ETV Bharat / sports

নড়বড়ে ব্যাটিং রাজস্থানের, জয়ের জন্য 155 রান দরকার হায়দরাবাদের - দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম

হায়দরাবাদের হয়ে দুরন্ত বোলিং করেন জেসন হোল্ডার ৷ 33 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷

RR vs SRH
RR vs SRH
author img

By

Published : Oct 22, 2020, 9:47 PM IST

দুবাই, 22 অক্টোবর : পাওয়ার প্লে-তে এক উইকেটে 47 রান তুলেও সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ রাজস্থান রয়্যালস ৷ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয় রাজস্থানকে ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 154 রান তুলতে সক্ষম হয় তারা ৷

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হারার পর ভালো শুরু করে রাজস্থানের দুই ওপেনার রবিন উথাপ্পা ও বেন স্টোকস ৷ কিন্তু ব্যক্তিগত 19 রানে রান আউট হন রবিন ৷ কিন্তু অন্য প্রান্তে স্বমেজাজে ছিলেন বেন স্টোকস ৷ সঞ্জু স্যামসনকে নিয়ে ইনিংস গড়তে থাকেন তিনি ৷ দলের রান যখন 86 তখনই দুই সেট ব্যাটসম্যান সঞ্জু ও স্টোকস ফিরে যান ৷

26 বলে 36 রান করে জেসন হোল্ডারের বলে বোল্ড হন সঞ্জু স্যামসন ৷ পরের ওভারেই ফেরেন বেন স্টোকস ৷ রশিদ খানের বলে 30 রান করে ফেরেন তিনি ৷ দুই সেট ব্যাটসম্যান পরপর আউট হয়ে যাওয়ায় রানের গতি বাড়াতে পারেনি রাজস্থান ৷ আজ ব্যর্থ হন জস বাটলার ৷ করেন মাত্র 9 রান ৷ অধিনায়ক স্মিথের সংগ্রহ 19 রান ৷ কিছুটা চেষ্টা করেন রিয়ান পরাগ ৷ 12 বলে 20 রান করেন তিনি ৷ আর্চার করেন 7 বলে 16 রান ৷

হায়দরাবাদের হয়ে দুরন্ত বোলিং করেন জেসন হোল্ডার ৷ 33 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ বিজয় শংকর ও রশিদ খান নেন একটি করে উইকেট ৷

দুবাই, 22 অক্টোবর : পাওয়ার প্লে-তে এক উইকেটে 47 রান তুলেও সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ রাজস্থান রয়্যালস ৷ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয় রাজস্থানকে ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 154 রান তুলতে সক্ষম হয় তারা ৷

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হারার পর ভালো শুরু করে রাজস্থানের দুই ওপেনার রবিন উথাপ্পা ও বেন স্টোকস ৷ কিন্তু ব্যক্তিগত 19 রানে রান আউট হন রবিন ৷ কিন্তু অন্য প্রান্তে স্বমেজাজে ছিলেন বেন স্টোকস ৷ সঞ্জু স্যামসনকে নিয়ে ইনিংস গড়তে থাকেন তিনি ৷ দলের রান যখন 86 তখনই দুই সেট ব্যাটসম্যান সঞ্জু ও স্টোকস ফিরে যান ৷

26 বলে 36 রান করে জেসন হোল্ডারের বলে বোল্ড হন সঞ্জু স্যামসন ৷ পরের ওভারেই ফেরেন বেন স্টোকস ৷ রশিদ খানের বলে 30 রান করে ফেরেন তিনি ৷ দুই সেট ব্যাটসম্যান পরপর আউট হয়ে যাওয়ায় রানের গতি বাড়াতে পারেনি রাজস্থান ৷ আজ ব্যর্থ হন জস বাটলার ৷ করেন মাত্র 9 রান ৷ অধিনায়ক স্মিথের সংগ্রহ 19 রান ৷ কিছুটা চেষ্টা করেন রিয়ান পরাগ ৷ 12 বলে 20 রান করেন তিনি ৷ আর্চার করেন 7 বলে 16 রান ৷

হায়দরাবাদের হয়ে দুরন্ত বোলিং করেন জেসন হোল্ডার ৷ 33 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ বিজয় শংকর ও রশিদ খান নেন একটি করে উইকেট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.