মুম্বই, 10 এপ্রিল : 9টি আইপিএল ট্রফি ৷ 6 বারের রানার্স-আপ ৷ 4টি চ্যাম্পিয়্ন্স লিগ টি-20 ট্রফি ৷ আইপিএলের সবথেকে ধারাবাহিক দুই দলের মিলিত পরিসংখ্যান ৷ অথচ চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস, দুই দলই ৷ এখনও পর্যন্ত 4টি করে ম্যাচ খেলেছে বেশিরভাগ দলই ৷ 4 ম্যাচেই ভয়াবহ পারফর্ম্যান্স মুম্বই, চেন্নাইয়ের (CSK and MI in TATA IPL 2022) ৷
খারাপ সময় আগেও এসেছে ৷ তবে শিরোপা জয়ের পরের বছরই দলের এমন অধঃপতন দেখতে হবে তা হয়ত স্বপ্নেও ভাবেননি চেন্নাই সমর্থকরা ৷ কোটিপতি লিগে যে দল টুর্নামেন্টের প্রথম দু'ম্যাচে টানা হারেনি সেই দল পঞ্চদশ সংস্করণে প্রথম চার ম্যাচে মুখ থুবড়ে পড়েছে ৷ একই হাল রোহিত অ্যান্ড কোং এরও ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারাটা কার্যত রুটিনে পরিণত করে ফেলেছে পল্টনরা ৷ এবারও প্রথম ম্যাচ হারের পর সমর্থকরা ভেবেছিল, ঘুরে দাঁড়াবে রোহিত-সূর্যরা ৷ কিন্তু প্রথম চার ম্যাচে তার কোনও লক্ষণ দেখা যায়নি ৷
শনিবার বেঙ্গালুরুর কাছে সাত উইকেটে হেরেছে মুম্বই । ব্যাটে একা সূর্যকুমার খানিক প্রতিরোধ গড়লেও বাকি ইউনিট ব্যর্থ ৷ এমনকী কোহলির ক্যাচও ফেলেছেন ডেয়াল্ড ব্রেভিস ৷ তথৈবচ অবস্থা রোহিত, বুমরা, পোলার্ডদের ৷ প্রথম চার ম্যাচে দাগ কাটতে পারেনি ক্যাপ্টেন-সহ রিটেন করা তিন খেলোয়াড় ৷ বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, উনাদকাটের বোলিং বিভাগ নিয়ে কম রানে প্রতিপক্ষকে বেঁধে রাখার চিন্তা করাও বাতুলতা ৷
একই অবস্থা চেন্নাইয়েরও ৷ টুর্নামেন্টের শুরুতেই ক্যাপ্টেন পরিবর্তন করেছে 'মেন ইন ইয়েলো' ৷ কলকাতা, লখনউ, পঞ্জাবের পর শনিবার হায়দরাবাদের কাছে হেরে আরও আঁধারে স্টিফেন ফ্লেমিংয়ের ছেলেরা ৷ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-এর নড়বড়ে অবস্থার সঙ্গে সিএসকে-র মাথাব্যথার কারণ জাড্ডুর ক্যাপ্টেনসিও ৷ ফলে এই মুহূর্তে টেবিলের তলানিতে ধোনিরা ৷
আরও পড়ুন : আরও আঁধারে চেন্নাই, কোটিপতি লিগে টানা চতুর্থ হার ধোনিদের
একদিকে দুই ধারাবাহিক দলের যখন এই অবস্থা, তখন প্রায় প্রত্যেকটি ম্যাচ জিতে প্রথম চারে টুর্নামেন্টের দুই নবাগত দল ৷ তিন ম্যাচের প্রত্যেকটি জিতে টেবিলের দু'নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স ৷ রাহুল তেওয়াটিয়ার শেষ দু'বলে দুই ছক্কায় শেষ ম্যাচও পকেটে পুরেছে হার্দিক পান্ডিয়ার দল ৷ অন্যদিকে, 4 ম্যাচের মধ্যে 3টি জিতে টেবিলের 4 নম্বরে রয়েছে কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টসও ৷