ETV Bharat / sports

Abishek Porel in IPL: দাদার গাইডলাইন মেনে চলব, ঋষভের দস্তানা হাতে পেয়ে উচ্ছ্বসিত অভিষেক

ঋষভ পন্ত নেই । তাঁর জায়গাতেই সুযোগ পেলেন অভিষেক পোড়েল । বড় দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পোড়েল ব্রাদার্সের ছোটভাই । জানিয়ে দিলেন, দিল্লি ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ মতোই খেলবেন (Abishek Porel will Play for Delhi Capitals) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 29, 2023, 9:32 PM IST

কলকাতা, 29 মার্চ: সরকারিভাবে এখনও তাঁর নাম ঘোষণা করেনি দিল্লি ক্যাপিট্যালস । তবে তিনি আসন্ন আইপিএলে দিল্লির উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন । এই খবর তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে । অভিষেক পোড়েল রঞ্জি ট্রফিতে বাংলার উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন । ব্যাট হাতেও দলকে ভরসা জুগিয়েছেন । সেখানে ভালো পারফরম্যান্সের কারণেই ডাক পড়েছিল দিল্লি ক্যাপিট্যালসের ট্রায়ালে । সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লির ডাগ-আউটে রয়েছেন । তিনিই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত ক্যাম্পে অভিষেককে দেখেন । তারপর আরও কিছুদিন অনুশীলনে দেখার পর অবশেষে অভিষেককে দলে নেওয়ার ব্যাপারে সবুজ-সংকেত দেওয়া হয় (Abishek Porel will Play for Delhi Capitals) ।

টিম ম্যানেজমেন্টের কাছ থেকে নির্বাচিত হওয়ার খবর পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অভিষেক । বঙ্গক্রিকেটের পোড়েল ব্রাদার্সের ছোটভাই বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাইডলাইন মেনেই আইপিএলের মঞ্চে খেলব । দাদা বলেছেন, উইকেটরক্ষার সময় প্রতিটি বল ধরা এবং ব্যাটিং করার সময় নিশ্চিত হয়ে পদক্ষেপ নিতে । দোনামনা করা চলবে না । মনঃসংযোগ বাড়াতে হবে । আমি সেটাই করছি । এত বড় সুযোগ পাব ভাবিনি । ড্রেসিংরুমে বড় বড় ক্রিকেটারদের সঙ্গে থাকার সুযোগ কাজে লাগাতে চাই । ওদের অভিজ্ঞতা থেকে শিখতে চাই । চাপ নয়, খোলা মনে সেরাটা নিংড়ে দেওয়ার কথা বলা হয়েছে । আমি সেটাই করতে চেষ্টা করব ।”

চোট পেয়ে ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্ত । তাঁর হঠাৎ করে ছিটকে যাওয়া দিল্লি ক্যাপিটালসের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা । তাঁর জায়গায় কে আসবেন, সেটাই ছিল প্রশ্ন । কারণ ব্যাটিং, উইকেটরক্ষা এবং নেতৃত্বের ত্রিমুখী ভূমিকায় ঋষভ অনবদ্য । ফলে তাঁর অভাব মেটানো সহজ ছিল না । উইকেটরক্ষার দায়িত্বে বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে নিয়ে দিল্লি একটা সমস্যা মিটিয়েছে ।

আরও পড়ুন: শ্রেয়স দ্রুত ফিরবেন, আশায় কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত

বরাবরই তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয় দিল্লি দল । অভিষেক পোড়েলকে সুযোগ সেই ধারার অনুসারী । ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছেন বাংলার এই স্টাম্পার-ব্যাটার । দিল্লি ক্যাপিটালসের হয়েও বেশ কয়েকটি ট্রেনিং সেশনে দেখা গিয়েছে তাঁকে । দিল্লি ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁকে নেটে ভালোভাবেই দেখে নিয়েছেন । ফলে ট্রেনিং সেশনে তাঁর ভালো পারফরম্যান্স যে সৌরভকে আশ্বস্ত করেছে তা প্রমাণিত ।

