ETV Bharat / sports

ক্লোজ ম্যাচ জিততে জানে মুম্বই ইন্ডিয়ান্স, মত হার্দিক পান্ডিয়ার

গতকাল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে স্লো উইকেটে প্রথমে ব্যট করে মাত্র 150 রান করে মুম্বই ইন্ডিয়ান্স ৷ যেখান মনে করা হচ্ছিল জয়ের প্রয়োজনীয় রানের থেকে অন্তত 10 রান কম তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে, ক্লোজ ম্যাচ কীভাবে জিততে হয়, তা খুব ভালোভাবেই জানে পাঁচবারের আইপিএল বিজয়ী দল ৷ আর সেই জয়ে সবচেয়ে বড় ভূমিকা পারন করলেন মুম্বই দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷

hardik-pandya-the-fielder-wins-it-for-mi
ক্লোজ় ম্যাচ জিততে জানে মুম্বই ইন্ডিয়ান্স, মত হার্দিক পান্ডিয়ার
author img

By

Published : Apr 18, 2021, 1:34 PM IST

চেন্নাই, 18 এপ্রিল : ব্যাট হাতে হোক বা বল হাতে, কিংবা ফিল্ডিং ৷ মাঠের মধ্যে হার্দিক পান্ডিয়ার সক্রিয় উপস্থিতি সর্বদা দেখা যায় ৷ আর তাঁর এই সক্রিয় ভূমিকার ফল হিসেবে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 13 রানে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ গতকাল এসআরএইচের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দুরন্ত রান আউটের মধ্যে দিয়ে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন হার্দিক আর তারপর আব্দুল সামাদকে রান আউট করে মুম্বইয়ের জয় প্রায় নিশ্চিত করে দেন তিনি ৷ আর সেই সঙ্গে 3 ম্যাচে 2টিতে জিতে লিগ টেবিলে সবার উপরে উঠে গেল মুম্বই ৷

গতকাল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে স্লো উইকেটে প্রথমে ব্যট করে মাত্র 150 রান করে মুম্বই ইন্ডিয়ান্স ৷ যেখান মনে করা হচ্ছিল জয়ের প্রয়োজনীয় রানের থেকে অন্তত 10 রান কম তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে ক্লোজ ম্যাচ কীভাবে জিততে হয়, তা খুব ভালোভাবেই জানে পাঁচবারের আইপিএল বিজয়ী দল ৷ আর সেই জয়ে সবচেয়ে বড় ভূমিকা পারন করলেন মুম্বই দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ পয়েন্টে ফিল্ডিং করার সময় দৌড়ে এসে ব্যাটিং এন্ডে তাঁর ছোড়া বল উইকেট ভেঙে দেয় ৷ ফল, রান আউট হয়ে যান বিপজ্জনক দেখানো সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ আর সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হার্দিক পান্ডিয়া ৷

তবে, এখানেই শেষ নয় ৷ ওয়ার্নার আউট হতেই একের পর এক উইকেট পড়তে থাকে সানরাইজার্সের ৷ তবে, সেই ধাক্কা সামলে যখন বিজয় শঙ্কর এবং আব্দুল সামাদের পার্টনারশিপ আবারও হায়দরাবাদকে ধীরে ধীরে ম্যাচে ফেরাচ্ছিল, ঠিক তখনই ফের হার্দিকের ছোড়া বলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আব্দুল সামাদ ৷ আর এই দুই রান আউট নিয়ে হার্দিক বলেন, ‘‘আমি ব্যাট হাতে মাঠে বেশি সময় থাকতে পারিনি ৷ তাই সেই খামতি পুরণ করতে ফিল্ডিং-এ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম ৷ সত্যি কথা বলছি, আমি ভাবতে পারিনি ওয়ার্নার ক্রিজ থেকে অতটা দূরে ছিলেন ৷ আমি থ্রো করেছিলাম বলটাকে যত দ্রুত পুরনো করা যায়, সেই উদ্দেশ্যে ৷ পরে বুঝতে পারি ওয়ার্নার ক্রিজ থেকে অনেকটাই দূরে ছিলেন ৷’’

আরও পড়ুন : জাদু ছড়ালেন চহার-বোল্ট, ওয়ার্নারদের হারিয়ে শীর্ষে মুম্বই

পাশাপাশি, কীভাবে ছোট্ট একটা সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচ নিজেদের দিকে ঘোরাতে হয়, তা মুম্বই ইন্ডিয়ান্স জানে বলে জানান হার্দিক ৷ এনিয়ে হার্দিক বলেন, ‘‘দল হিসেবে মাঠে সবাই নিজেদের সেরাটা দিয়েছে, সেটাই আসল বিষয় ৷’’ তাঁর মতে, যখনই সুযোগ পাওয়া যাবে, সেটাকে কাজে লাগাতে হবে ৷ হার্দিক এও জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্সের অধিকাংশ খেলোয়াড়ের অনেক অভিজ্ঞতা রয়েছে ৷ তাই তাঁরা সবাই অধিনায়ক রোহিত শর্মাকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সাহায্য করেন ৷ ফলে দলগতভাবে মুম্বই আইপিএল-র সবচেয়ে শক্তিশালী দল বলেই মনে করেন হার্দিক পান্ডিয়া ৷

