ETV Bharat / sports

মুম্বই দল এত শক্তিশালী, অন্য দলগুলি খেলতে চায় না : শেন বন্ড - মুম্বই ইন্ডিয়ান্স

গ্রুপের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয় রোহিতের মুম্বইকে ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে 10 উইকেটে হারতে হয় তাদের ৷ তবে ব্যাট হাতে ভালো পারফর্ম করেন কাইরন পোলার্ড ৷ 25 বলে 41 রান করেন তিনি ৷

শেন বন্ড
শেন বন্ড
author img

By

Published : Nov 4, 2020, 7:26 PM IST

দুবাই, 4 নভেম্বর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ গ্রুপ স্টেজে টেবিল টপার হিসেবে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে তারা ৷ ব্যাট ও বল দুই বিভাগেই দাপট দেখিয়েছে রোহিত শর্মার দল ৷ বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্ট টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন ৷ অন্যদিকে কুইন্টন ডি কক, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবরা ব্যাট হাতে 400-র বেশি রান করেছেন ৷

যদিও গ্রুপের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয় রোহিতের মুম্বইকে ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে 10 উইকেটে হারতে হয় তাদের ৷ তবে ব্যাট হাতে ভালো পারফর্ম করেন কাইরন পোলার্ড ৷ 25 বলে 41 রান করেন তিনি ৷ দলের বোলিং কোচ শেন বন্ড বলছেন, পোলার্ডের রানে ফেরা দলের কাছে ভালো খবর ৷ তবে তিনি হুংকারও দেন ৷ বলেন, মুম্বই ইন্ডিয়ান্স এত শক্তিশালী দল যে টুর্নামেন্টের বাকি দলগুলি তাদের বিরুদ্ধে খেলতে চায় না ৷

ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বন্ড বলেন, ‘‘ টেলএন্ডাররা ব্যাট করুক এটা কেউ চায় না ৷ আমাদের টপ অর্ডার বড় রান করছে ৷ তবে বোনাসটা হল, কাইরন পোলার্ড অনন্ত 20 বল খেলেতে পারছে ও তাতেই দাপট দেখাচ্ছে ৷ তাই ফাইনালের খেলার জন্য আমরা ভালো জায়গায় আছি ৷ আমি মনে করি, আমাদের ব্যাটিং লাইন আপ টুর্নামেন্টে সব দলের থেকে সেরা ৷ আমাদের বোলিং ইউনিটও সেরা ৷ আমি মনে করি, আমরা এমন একটি দল যাদের সঙ্গে অন্যরা খেলতে চায় না ৷ কারণ তারা জানে আমরা ভালো খেলছি ৷ আমরা কঠিন ম্যাচ জিতেছি ৷ এবং এটা বড় পার্থক্য গড়ে দিয়েছে ৷’’

শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে 10 উইকেটে হারায় সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ এবং একই সঙ্গে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে ৷ টেবিলের তৃতীয় দল হিসেবে প্লে অফে খেলবে ডেভিড ওয়ার্নারের সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷

দুবাই, 4 নভেম্বর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ গ্রুপ স্টেজে টেবিল টপার হিসেবে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে তারা ৷ ব্যাট ও বল দুই বিভাগেই দাপট দেখিয়েছে রোহিত শর্মার দল ৷ বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্ট টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন ৷ অন্যদিকে কুইন্টন ডি কক, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবরা ব্যাট হাতে 400-র বেশি রান করেছেন ৷

যদিও গ্রুপের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয় রোহিতের মুম্বইকে ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে 10 উইকেটে হারতে হয় তাদের ৷ তবে ব্যাট হাতে ভালো পারফর্ম করেন কাইরন পোলার্ড ৷ 25 বলে 41 রান করেন তিনি ৷ দলের বোলিং কোচ শেন বন্ড বলছেন, পোলার্ডের রানে ফেরা দলের কাছে ভালো খবর ৷ তবে তিনি হুংকারও দেন ৷ বলেন, মুম্বই ইন্ডিয়ান্স এত শক্তিশালী দল যে টুর্নামেন্টের বাকি দলগুলি তাদের বিরুদ্ধে খেলতে চায় না ৷

ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বন্ড বলেন, ‘‘ টেলএন্ডাররা ব্যাট করুক এটা কেউ চায় না ৷ আমাদের টপ অর্ডার বড় রান করছে ৷ তবে বোনাসটা হল, কাইরন পোলার্ড অনন্ত 20 বল খেলেতে পারছে ও তাতেই দাপট দেখাচ্ছে ৷ তাই ফাইনালের খেলার জন্য আমরা ভালো জায়গায় আছি ৷ আমি মনে করি, আমাদের ব্যাটিং লাইন আপ টুর্নামেন্টে সব দলের থেকে সেরা ৷ আমাদের বোলিং ইউনিটও সেরা ৷ আমি মনে করি, আমরা এমন একটি দল যাদের সঙ্গে অন্যরা খেলতে চায় না ৷ কারণ তারা জানে আমরা ভালো খেলছি ৷ আমরা কঠিন ম্যাচ জিতেছি ৷ এবং এটা বড় পার্থক্য গড়ে দিয়েছে ৷’’

শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে 10 উইকেটে হারায় সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ এবং একই সঙ্গে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে ৷ টেবিলের তৃতীয় দল হিসেবে প্লে অফে খেলবে ডেভিড ওয়ার্নারের সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.