ETV Bharat / sports

IPL 2023: মোতেরায় মুখোমুখি চেন্নাই-গুজরাত, ষষ্ঠদশ আইপিএলের শিরোপা কার মাথায়; অপেক্ষা মাত্র কয়েকঘণ্টার - আইপিএলের 16তম সিজনের খেতাব

আইপিএল 2023-এর আজ শেষ ম্যাচ ৷ আমেদাবাদে মহারণে নামছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স ৷ কোন দল পাবে সেরার শিরোপা সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷

IPL 2023
আইপিএল ফাইনাল
author img

By

Published : May 28, 2023, 1:07 PM IST

আমেদাবাদ, 28 মে: আর মাত্র ঘণ্টাকয়েকের প্রতীক্ষা ৷ তারপরই ষষ্ঠদশ আইপিএলের চ্যাম্পিয়নকে পেয়ে যাবে ক্রিকেটজনতা ৷ আইপিএলের রবিবাসরীয় মেগা ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। অর্থাৎ, প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল যে দু'দলের ম্যাচ দিয়ে, সমাপ্তিও হচ্ছে সেই একই ম্যাচ দিয়ে ৷ তবে মাঝের 73টি ম্যাচে বদলে গিয়েছে অনেককিছুই। অন্তিমলগ্নে রবিবার কোন দলের মাথায় উঠবে আইপিএল ট্রফির মুকুট? এখন সেদিকেই তাকিয়ে সকলে ৷

সবমিলিয়ে দুই শক্তিশালী দলের টক্কর রবিবার। আগেও আইপিএল জয়ের স্বাদ পেয়েছে দু'দলই। চারবার আইপিএল ট্রফি জিতেছেন ধোনি বিগ্রেড। পালটা হার্দিকের গুজরাত টাইটান্স প্রথম বার আইপিএল খেলতে নেমেই সেরার শিরোপা জিতেছিল গত বছর। অর্থাৎ, টানা দু'বার আইপিএল ফাইনাল খেলতে চলেছেন হার্দিকরা। অন্যদিকে, গতবার লিগ টেবিলে প্রায় নীচের দিকে শেষ করা চেন্নাই পুনরায় স্বমহিমায় ধোনিরা। অর্থাৎ, হৃত সম্মান পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া ধোনিব্রিগেড ৷ পক্ষান্তরে হার্দিকরা চাইবেন চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে।

31 মার্চ আইপিএল 2023 এক ধামাকা উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল এই দু'দলের ম্যাচ। সেই ম্যাচে গুজরাত পাঁচ উইকেটে ইয়েলো আর্মিকে হারিয়েছিল ৷ পরে প্রথম কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হয় ধোনি এবং হার্দিকের দল। গুরুত্বপূর্ণ সেই ম্যাচ 15 রানে জিতে বদলা নেন ধোনিরা ৷ তাতেই সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যায় চেন্নাই সুপার কিংস ৷ গুজরাত দ্বিতীয় কোয়ালিফায়ারে হারায় পাঁচ বারের আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্সকে। এবার ট্রফির আমনাসামনা প্রতিযোগিতার দুই সেরা দলের। যে ম্যাচ হারলে আগের সব জয়ের আনন্দ তাতে ফিকে হয়ে যাবে দু'দলের কাছেই। রবিবার সন্ধেয় এক সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হবে মেগা ফাইনালের ৷ সেখানে গান গাইবেন জনপ্রিয় ব়্যাপার-ইউটিউবার কিং ৷

আরও পড়ুন: 'প্রতি বল ধরে ইনিংস সাজিয়েছি', আইপিএলের তৃতীয় শতরানের রহস্য ফাঁস শুভমনের