চেন্নাই, 18 এপ্রিল : ব্যাট হাতে হোক বা বল হাতে, কিংবা ফিল্ডিং ৷ মাঠের মধ্যে হার্দিক পান্ডিয়ার সক্রিয় উপস্থিতি সর্বদা দেখা যায় ৷ আর তাঁর এই সক্রিয় ভূমিকার ফল হিসেবে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 13 রানে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ গতকাল এসআরএইচের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দুরন্ত রান আউটের মধ্যে দিয়ে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন হার্দিক আর তারপর আব্দুল সামাদকে রান আউট করে মুম্বইয়ের জয় প্রায় নিশ্চিত করে দেন তিনি ৷ আর সেই সঙ্গে 3 ম্যাচে 2টিতে জিতে লিগ টেবিলে সবার উপরে উঠে গেল মুম্বই ৷

গতকাল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে স্লো উইকেটে প্রথমে ব্যট করে মাত্র 150 রান করে মুম্বই ইন্ডিয়ান্স ৷ যেখান মনে করা হচ্ছিল জয়ের প্রয়োজনীয় রানের থেকে অন্তত 10 রান কম তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে ক্লোজ ম্যাচ কীভাবে জিততে হয়, তা খুব ভালোভাবেই জানে পাঁচবারের আইপিএল বিজয়ী দল ৷ আর সেই জয়ে সবচেয়ে বড় ভূমিকা পারন করলেন মুম্বই দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ পয়েন্টে ফিল্ডিং করার সময় দৌড়ে এসে ব্যাটিং এন্ডে তাঁর ছোড়া বল উইকেট ভেঙে দেয় ৷ ফল, রান আউট হয়ে যান বিপজ্জনক দেখানো সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ আর সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হার্দিক পান্ডিয়া ৷

তবে, এখানেই শেষ নয় ৷ ওয়ার্নার আউট হতেই একের পর এক উইকেট পড়তে থাকে সানরাইজার্সের ৷ তবে, সেই ধাক্কা সামলে যখন বিজয় শঙ্কর এবং আব্দুল সামাদের পার্টনারশিপ আবারও হায়দরাবাদকে ধীরে ধীরে ম্যাচে ফেরাচ্ছিল, ঠিক তখনই ফের হার্দিকের ছোড়া বলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আব্দুল সামাদ ৷ আর এই দুই রান আউট নিয়ে হার্দিক বলেন, ‘‘আমি ব্যাট হাতে মাঠে বেশি সময় থাকতে পারিনি ৷ তাই সেই খামতি পুরণ করতে ফিল্ডিং-এ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম ৷ সত্যি কথা বলছি, আমি ভাবতে পারিনি ওয়ার্নার ক্রিজ থেকে অতটা দূরে ছিলেন ৷ আমি থ্রো করেছিলাম বলটাকে যত দ্রুত পুরনো করা যায়, সেই উদ্দেশ্যে ৷ পরে বুঝতে পারি ওয়ার্নার ক্রিজ থেকে অনেকটাই দূরে ছিলেন ৷’’

আরও পড়ুন : জাদু ছড়ালেন চহার-বোল্ট, ওয়ার্নারদের হারিয়ে শীর্ষে মুম্বই

পাশাপাশি, কীভাবে ছোট্ট একটা সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচ নিজেদের দিকে ঘোরাতে হয়, তা মুম্বই ইন্ডিয়ান্স জানে বলে জানান হার্দিক ৷ এনিয়ে হার্দিক বলেন, ‘‘দল হিসেবে মাঠে সবাই নিজেদের সেরাটা দিয়েছে, সেটাই আসল বিষয় ৷’’ তাঁর মতে, যখনই সুযোগ পাওয়া যাবে, সেটাকে কাজে লাগাতে হবে ৷ হার্দিক এও জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্সের অধিকাংশ খেলোয়াড়ের অনেক অভিজ্ঞতা রয়েছে ৷ তাই তাঁরা সবাই অধিনায়ক রোহিত শর্মাকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সাহায্য করেন ৷ ফলে দলগতভাবে মুম্বই আইপিএল-র সবচেয়ে শক্তিশালী দল বলেই মনে করেন হার্দিক পান্ডিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.