ETV Bharat / sports

মুম্বইয়ের কাছে হার, কঠিন হল দিল্লির প্লে অফের রাস্তা - Mumbai Indians

111 রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে গিয়ে ভালো শুরু করে দুই মুম্বই ইন্ডিয়ান্স ওপেনার ৷ জুটিতে 68 রানের পার্টনারশিপ গড়েন ৷ ব্যক্তিগত 26 রানে কুইন্টন ডি কক আউট হলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ঈশান কিষাণ ৷

MI vs DC
MI vs DC
author img

By

Published : Oct 31, 2020, 7:10 PM IST

দুবাই, 31 অক্টোবর : দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত বোলিং মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের ৷ পরে ঈশান কিষাণের ঝোড়ো ব্যাটিং ৷ দিল্লি ক্যাপিটালসকে 9 উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথমে বুমরা, ট্রেন্ট বোল্টের দাপটে মাত্র 110 রানেই শেষ হয় দিল্লির ইনিংস ৷

111 রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে গিয়ে ভালো শুরু করে দুই মুম্বই ইন্ডিয়ান্স ওপেনার ৷ দুটিতে 68 রানের পার্টনারশিপ গড়েন ৷ ব্যক্তিগত 26 রানে কুইন্টন ডি কক আউট হলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ঈশান কিষাণ ৷ তাঁর 47 বলে 72 রানের ইনিংস সাজানো ছিল 8টি চার ও 3টি বিশাল ছক্কায় ৷ সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন 11 বলে 12 রান করে ৷

13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স ৷ কাজেই টেবিলের প্রথম দুই স্থান নিশ্চিত করে নিল কাইরন পোলার্ডের দল ৷

অন্যদিকে পরপর তিনটি ম্যাচে হারের পর এই ম্যাচে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস ৷ টস হেরে প্রথমে ব্যাট করতে হয় দিল্লি ক্যাপিটালসকে ৷ তবে মুম্বই অধিনায়ক কাইরন পোলার্ডের বোলিং নেওয়ার সিদ্ধান্তকে সফল করে তোলেন ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরা ৷ ইনিংসের তৃতীয় বলেই শিখর ধাওয়ানের উইকেট তুলে নেন বোল্ট ৷ দিল্লির সবথেকে ধারাবাহিক ব্যাটসম্যান ফেরেন শূন্য রানে ৷

নিজের দ্বিতীয় ওভারে ফের দিল্লি ব্যাটিংয়ের উপর আঘাত হানেন কিউয়ি পেসার ৷ এবার তাঁর শিকার হন আর এক ওপেনার পৃথ্বী শ ৷ এরপর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ ৷ কিন্তু তাঁদের 35 রানের পার্টনারশিপ ভাঙেন রাহুল চাহার ৷ 29 বলে 25 রান করেন শ্রেয়স ৷

এরপর শুরু হয় বুমরা শো ৷ পরপর ফেরান মার্কাস স্টইনিস, ঋষভ পন্থ ও হর্সাল প্যাটেলকে ৷ স্টইনিস করেন 2 রান ৷ ঋষভের সংগ্রহ 21 ৷ প্যাটেল করেন 5 রান ৷ শিমরান হেটমেয়ারকে ফেরান কুল্টার নাইল ৷ তিনি করেন 11 রান ৷ রবিচন্দ্রন অশ্বিনকে ফেরান ট্রেন্ট বোল্ট ৷ তিনি করেন 12 রান ৷আজ 3টি করে উইকেট নেন জসপ্রীত বুমররা ও ট্রেন্ট বোল্ট ৷ একটি করে উইকেট নিলেন কুল্টার নাইল ও রাহুল চাহার ৷ এই হারের ফলে প্লে অফের রাস্তা কঠিন করে ফেলল দিল্লি ৷ তাদের শেষ ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৷

দুবাই, 31 অক্টোবর : দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত বোলিং মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের ৷ পরে ঈশান কিষাণের ঝোড়ো ব্যাটিং ৷ দিল্লি ক্যাপিটালসকে 9 উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রথমে বুমরা, ট্রেন্ট বোল্টের দাপটে মাত্র 110 রানেই শেষ হয় দিল্লির ইনিংস ৷

111 রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে গিয়ে ভালো শুরু করে দুই মুম্বই ইন্ডিয়ান্স ওপেনার ৷ দুটিতে 68 রানের পার্টনারশিপ গড়েন ৷ ব্যক্তিগত 26 রানে কুইন্টন ডি কক আউট হলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ঈশান কিষাণ ৷ তাঁর 47 বলে 72 রানের ইনিংস সাজানো ছিল 8টি চার ও 3টি বিশাল ছক্কায় ৷ সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন 11 বলে 12 রান করে ৷

13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স ৷ কাজেই টেবিলের প্রথম দুই স্থান নিশ্চিত করে নিল কাইরন পোলার্ডের দল ৷

অন্যদিকে পরপর তিনটি ম্যাচে হারের পর এই ম্যাচে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস ৷ টস হেরে প্রথমে ব্যাট করতে হয় দিল্লি ক্যাপিটালসকে ৷ তবে মুম্বই অধিনায়ক কাইরন পোলার্ডের বোলিং নেওয়ার সিদ্ধান্তকে সফল করে তোলেন ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরা ৷ ইনিংসের তৃতীয় বলেই শিখর ধাওয়ানের উইকেট তুলে নেন বোল্ট ৷ দিল্লির সবথেকে ধারাবাহিক ব্যাটসম্যান ফেরেন শূন্য রানে ৷

নিজের দ্বিতীয় ওভারে ফের দিল্লি ব্যাটিংয়ের উপর আঘাত হানেন কিউয়ি পেসার ৷ এবার তাঁর শিকার হন আর এক ওপেনার পৃথ্বী শ ৷ এরপর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ ৷ কিন্তু তাঁদের 35 রানের পার্টনারশিপ ভাঙেন রাহুল চাহার ৷ 29 বলে 25 রান করেন শ্রেয়স ৷

এরপর শুরু হয় বুমরা শো ৷ পরপর ফেরান মার্কাস স্টইনিস, ঋষভ পন্থ ও হর্সাল প্যাটেলকে ৷ স্টইনিস করেন 2 রান ৷ ঋষভের সংগ্রহ 21 ৷ প্যাটেল করেন 5 রান ৷ শিমরান হেটমেয়ারকে ফেরান কুল্টার নাইল ৷ তিনি করেন 11 রান ৷ রবিচন্দ্রন অশ্বিনকে ফেরান ট্রেন্ট বোল্ট ৷ তিনি করেন 12 রান ৷আজ 3টি করে উইকেট নেন জসপ্রীত বুমররা ও ট্রেন্ট বোল্ট ৷ একটি করে উইকেট নিলেন কুল্টার নাইল ও রাহুল চাহার ৷ এই হারের ফলে প্লে অফের রাস্তা কঠিন করে ফেলল দিল্লি ৷ তাদের শেষ ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.