এই নিয়ে দশম বার আইপিএল ফাইনাল খেলছে চেন্নাই। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে তারা। রবিবার পঞ্চম শিরোপা জিতে মুম্বইকে ছুয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে সফল দল হওয়ার হাতছানি তাদের সামনে ৷ তবে ফাইনাল মাটি করতে পারে বৃষ্টি। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বিকেল বা সন্ধ্যায় আমদাবাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তাই প্রতিপক্ষের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকেও হারানোর চ্যালেঞ্জ দু'দলের কাছে ৷

আমেদাবাদ, 28 মে: আর মাত্র ঘণ্টাকয়েকের প্রতীক্ষা ৷ তারপরই ষষ্ঠদশ আইপিএলের চ্যাম্পিয়নকে পেয়ে যাবে ক্রিকেটজনতা ৷ আইপিএলের রবিবাসরীয় মেগা ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। অর্থাৎ, প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল যে দু'দলের ম্যাচ দিয়ে, সমাপ্তিও হচ্ছে সেই একই ম্যাচ দিয়ে ৷ তবে মাঝের 73টি ম্যাচে বদলে গিয়েছে অনেককিছুই। অন্তিমলগ্নে রবিবার কোন দলের মাথায় উঠবে আইপিএল ট্রফির মুকুট? এখন সেদিকেই তাকিয়ে সকলে ৷

সবমিলিয়ে দুই শক্তিশালী দলের টক্কর রবিবার। আগেও আইপিএল জয়ের স্বাদ পেয়েছে দু'দলই। চারবার আইপিএল ট্রফি জিতেছেন ধোনি বিগ্রেড। পালটা হার্দিকের গুজরাত টাইটান্স প্রথম বার আইপিএল খেলতে নেমেই সেরার শিরোপা জিতেছিল গত বছর। অর্থাৎ, টানা দু'বার আইপিএল ফাইনাল খেলতে চলেছেন হার্দিকরা। অন্যদিকে, গতবার লিগ টেবিলে প্রায় নীচের দিকে শেষ করা চেন্নাই পুনরায় স্বমহিমায় ধোনিরা। অর্থাৎ, হৃত সম্মান পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া ধোনিব্রিগেড ৷ পক্ষান্তরে হার্দিকরা চাইবেন চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে।

31 মার্চ আইপিএল 2023 এক ধামাকা উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল এই দু'দলের ম্যাচ। সেই ম্যাচে গুজরাত পাঁচ উইকেটে ইয়েলো আর্মিকে হারিয়েছিল ৷ পরে প্রথম কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হয় ধোনি এবং হার্দিকের দল। গুরুত্বপূর্ণ সেই ম্যাচ 15 রানে জিতে বদলা নেন ধোনিরা ৷ তাতেই সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যায় চেন্নাই সুপার কিংস ৷ গুজরাত দ্বিতীয় কোয়ালিফায়ারে হারায় পাঁচ বারের আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্সকে। এবার ট্রফির আমনাসামনা প্রতিযোগিতার দুই সেরা দলের। যে ম্যাচ হারলে আগের সব জয়ের আনন্দ তাতে ফিকে হয়ে যাবে দু'দলের কাছেই। রবিবার সন্ধেয় এক সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হবে মেগা ফাইনালের ৷ সেখানে গান গাইবেন জনপ্রিয় ব়্যাপার-ইউটিউবার কিং ৷

আরও পড়ুন: 'প্রতি বল ধরে ইনিংস সাজিয়েছি', আইপিএলের তৃতীয় শতরানের রহস্য ফাঁস শুভমনের

এই নিয়ে দশম বার আইপিএল ফাইনাল খেলছে চেন্নাই। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে তারা। রবিবার পঞ্চম শিরোপা জিতে মুম্বইকে ছুয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে সফল দল হওয়ার হাতছানি তাদের সামনে ৷ তবে ফাইনাল মাটি করতে পারে বৃষ্টি। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বিকেল বা সন্ধ্যায় আমদাবাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তাই প্রতিপক্ষের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকেও হারানোর চ্যালেঞ্জ দু'দলের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.