ETV Bharat / sports

IPL 2023: সুনীল নারিনকে টপকে আইপিএলে লজ্জার নজির হিটম্যানের - Rohit Sharma IPL Ducks

সর্বাধিক রান, উইকেট, সেঞ্চুরি, বাউন্ডারি বা ওভার বাউন্ডারির রেকর্ড হয় ৷ কিন্তু, সর্বাধিক ‘ডাকস’ ! হ্যাঁ, আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্যতে আউট হওয়ার রেকর্ড করেছেন রোহিত শর্মা ৷

IPL 2023 ETV BHARTA
IPL 2023
author img

By

Published : May 6, 2023, 7:43 PM IST

চেন্নাই, 6 মে: আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্যরানে আউট হওয়ার রেকর্ড করলেন রোহিত শর্মা ৷ রেকর্ড হলেও কোনও সম্মানজনক কৃতিত্ব তো নয়ই ৷ পাশাপাশি এই রেকর্ড 'হিটম্যান' পদবির একেবারে পরিপন্থী ৷ সুনীল নারাইন, দীনেশ কার্তিক এবং মনদীপ সিংয়ের সঙ্গে এতদিন এক সারিতে ছিলেন মুম্বই অধিনায়ক ৷ কিন্তু শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে দীপক চাহারের বলে ল্যাপ শট খেলতে গিয়ে কোনও রান না-করেই প্যাভিলিয়নে ফেরেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ৷ আর সেই সঙ্গে 16 বার শূন্যতে আউট হওয়ার একক রেকর্ডধারী হলেন 'হিটম্যান' ৷

চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ শনিবার দুপুরের ম্যাচে টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান সিএসকে অধিনায়ক ধোনি ৷ এদিন রোহিত ওপেন করতে নামেননি ৷ বদলে ক্যামরন গ্রিনকে (6 রান) তিন নম্বর থেকে তুলে এনে ওপেন করতে পাঠান রোহিত ৷ কিন্তু, গ্রিন ব্যর্থ হন ৷ রোহিত শর্মা তিন নম্বরে ব্যাট করতে নামেন ৷ কিন্তু, ম্যাচের তৃতীয় ওভারে দীপক চাহার ঈশান কিষাণকে আউট করার পর রোহিতের উইকেট নেন ৷

তবে, রোহিতের উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের অবদান রয়েছে ৷ দীপকের ওই ওভারের পঞ্চম বলে ধোনি উইকেটের উপরে উঠে আসেন কিপিং করতে ৷ তার আগে রোহিত স্টেপ আউট করে খেলতে গিয়েছিলেন ৷ কিন্তু, ধোনি উপরে উঠে আসায় সামনের বাউন্ডারিতে স্টেপ আউট করে শট মারা বন্ধ হয়ে যায় রোহিতের ৷ তাই ফাইন লেগ দিয়ে ল্যাপ শট খেলতে যান 'হিটম্যান' ৷ আর এখানেই ফেঁসে যান রোহিত ৷ চিপকের মন্থর পিচে বল কিছুটা থমকে ব্যাটে আসে ৷ ফলে দীপক চাহারের বল ব্যাটের মিডল করতে ব্যর্থ হন রোহিত ৷ মিসটাইম হওয়া বল টপ এজ লেগে পয়েন্টে চলে যায় ৷ সেখানে রবীন্দ্র জাদেজা সহজ ক্যাচ তালুবন্দি করেন ৷

আরও পড়ুন: তুষার-মাথিসার দাপটে দেড়শোর আগেই থেমে গেল মুম্বই

আর সেই সঙ্গে আইপিএল ইতিহাসে সর্বাধিক 16 বার শূন্যতে আউট হওয়ার রেকর্ড করলেন রোহিত শর্মা ৷ এর আগে 15 বার শূন্যতে আউট হয়ে কেকেআর-এর সুনীল নারাইন ও মনদীপ সিংয়ের এবং আরসিবি-র দীনেশ কার্তিকের সঙ্গে একসারিতে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ৷

চেন্নাই, 6 মে: আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্যরানে আউট হওয়ার রেকর্ড করলেন রোহিত শর্মা ৷ রেকর্ড হলেও কোনও সম্মানজনক কৃতিত্ব তো নয়ই ৷ পাশাপাশি এই রেকর্ড 'হিটম্যান' পদবির একেবারে পরিপন্থী ৷ সুনীল নারাইন, দীনেশ কার্তিক এবং মনদীপ সিংয়ের সঙ্গে এতদিন এক সারিতে ছিলেন মুম্বই অধিনায়ক ৷ কিন্তু শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে দীপক চাহারের বলে ল্যাপ শট খেলতে গিয়ে কোনও রান না-করেই প্যাভিলিয়নে ফেরেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ৷ আর সেই সঙ্গে 16 বার শূন্যতে আউট হওয়ার একক রেকর্ডধারী হলেন 'হিটম্যান' ৷

চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ শনিবার দুপুরের ম্যাচে টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান সিএসকে অধিনায়ক ধোনি ৷ এদিন রোহিত ওপেন করতে নামেননি ৷ বদলে ক্যামরন গ্রিনকে (6 রান) তিন নম্বর থেকে তুলে এনে ওপেন করতে পাঠান রোহিত ৷ কিন্তু, গ্রিন ব্যর্থ হন ৷ রোহিত শর্মা তিন নম্বরে ব্যাট করতে নামেন ৷ কিন্তু, ম্যাচের তৃতীয় ওভারে দীপক চাহার ঈশান কিষাণকে আউট করার পর রোহিতের উইকেট নেন ৷

তবে, রোহিতের উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের অবদান রয়েছে ৷ দীপকের ওই ওভারের পঞ্চম বলে ধোনি উইকেটের উপরে উঠে আসেন কিপিং করতে ৷ তার আগে রোহিত স্টেপ আউট করে খেলতে গিয়েছিলেন ৷ কিন্তু, ধোনি উপরে উঠে আসায় সামনের বাউন্ডারিতে স্টেপ আউট করে শট মারা বন্ধ হয়ে যায় রোহিতের ৷ তাই ফাইন লেগ দিয়ে ল্যাপ শট খেলতে যান 'হিটম্যান' ৷ আর এখানেই ফেঁসে যান রোহিত ৷ চিপকের মন্থর পিচে বল কিছুটা থমকে ব্যাটে আসে ৷ ফলে দীপক চাহারের বল ব্যাটের মিডল করতে ব্যর্থ হন রোহিত ৷ মিসটাইম হওয়া বল টপ এজ লেগে পয়েন্টে চলে যায় ৷ সেখানে রবীন্দ্র জাদেজা সহজ ক্যাচ তালুবন্দি করেন ৷

আরও পড়ুন: তুষার-মাথিসার দাপটে দেড়শোর আগেই থেমে গেল মুম্বই

আর সেই সঙ্গে আইপিএল ইতিহাসে সর্বাধিক 16 বার শূন্যতে আউট হওয়ার রেকর্ড করলেন রোহিত শর্মা ৷ এর আগে 15 বার শূন্যতে আউট হয়ে কেকেআর-এর সুনীল নারাইন ও মনদীপ সিংয়ের এবং আরসিবি-র দীনেশ কার্তিকের সঙ্গে একসারিতে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.