আবুধাবি, ৩ নভেম্বর : চার ম্যাচ পর অবশেষে জয়। আর তাতেই দলে ফিরে এসেছে খুশির পরিবেশ । সোমবার আইপিএলের লিগ পর্যায়ের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোরকে হারানোর পর এমনটাই জানালেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর এই জয়ের পরেই লিগে দু'নম্বরে শেষ করল দিল্লি। ফলে কোয়ালিফায়ার ১-এ তারা মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে মাঠে নামবে।
ম্যাচ শেষে তাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রেয়স বলেন, তাঁদের জন্য এই জয় খুবই জরুরি ছিল । পরপর চার ম্যাচে হারের পর, অবশেষে তাঁদের মুখে হাসি ফুটেছে । সোমবারের ম্যাচে দিল্লি ক্যাপিটালস সব বিভাগে ভালো পারফর্ম করেছে। যা প্রশংসনীয় বলে মনে করছেন তিনি। পাশাপাশি পুরো টুর্নামেন্টে দলের পারফর্মেন্স উপর নিচে হয়েছে। তারপরও দু'নম্বরে শেষ করা বড় ব্যাপার বলে জানিয়েছেন দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার।
প্লে অফে এবার দিল্লি ক্যাপিটালস খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এ নিয়ে শ্রেয়স বলেন, মুম্বই অবশ্যই খুব ভালো টিম। তবে, তাঁদের দলেও খুব ভালো নির্ভীক খেলোয়াড় রয়েছেন। তবে, ম্যাচের দিনের পারফর্মেন্স উপর সব নির্ভর করছে । দিল্লির দলে অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, যারা এই পর্যায়ে চাপ নিতে অভ্যস্ত। পাশাপাশি শ্রেয়স মনে করেন, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় পরিস্থিতিকে সামাল দিতে হবে ।
একই সঙ্গে দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রাহানে এবং শিখর ধাওয়ান দায়িত্ব নিয়ে খেলায় খুশি টিম ম্যানেজমেন্ট। এমনই জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার।