ETV Bharat / sports

আজ আইপিএলে বদলে যাওয়া নাইটদের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স

আজ আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ যে দ্বৈরথ ঘিরে উত্তেজনা তুঙ্গে ৷ প্রথম ম্যাচ জিতে নাইট শিবির আত্মবিশ্বাসী থাকলেও, পরিসংখ্যান বলছে অন্য কথা ৷ এখনও পর্যন্ত দু’পক্ষ 27 ম্যাচে মুখোমুখি হয়েছে ৷ যার মধ্যে 21 ম্যাচ জিতে কলকাতার থেকে অনেকটাই এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৷

ipl 2021 kolkata knight riders vs mumbai indians in chennai
আজ আইপিএলে বদলে যাওয়া নাইটদের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স
author img

By

Published : Apr 13, 2021, 1:20 PM IST

Updated : Apr 13, 2021, 2:16 PM IST

চেন্নাই, 13 এপ্রিল : আজ চেন্নাইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ যে লড়াইয়ের একদিকে নিজেদের প্রথম ম্যাচ জিতে চিপকের মাঠে নামবে নাইট শিবির ৷ অন্য়দিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 2 উইকেটে হেরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মারা ৷

তবে, প্রথম ম্যাচ জিতে নাইট শিবির আত্মবিশ্বাসী থাকলেও, পরিসংখ্যান বলছে অন্য কথা ৷ আইপিএলের 13টি সিজ়নে এখনও পর্যন্ত 27 ম্যাচে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়েছে ৷ যেখানে 21 ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্সের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ অন্যদিকে, মাত্র 6টি ম্যাচ জিতেছে কেকেআর ৷

তবে, সময় যত গড়িয়েছে ততই শক্তিশালী হয়েছে নাইটরাও ৷ যার প্রমাণ আইপিএল 14’র নাইটদের প্রথম ম্যাচেই পাওয়া গেছে ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্য়াট হাতে দাপট দেখিয়েছেন দুই তরুণ নাইট নীতীশ রানা এবং রাহুল ত্রিপাঠী ৷ দু’জনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে অরেঞ্জ আর্মির ধারাল বোলিংও কুপকাত হয়ে গেছে ৷ সেই সঙ্গে লোয়ার মিডল অর্ডারে 9 বলে 22 রানের ক্যামিও ইনিংস খেলেছেন দীনেশ কার্তিক ৷ তাঁর হাত থেকে অধিনায়কত্বের ব্য়াটন চলে গেলেও, দলের প্রয়োজনে সবসময় নিজেকে সামনে নিয়ে আসছেন তিনি ৷ সে ব্যাটিং-র ক্ষেত্রে হোক বা উইকেটের পিছনে ৷

পাশাপাশি বোলিং বিভাগেও এবছর বেশ উন্নতি করেছে কেকেআর ৷ জাতীয় দলে সুযোগ পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণা তাঁর ধারাল পেস বোলিং জারি রেখেছেন ৷ সেই সঙ্গে এ বছর কলকাতা তাঁদের পুরোনা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফিরিয়ে এনেছে ৷ তিনিও বল হাতে ভরসা যোগাচ্ছেন অইন মর্গ্যানকে ৷

আরও পড়ুন : বৃথা গেল সঞ্জুর 119, রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে 4 রানে হারাল পঞ্জাব

তবে, মুম্বই শিবিরেও ম্যাচ উইনারের অভাব নেই ৷ প্রথম ম্যাচ হেরে গেলেও, আইপিএল-র ইতিহাস বলছে মুম্বই ইন্ডিয়ান্স যখন ফেরে দাপচের সঙ্গে ফেরে ৷ আর সেক্ষেত্রে মুম্বইয়ের দলে অধিনায়ক রোহিত শর্মার মতো শান্ত মাথার ব্য়াটসম্যান যেমন আছেন ৷ তেমনি আগ্রাসী ব্যাটিং করা অস্ট্রেলিয়ান ক্রিস লিন রয়েছেন ৷ অন্যদিকে মিডল অর্ডারে সূর্য কুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ডরা রয়েছেন ৷ সব মিলিয়ে মুম্বইয়ে ব্যাটিংয়ের গভীরতা সবচেয়ে বড় চিন্তার বিষয় হতে চলেছে কলকাতার কাছে ৷

আরও পড়ুন : দুরন্ত অভিষেক, কে এই চেতন সাকারিয়া ?

