ETV Bharat / sports

ব্যর্থ ব্যাটসম্যানরা, মুম্বইয়ের কাছে 48 রানে হার পঞ্জাবের

author img

By

Published : Oct 2, 2020, 6:19 AM IST

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল ৷ ম্যাচের প্রথম ওভারেই মুম্বই ইন্ডিয়ান্সকে ধাক্কা দেন শেলডন কাটরেল । বাঁ হাতি এই ক্যারিবিয়ান পেসারের দুরন্ত সুইংয়ে ফিরতে হয় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কককে ।

Mumbai Indians vs Kings XI Punjab
Mumbai Indians vs Kings XI Punjab

আবু ধাবি, 2 অক্টোবর : শেখ জায়েদ স্টেডিয়ামে লড়াইটা ছিল ভালো খেলেও পয়েন্ট টেবিলের শেষ দিকে থাকা দুই দলের মধ্যে ৷ কিন্তু রাহুলের কিংস ইলেভেন পঞ্জাবকে 48 রানে হারিয়ে একেবারে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৷ এদিকে ছ'নম্বর স্থানেই থাকতে হল পঞ্জাবকে ৷

গতকাল শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল ৷ ম্যাচের প্রথম ওভারেই মুম্বই ইন্ডিয়ান্সকে ধাক্কা দেন শেলডন কাটরেল । বাঁ-হাতি এই ক্যারিবিয়ান পেসারের দুরন্ত সুইংয়ে ফিরতে হয় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কককে । তখন মুম্বাইয়ের রান শূন্য ৷ তার পর থেকে সেই রান 191-এ নিয়ে যান মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা ৷

দ্বিতীয় ওভারে শামির বলে মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে আউট দেন আম্পায়ার ৷ কিন্তু ডিসিশন রিভিউ সিস্টেমের সুবাদে বেঁচে যান তিনি । চতুর্থ ওভারে ছন্দে থাকা সূর্যকুমার যাদবকে 10 রানে শামির সরাসরি থ্রোয়ে ফিরতে হয় । সেখান থেকে মুম্বইকে টানেন রোহিত শর্মা ও ইশান কিষাণ। দু’জনে তৃতীয় উইকেটে 62 রান যোগ করলেন । 32 বলে 28 করে ফেরেন ইশান ৷ তখন 13.1 ওভারে দলের রান 83। সেখান থেকেই দুশোর কাছাকাছি রান তুলল মুম্বই ৷

ধীরেসুস্থে শুরু করেছিলেন রোহিত ৷ একদিকে উইকেট পরলেও অন্যদিকে আঁকড়ে পড়ে ছিলেন তিনি ৷ 50 রান এল 40 বলে ৷ তারপরই রানের গতি বাড়ান তিনি । শেষ পর্যন্ত থামেন 45 বলে 70 রানে । মহম্মদ শামিকে ছয় মারতে গিয়ে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ তবে তার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 5 হাজার রান পূর্ণ করেন ৷ তাঁর 45 বলের ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছয়। রোহিত ফেরার পর বাইশ গজে ঝড় তোলেন কায়রন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া । দু’জনে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে 23 বলে যোগ করেন 67 রান। পোলার্ডের 20 বলে 47 রানের ইনিংসে ছিল চারটি ছয় ও তিনটি চার। আর হার্দিকের 11 বলে 30 রানের ইনিংসে ছিল দুটো ছয় ও তিনটি চার।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিলেও কখনই স্বস্তিতে দেখাল না পঞ্জাবকে। ওপেনিং জুটিতে 38 রান আসার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা ৷ ময়ঙ্ক আগরওয়াল করেন 18 বলে 25 রান ৷ অধিনায়ক লোকেশ রাহুল করেন 19 বলে 17 ৷ ব্যাটিংয়ে দলকে কিছুটা হলেও টানেন নিকোলাস পুরান ৷ 27 বলে করেন 44 রান ৷ শেষ দিকে কৃষ্ণাপ্পা গৌতম 13 বলে অপরাজিত 22 রান করে ব্যবধান কমানোর চেষ্টা করলেন ৷ এতদিন পুরোনো বুমরাকে না পাওয়া গেলেও গতকাল ভালো বোলিং করেন তিনি ৷ 4 ওভারে 18 রান দিয়ে তুলে নেন 2টি উইকেট ৷ রাহুল চাহার ও জেমস প্যাটিনসনও নেন 2টি করে উইকেট ৷

খেলা শুরুর সময় পয়েন্ট তালিকায় দুই দলই ছিল নিচের দিকে ৷ নেট রান রেটে লোকেশ রাহুলের কিংস ইলেভেন ছিল ছয়ে। সাতে ছিল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স । সেখান থেকেই জিতে এক নম্বরে উঠে গেল তারা। এই ম্যাচের আগে তিন ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল ৷

মুম্বই ও পঞ্জাব দুই দলেরই শক্তি ব্যাটিংয়ে। কিন্তু ডেথ ওভার বোলিংয়ে দুর্বলতা ছিল উভয় দলেরই। হার্দিক পান্ডিয়ার বল করতে না পারা যেমন ভোগাচ্ছিল মুম্বইকে তেমনই পাঁচ বোলারের উপর চাপ বাড়ছিল । তবে মুম্বই দলে কোনও পরিবর্তন হয়নি। পঞ্জাব দলে একটিই পরিবর্তন হয়েছিল। কৃষ্ণাপ্পা গৌতম এসেছিলেন মুরুগান অশ্বিনের পরিবর্তে ।

