চেন্নাই, 3 এপ্রিল: চার বছর পর এমএ চিদম্বরম স্টেডিয়ামে ফিরেছে মাহি-বাহিনী । স্মতিপটে তুলে রাখার মতো প্রত্যাবর্তনে লখনউ 'বধ' করল ইয়েলো আর্মি । 1420 দিন পর ফের হলুদ আভায় ভরল চিপকের স্ট্যান্ড । 12 রানে লখনউ সুপার জায়ান্টসকে হারাল চেন্নাই সুপার কিংস ।
ব্যাট হাতে দুরন্ত ইনিংস গড়ার পর ঘরের মাঠে চেন্নাইকে জয়ের পথে নিয়ে গেলেন মইন আলি । ইংল্যান্ডের বোলারের ঘূর্ণিতেই নাস্তানাবুদ হয়ে গেলেন কেএল রাহুল, মার্কাস স্টয়নিসরা । 218 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমেও শুরুটা দুরন্ত করেছিলেন কেইল মায়ার্স । 22 বলে 53 রান করা মায়ার্সকে মোক্ষম সময়ে ফিরিয়ে চেন্নাইকে স্বস্তি দিলেন সেই আলিই । তাঁর ঘূর্ণিতেই দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল 'ধোনি অ্যান্ড কোং' ।
বল হাতে এদিন চেন্নাইকে দ্বিতীয় ব্রেক দিলেন ইমপ্যাক্ট প্লেয়ার তুষার দেশপাণ্ডে । প্রথম ম্যাচে অম্বাতি রায়ডুর বদলি হিসেবে নেমেও কিছু করতে পারেননি । এদিন মায়ার্স আউট হয়ে ডাগ-আউটে ফেরার পর ভয়ংকর হয়ে উঠেছিলেন নিকোলাস পুরান । ক্যারিবিয়ান ব্যাটার ক্রিজে থাকলে লক্ষ্যমাত্রা ছুঁয়েও ফেলতে পারত লখনউ । 18 বলে 32 রানের ঝোড়়ো ইনিংস খেলা পুরানকে তুলে নিলেন তুষার । তারপরেই জয়ের যাবতীয় আশা শেষ হয়ে যায় সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দলের ।
আরও পড়ুন: সপ্তাহ শেষে আইপিএল সম্প্রচারে রেকর্ড ব্রেক ভায়াকম18 স্পোর্টসের, জিও সিনেমায় 147 কোটির বেশি ভিউয়ারশিপ
প্রথমে ব্যাট করতে নেমে বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে । সেই ছন্দেই এদিন বল করলেন চেন্নাই বোলাররা । যদিও প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সুপার জায়ান্টস । যদিও মইন আলি, তুষার দেশপাণ্ডের হাত ধরে সমস্যা সামলে নিয়েছে ধোনি-ব্রিগেড । চিপকে লখনউ 'বধ' করে আরব সাগরের তীরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে চেন্নাই ।