সেই সঙ্গে বোলিং বিভাগও বেশ ধারাল মুম্বইয়ের ৷ ওপেনিং বোলিংয়ে যেমন রয়েছেন যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট ৷ অন্যদিকে, এ’বছর প্রথম আইপিএলে ডেবিউ করেই নজর কেড়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার মার্কো জনসেন ৷ আরসিবি-র বিরুদ্ধে 4 ওভারে মাত্র 28 রান দিয়ে 2 উইকেট তুলে নেন তিনি ৷ ফলে বাঁ হাতি এই পেসারকে সামলানো কলকাতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷

চেন্নাই, 13 এপ্রিল : আজ চেন্নাইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ যে লড়াইয়ের একদিকে নিজেদের প্রথম ম্যাচ জিতে চিপকের মাঠে নামবে নাইট শিবির ৷ অন্য়দিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 2 উইকেটে হেরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মারা ৷

তবে, প্রথম ম্যাচ জিতে নাইট শিবির আত্মবিশ্বাসী থাকলেও, পরিসংখ্যান বলছে অন্য কথা ৷ আইপিএলের 13টি সিজ়নে এখনও পর্যন্ত 27 ম্যাচে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়েছে ৷ যেখানে 21 ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্সের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ অন্যদিকে, মাত্র 6টি ম্যাচ জিতেছে কেকেআর ৷

তবে, সময় যত গড়িয়েছে ততই শক্তিশালী হয়েছে নাইটরাও ৷ যার প্রমাণ আইপিএল 14’র নাইটদের প্রথম ম্যাচেই পাওয়া গেছে ৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্য়াট হাতে দাপট দেখিয়েছেন দুই তরুণ নাইট নীতীশ রানা এবং রাহুল ত্রিপাঠী ৷ দু’জনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে অরেঞ্জ আর্মির ধারাল বোলিংও কুপকাত হয়ে গেছে ৷ সেই সঙ্গে লোয়ার মিডল অর্ডারে 9 বলে 22 রানের ক্যামিও ইনিংস খেলেছেন দীনেশ কার্তিক ৷ তাঁর হাত থেকে অধিনায়কত্বের ব্য়াটন চলে গেলেও, দলের প্রয়োজনে সবসময় নিজেকে সামনে নিয়ে আসছেন তিনি ৷ সে ব্যাটিং-র ক্ষেত্রে হোক বা উইকেটের পিছনে ৷

পাশাপাশি বোলিং বিভাগেও এবছর বেশ উন্নতি করেছে কেকেআর ৷ জাতীয় দলে সুযোগ পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণা তাঁর ধারাল পেস বোলিং জারি রেখেছেন ৷ সেই সঙ্গে এ বছর কলকাতা তাঁদের পুরোনা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফিরিয়ে এনেছে ৷ তিনিও বল হাতে ভরসা যোগাচ্ছেন অইন মর্গ্যানকে ৷

আরও পড়ুন : বৃথা গেল সঞ্জুর 119, রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে 4 রানে হারাল পঞ্জাব

তবে, মুম্বই শিবিরেও ম্যাচ উইনারের অভাব নেই ৷ প্রথম ম্যাচ হেরে গেলেও, আইপিএল-র ইতিহাস বলছে মুম্বই ইন্ডিয়ান্স যখন ফেরে দাপচের সঙ্গে ফেরে ৷ আর সেক্ষেত্রে মুম্বইয়ের দলে অধিনায়ক রোহিত শর্মার মতো শান্ত মাথার ব্য়াটসম্যান যেমন আছেন ৷ তেমনি আগ্রাসী ব্যাটিং করা অস্ট্রেলিয়ান ক্রিস লিন রয়েছেন ৷ অন্যদিকে মিডল অর্ডারে সূর্য কুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ডরা রয়েছেন ৷ সব মিলিয়ে মুম্বইয়ে ব্যাটিংয়ের গভীরতা সবচেয়ে বড় চিন্তার বিষয় হতে চলেছে কলকাতার কাছে ৷

আরও পড়ুন : দুরন্ত অভিষেক, কে এই চেতন সাকারিয়া ?

সেই সঙ্গে বোলিং বিভাগও বেশ ধারাল মুম্বইয়ের ৷ ওপেনিং বোলিংয়ে যেমন রয়েছেন যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট ৷ অন্যদিকে, এ’বছর প্রথম আইপিএলে ডেবিউ করেই নজর কেড়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার মার্কো জনসেন ৷ আরসিবি-র বিরুদ্ধে 4 ওভারে মাত্র 28 রান দিয়ে 2 উইকেট তুলে নেন তিনি ৷ ফলে বাঁ হাতি এই পেসারকে সামলানো কলকাতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷

Last Updated : Apr 13, 2021, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.