দিল্লির দলে সুযোগ পেলেও অভিষেকের যাত্রা মোটেই সহজ ছিল না । কলকাতায় অনুশীলন করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন । আচমকাই একটা বল তাঁর বাঁ-চোখের তলায় এসে আঘাত করেছিল । প্রায় সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেই চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন । তাঁর এই লড়াকু মানসিকতাও নজর টেনেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজির

কলকাতা, 29 মার্চ: সরকারিভাবে এখনও তাঁর নাম ঘোষণা করেনি দিল্লি ক্যাপিট্যালস । তবে তিনি আসন্ন আইপিএলে দিল্লির উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন । এই খবর তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে । অভিষেক পোড়েল রঞ্জি ট্রফিতে বাংলার উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন । ব্যাট হাতেও দলকে ভরসা জুগিয়েছেন । সেখানে ভালো পারফরম্যান্সের কারণেই ডাক পড়েছিল দিল্লি ক্যাপিট্যালসের ট্রায়ালে । সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লির ডাগ-আউটে রয়েছেন । তিনিই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত ক্যাম্পে অভিষেককে দেখেন । তারপর আরও কিছুদিন অনুশীলনে দেখার পর অবশেষে অভিষেককে দলে নেওয়ার ব্যাপারে সবুজ-সংকেত দেওয়া হয় (Abishek Porel will Play for Delhi Capitals) ।

টিম ম্যানেজমেন্টের কাছ থেকে নির্বাচিত হওয়ার খবর পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অভিষেক । বঙ্গক্রিকেটের পোড়েল ব্রাদার্সের ছোটভাই বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাইডলাইন মেনেই আইপিএলের মঞ্চে খেলব । দাদা বলেছেন, উইকেটরক্ষার সময় প্রতিটি বল ধরা এবং ব্যাটিং করার সময় নিশ্চিত হয়ে পদক্ষেপ নিতে । দোনামনা করা চলবে না । মনঃসংযোগ বাড়াতে হবে । আমি সেটাই করছি । এত বড় সুযোগ পাব ভাবিনি । ড্রেসিংরুমে বড় বড় ক্রিকেটারদের সঙ্গে থাকার সুযোগ কাজে লাগাতে চাই । ওদের অভিজ্ঞতা থেকে শিখতে চাই । চাপ নয়, খোলা মনে সেরাটা নিংড়ে দেওয়ার কথা বলা হয়েছে । আমি সেটাই করতে চেষ্টা করব ।”

চোট পেয়ে ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্ত । তাঁর হঠাৎ করে ছিটকে যাওয়া দিল্লি ক্যাপিটালসের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা । তাঁর জায়গায় কে আসবেন, সেটাই ছিল প্রশ্ন । কারণ ব্যাটিং, উইকেটরক্ষা এবং নেতৃত্বের ত্রিমুখী ভূমিকায় ঋষভ অনবদ্য । ফলে তাঁর অভাব মেটানো সহজ ছিল না । উইকেটরক্ষার দায়িত্বে বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে নিয়ে দিল্লি একটা সমস্যা মিটিয়েছে ।

আরও পড়ুন: শ্রেয়স দ্রুত ফিরবেন, আশায় কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত

বরাবরই তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয় দিল্লি দল । অভিষেক পোড়েলকে সুযোগ সেই ধারার অনুসারী । ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছেন বাংলার এই স্টাম্পার-ব্যাটার । দিল্লি ক্যাপিটালসের হয়েও বেশ কয়েকটি ট্রেনিং সেশনে দেখা গিয়েছে তাঁকে । দিল্লি ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁকে নেটে ভালোভাবেই দেখে নিয়েছেন । ফলে ট্রেনিং সেশনে তাঁর ভালো পারফরম্যান্স যে সৌরভকে আশ্বস্ত করেছে তা প্রমাণিত ।

দিল্লির দলে সুযোগ পেলেও অভিষেকের যাত্রা মোটেই সহজ ছিল না । কলকাতায় অনুশীলন করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন । আচমকাই একটা বল তাঁর বাঁ-চোখের তলায় এসে আঘাত করেছিল । প্রায় সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেই চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন । তাঁর এই লড়াকু মানসিকতাও নজর টেনেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.