ETV Bharat / sports

কলকাতার বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে দিল্লি ক্যাপিট্যালস, আশাবাদী হ্যারিস

দিল্লি ক্যাপিট্যালসের বোলিং কোচ রায়ান হ্যারিস মনে করেন, তাঁর দল শেষ ম্যাচে নিজেদের সেরা বোলিং করতে পারেনি ৷ তবে তা নিয়ে মোটেও আতঙ্কিত নন তাঁরা ৷

রায়ান হ্যারিস
রায়ান হ্যারিস
author img

By

Published : Oct 2, 2020, 7:02 PM IST

শারজা, 2 অক্টোবর : টুর্নামেন্ট শুরুর প্রথম দুটি ম্যাচে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিট্যালস ৷ তবে প্রথম দুটি খেলায় আধিপত্য বিস্তার করলেও শেষ ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিপক্ষে পরাজয়ের মুখ দেখে শ্রেয়সের দল ৷ শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই দিল্লি ক্যাপিট্যালসের ৷

দিল্লি ক্যাপিট্যালসের বোলিং কোচ রায়ান হ্যারিস বিশ্বাস করেন, তাঁর দল শেষ ম্যাচে নিজেদের সেরা বোলিং করতে পারেনি ৷ তবে তা নিয়ে মোটেও আতঙ্কিত নন তাঁরা ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘ টস হারার পর আমরা ম্যাচেও নিজেদের সেরাটা দিতে পারিনি ৷ তবে তা নিয়ে আমরা আতঙ্কিত নই ৷ আমরা যদি ফিরে তাকাই তাহলে দেখা যাবে, আমাদের বোলিংয়ের সময় বেশ কয়েকটি বল আমরা মিস করি ৷ তাছাড়া SRH উইকেটের মধ্যে ভালো দৌড়েছে, যেটা সম্ভবত আমরা পারিনি ৷ কিন্তু 15 রানে হারটা বড় ব্যবধান নয় ৷’’

দিল্লি ক্যাপিট্যালসের পরবর্তী ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷ মোট 23 বারের সাক্ষাতে দিল্লি 10টি ম্যাচ জিতেছে ৷ অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স জিতেছে 13টি ম্যাচ ৷ হ্য়ারিস বলছেন, তিনি KKR-এর বিরুদ্ধে একটি ভালো ম্যাচ আশা করছেন ৷

হ্যারিস বলেন, ‘‘KKR বেশ ভালো দল এবং কিছু দুর্দান্ত খেলোয়াড় নিয়ে ভালো ক্রিকেট খেলছে । আমরা কীভাবে তাদের বিরুদ্ধে বোলিং করব এবং তাদের বোলারদের মুখোমুখি হব তা নিয়ে পরিকল্পনা তৈরি করছি ৷ ’’

দিল্লি ক্যাপিট্যালস চলতি মরশুমে প্রথমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে ৷ আর হ্যারিস একটি হাই স্কোরিং ম্যাচের আশা করছেন ৷ অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার বলছেন, ‘‘ অবশ্যই এটি আমাদের কাছে একটি নতুন গ্রাউন্ড ৷ এখানে যে ম্যাচগুলি হয়েছে সবকটিই হাই স্কোরিং ম্যাচ হয়েছে ৷ তাই আমরাও আশাবাদী ৷ ’’

রবিচন্দ্রন অশ্বিন নিয়েও কথা বললেন তিনি ৷ হ্যারিস বলেন, ‘‘ ও ভালো আছে ৷ গত রাতে দলের সঙ্গে ভালো অনুশীলন করেছে ৷ আগামীকালের ম্যাচে হয়ত তাঁকে পাওয়া যাবে ৷ তবে আমাদের মেডিকেল স্টাফের থেকে নিশ্চিত হতে হবে ৷ ’’

শারজা, 2 অক্টোবর : টুর্নামেন্ট শুরুর প্রথম দুটি ম্যাচে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিট্যালস ৷ তবে প্রথম দুটি খেলায় আধিপত্য বিস্তার করলেও শেষ ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিপক্ষে পরাজয়ের মুখ দেখে শ্রেয়সের দল ৷ শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই দিল্লি ক্যাপিট্যালসের ৷

দিল্লি ক্যাপিট্যালসের বোলিং কোচ রায়ান হ্যারিস বিশ্বাস করেন, তাঁর দল শেষ ম্যাচে নিজেদের সেরা বোলিং করতে পারেনি ৷ তবে তা নিয়ে মোটেও আতঙ্কিত নন তাঁরা ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘ টস হারার পর আমরা ম্যাচেও নিজেদের সেরাটা দিতে পারিনি ৷ তবে তা নিয়ে আমরা আতঙ্কিত নই ৷ আমরা যদি ফিরে তাকাই তাহলে দেখা যাবে, আমাদের বোলিংয়ের সময় বেশ কয়েকটি বল আমরা মিস করি ৷ তাছাড়া SRH উইকেটের মধ্যে ভালো দৌড়েছে, যেটা সম্ভবত আমরা পারিনি ৷ কিন্তু 15 রানে হারটা বড় ব্যবধান নয় ৷’’

দিল্লি ক্যাপিট্যালসের পরবর্তী ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷ মোট 23 বারের সাক্ষাতে দিল্লি 10টি ম্যাচ জিতেছে ৷ অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স জিতেছে 13টি ম্যাচ ৷ হ্য়ারিস বলছেন, তিনি KKR-এর বিরুদ্ধে একটি ভালো ম্যাচ আশা করছেন ৷

হ্যারিস বলেন, ‘‘KKR বেশ ভালো দল এবং কিছু দুর্দান্ত খেলোয়াড় নিয়ে ভালো ক্রিকেট খেলছে । আমরা কীভাবে তাদের বিরুদ্ধে বোলিং করব এবং তাদের বোলারদের মুখোমুখি হব তা নিয়ে পরিকল্পনা তৈরি করছি ৷ ’’

দিল্লি ক্যাপিট্যালস চলতি মরশুমে প্রথমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে ৷ আর হ্যারিস একটি হাই স্কোরিং ম্যাচের আশা করছেন ৷ অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার বলছেন, ‘‘ অবশ্যই এটি আমাদের কাছে একটি নতুন গ্রাউন্ড ৷ এখানে যে ম্যাচগুলি হয়েছে সবকটিই হাই স্কোরিং ম্যাচ হয়েছে ৷ তাই আমরাও আশাবাদী ৷ ’’

রবিচন্দ্রন অশ্বিন নিয়েও কথা বললেন তিনি ৷ হ্যারিস বলেন, ‘‘ ও ভালো আছে ৷ গত রাতে দলের সঙ্গে ভালো অনুশীলন করেছে ৷ আগামীকালের ম্যাচে হয়ত তাঁকে পাওয়া যাবে ৷ তবে আমাদের মেডিকেল স্টাফের থেকে নিশ্চিত হতে হবে ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.