আমেদাবাদ, 28 মে: আর মাত্র ঘণ্টাকয়েকের প্রতীক্ষা ৷ তারপরই ষষ্ঠদশ আইপিএলের চ্যাম্পিয়নকে পেয়ে যাবে ক্রিকেটজনতা ৷ আইপিএলের রবিবাসরীয় মেগা ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। অর্থাৎ, প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল যে দু'দলের ম্যাচ দিয়ে, সমাপ্তিও হচ্ছে সেই একই ম্যাচ দিয়ে ৷ তবে মাঝের 73টি ম্যাচে বদলে গিয়েছে অনেককিছুই। অন্তিমলগ্নে রবিবার কোন দলের মাথায় উঠবে আইপিএল ট্রফির মুকুট? এখন সেদিকেই তাকিয়ে সকলে ৷
সবমিলিয়ে দুই শক্তিশালী দলের টক্কর রবিবার। আগেও আইপিএল জয়ের স্বাদ পেয়েছে দু'দলই। চারবার আইপিএল ট্রফি জিতেছেন ধোনি বিগ্রেড। পালটা হার্দিকের গুজরাত টাইটান্স প্রথম বার আইপিএল খেলতে নেমেই সেরার শিরোপা জিতেছিল গত বছর। অর্থাৎ, টানা দু'বার আইপিএল ফাইনাল খেলতে চলেছেন হার্দিকরা। অন্যদিকে, গতবার লিগ টেবিলে প্রায় নীচের দিকে শেষ করা চেন্নাই পুনরায় স্বমহিমায় ধোনিরা। অর্থাৎ, হৃত সম্মান পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া ধোনিব্রিগেড ৷ পক্ষান্তরে হার্দিকরা চাইবেন চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে।
-
Two Captains. Two Leaders. One bond 🤝
— IndianPremierLeague (@IPL) May 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It's a bromance that has developed over time 🤗
But come Sunday these two will be ready for 𝙁𝙞𝙣𝙖𝙡 𝙎𝙝𝙤𝙬𝙙𝙤𝙬𝙣 ⏳#TATAIPL | #CSKvGT | #Final | @msdhoni | @hardikpandya7 pic.twitter.com/Bq3sNZDgxB
">Two Captains. Two Leaders. One bond 🤝
— IndianPremierLeague (@IPL) May 27, 2023
It's a bromance that has developed over time 🤗
But come Sunday these two will be ready for 𝙁𝙞𝙣𝙖𝙡 𝙎𝙝𝙤𝙬𝙙𝙤𝙬𝙣 ⏳#TATAIPL | #CSKvGT | #Final | @msdhoni | @hardikpandya7 pic.twitter.com/Bq3sNZDgxBTwo Captains. Two Leaders. One bond 🤝
— IndianPremierLeague (@IPL) May 27, 2023
It's a bromance that has developed over time 🤗
But come Sunday these two will be ready for 𝙁𝙞𝙣𝙖𝙡 𝙎𝙝𝙤𝙬𝙙𝙤𝙬𝙣 ⏳#TATAIPL | #CSKvGT | #Final | @msdhoni | @hardikpandya7 pic.twitter.com/Bq3sNZDgxB
31 মার্চ আইপিএল 2023 এক ধামাকা উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল এই দু'দলের ম্যাচ। সেই ম্যাচে গুজরাত পাঁচ উইকেটে ইয়েলো আর্মিকে হারিয়েছিল ৷ পরে প্রথম কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হয় ধোনি এবং হার্দিকের দল। গুরুত্বপূর্ণ সেই ম্যাচ 15 রানে জিতে বদলা নেন ধোনিরা ৷ তাতেই সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যায় চেন্নাই সুপার কিংস ৷ গুজরাত দ্বিতীয় কোয়ালিফায়ারে হারায় পাঁচ বারের আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্সকে। এবার ট্রফির আমনাসামনা প্রতিযোগিতার দুই সেরা দলের। যে ম্যাচ হারলে আগের সব জয়ের আনন্দ তাতে ফিকে হয়ে যাবে দু'দলের কাছেই। রবিবার সন্ধেয় এক সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হবে মেগা ফাইনালের ৷ সেখানে গান গাইবেন জনপ্রিয় ব়্যাপার-ইউটিউবার কিং ৷
-
Get 𝗥𝗘𝗔𝗗𝗬 to experience the visual extravaganza! 👏 👏
— IndianPremierLeague (@IPL) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
DO NOT MISS the IPL MID SHOW in the #TATAIPL 2023 Grand Finale! 🎥 😎#GTvCSK pic.twitter.com/W5OGC9itQg
">Get 𝗥𝗘𝗔𝗗𝗬 to experience the visual extravaganza! 👏 👏
— IndianPremierLeague (@IPL) May 28, 2023
DO NOT MISS the IPL MID SHOW in the #TATAIPL 2023 Grand Finale! 🎥 😎#GTvCSK pic.twitter.com/W5OGC9itQgGet 𝗥𝗘𝗔𝗗𝗬 to experience the visual extravaganza! 👏 👏
— IndianPremierLeague (@IPL) May 28, 2023
DO NOT MISS the IPL MID SHOW in the #TATAIPL 2023 Grand Finale! 🎥 😎#GTvCSK pic.twitter.com/W5OGC9itQg
আরও পড়ুন: 'প্রতি বল ধরে ইনিংস সাজিয়েছি', আইপিএলের তৃতীয় শতরানের রহস্য ফাঁস শুভমনের
এই নিয়ে দশম বার আইপিএল ফাইনাল খেলছে চেন্নাই। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে তারা। রবিবার পঞ্চম শিরোপা জিতে মুম্বইকে ছুয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে সফল দল হওয়ার হাতছানি তাদের সামনে ৷ তবে ফাইনাল মাটি করতে পারে বৃষ্টি। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বিকেল বা সন্ধ্যায় আমদাবাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তাই প্রতিপক্ষের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকেও হারানোর চ্যালেঞ্জ দু'দলের কাছে ৷