আবু ধাবি, 2 অক্টোবর : শেখ জায়েদ স্টেডিয়ামে লড়াইটা ছিল ভালো খেলেও পয়েন্ট টেবিলের শেষ দিকে থাকা দুই দলের মধ্যে ৷ কিন্তু রাহুলের কিংস ইলেভেন পঞ্জাবকে 48 রানে হারিয়ে একেবারে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৷ এদিকে ছ'নম্বর স্থানেই থাকতে হল পঞ্জাবকে ৷

গতকাল শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল ৷ ম্যাচের প্রথম ওভারেই মুম্বই ইন্ডিয়ান্সকে ধাক্কা দেন শেলডন কাটরেল । বাঁ-হাতি এই ক্যারিবিয়ান পেসারের দুরন্ত সুইংয়ে ফিরতে হয় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কককে । তখন মুম্বাইয়ের রান শূন্য ৷ তার পর থেকে সেই রান 191-এ নিয়ে যান মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা ৷

দ্বিতীয় ওভারে শামির বলে মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে আউট দেন আম্পায়ার ৷ কিন্তু ডিসিশন রিভিউ সিস্টেমের সুবাদে বেঁচে যান তিনি । চতুর্থ ওভারে ছন্দে থাকা সূর্যকুমার যাদবকে 10 রানে শামির সরাসরি থ্রোয়ে ফিরতে হয় । সেখান থেকে মুম্বইকে টানেন রোহিত শর্মা ও ইশান কিষাণ। দু’জনে তৃতীয় উইকেটে 62 রান যোগ করলেন । 32 বলে 28 করে ফেরেন ইশান ৷ তখন 13.1 ওভারে দলের রান 83। সেখান থেকেই দুশোর কাছাকাছি রান তুলল মুম্বই ৷

ধীরেসুস্থে শুরু করেছিলেন রোহিত ৷ একদিকে উইকেট পরলেও অন্যদিকে আঁকড়ে পড়ে ছিলেন তিনি ৷ 50 রান এল 40 বলে ৷ তারপরই রানের গতি বাড়ান তিনি । শেষ পর্যন্ত থামেন 45 বলে 70 রানে । মহম্মদ শামিকে ছয় মারতে গিয়ে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ তবে তার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 5 হাজার রান পূর্ণ করেন ৷ তাঁর 45 বলের ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছয়। রোহিত ফেরার পর বাইশ গজে ঝড় তোলেন কায়রন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া । দু’জনে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে 23 বলে যোগ করেন 67 রান। পোলার্ডের 20 বলে 47 রানের ইনিংসে ছিল চারটি ছয় ও তিনটি চার। আর হার্দিকের 11 বলে 30 রানের ইনিংসে ছিল দুটো ছয় ও তিনটি চার।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিলেও কখনই স্বস্তিতে দেখাল না পঞ্জাবকে। ওপেনিং জুটিতে 38 রান আসার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা ৷ ময়ঙ্ক আগরওয়াল করেন 18 বলে 25 রান ৷ অধিনায়ক লোকেশ রাহুল করেন 19 বলে 17 ৷ ব্যাটিংয়ে দলকে কিছুটা হলেও টানেন নিকোলাস পুরান ৷ 27 বলে করেন 44 রান ৷ শেষ দিকে কৃষ্ণাপ্পা গৌতম 13 বলে অপরাজিত 22 রান করে ব্যবধান কমানোর চেষ্টা করলেন ৷ এতদিন পুরোনো বুমরাকে না পাওয়া গেলেও গতকাল ভালো বোলিং করেন তিনি ৷ 4 ওভারে 18 রান দিয়ে তুলে নেন 2টি উইকেট ৷ রাহুল চাহার ও জেমস প্যাটিনসনও নেন 2টি করে উইকেট ৷

খেলা শুরুর সময় পয়েন্ট তালিকায় দুই দলই ছিল নিচের দিকে ৷ নেট রান রেটে লোকেশ রাহুলের কিংস ইলেভেন ছিল ছয়ে। সাতে ছিল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স । সেখান থেকেই জিতে এক নম্বরে উঠে গেল তারা। এই ম্যাচের আগে তিন ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল ৷

মুম্বই ও পঞ্জাব দুই দলেরই শক্তি ব্যাটিংয়ে। কিন্তু ডেথ ওভার বোলিংয়ে দুর্বলতা ছিল উভয় দলেরই। হার্দিক পান্ডিয়ার বল করতে না পারা যেমন ভোগাচ্ছিল মুম্বইকে তেমনই পাঁচ বোলারের উপর চাপ বাড়ছিল । তবে মুম্বই দলে কোনও পরিবর্তন হয়নি। পঞ্জাব দলে একটিই পরিবর্তন হয়েছিল। কৃষ্ণাপ্পা গৌতম এসেছিলেন মুরুগান অশ্বিনের পরিবর্তে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.