হাতেই দলের ভবিষ্যৎ দাঁড়িয়ে । শুভমান গিল ইতিমধ্যে ভারতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন । অস্ট্রেলিয়ার মাটিতে তার সাহসী ইনিংস শুধু নজর কাড়েনি, দলের জয়ের ভিত গড়েছিল ।
আরও পড়ুন : পৃথ্বী-ধাওয়ানের ধামাকা, চেন্নাইকে সাত উইকেটে হারাল দিল্লি
দীনেশ কার্তিকের হাত থেকে নেতৃত্বের ব্যাটন অইন মর্গ্যানের হাতে গত আইপিএলের মাঝপথে তুলে দিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট ৷ নেতৃত্বের ব্যাটন হারালেও ডিকে টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য । মর্গ্যান বলছেন, ‘‘দীনেশ কার্তিক শুধু ব্যাট হাতে নয় উইকেটের পিছনেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন । এবার অনুশীলনে দারুণ ছন্দে রয়েছেন তিনি ৷ ওকে অনুশীলনে বাড়তি পরিশ্রম করতে দেখে সত্যি অবাক হয়ে যাই । পাশাপাশি মাঠ এবং মাঠের বাইরে আমাকে সাহায্য করে।’’
আইপিএলে ছোট ভুলের বড় ধাক্কায় যে কোনও দল ছিটকে যেতে পারে । সেদিক থেকে সাকিব এবং নারাইনের মতো ক্রিকেটারদের ফর্ম এবং অভিজ্ঞতা দলের পক্ষে সহায়ক হবে বলে মনে করেন নাইট অধিনায়ক । চলতি আইপিএলে ইডেনে খেলবে না কেকেআর । নাইট সমর্থকদের সমর্থন সরাসরি না পাওয়ার আক্ষেপ মর্গ্যানের গলায় । তবে সবকিছু ভুলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে জয়ের খাতা রবিবারের সন্ধ্যায় খুলতে চায় কেকেআর ।