ETV Bharat / sports

সম্ভবত চলতি IPL-এ আর দেখা যাবে না ঋদ্ধিকে - আইপিএল 2020 খবর

তিনি না থাকায় নিসন্দেহে সমস্যায় পড়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ কারণ ঋদ্ধি দুরন্ত ফর্মে ছিলেন ৷ চলতি মরশুমে তাদের ওপেনিংয়ে সমস্যা মিটিয়ে দিয়েছিলেন ঋদ্ধি ৷ ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে দুরন্ত পার্টনারশিপ গড়ছিলেন শিলিগুড়ির পাপালি ৷

Wriddhiman Saha
Wriddhiman Saha
author img

By

Published : Nov 8, 2020, 5:40 PM IST

আবু ধাবি, 8 নভেম্বর : সম্ভবত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-তে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ঋদ্ধিমান সাহা ৷ দুই পায়েই চোট, তাই বেহিসেবি ঝুঁকি না নিয়ে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে এবং জিতলে ফাইনালে হয়ত দেখা যাবে না ঋদ্ধিকে ৷ পরিবর্তে সানরাইজ়ার্স হায়দরাবাদের উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে আর এক বাঙালি শ্রীবৎস গোস্বামীকে ৷

দেশ ও ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে দেশের স্বার্থই আগে রাখার সিদ্ধান্ত নিলেন পাপালি ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দেখা যায়নি তাঁকে ৷ শনিবার তাঁর চোটে MRI স্ক্যান করা হয় ৷ সেখানে ধরা পড়ে তাঁর দুই পায়েই চোট আছে ৷ চিকিৎসকরা ঋদ্ধিকে বিশ্রামের পরামর্শ দেন ৷ চোট অগ্রাহ্য করে খেলতে নামলে তা আরও গুরুতর হতে পারে ৷ ফলে অস্ট্রেলিয়া সফরে সমস্যা তৈরি হতে পারে ৷ তাই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি বলে খবর ৷ কোনওভাবেই অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ় মিস করতে চাইছেন না তিনি ৷

তবে তিনি না থাকায় নিসন্দেহে সমস্যায় পড়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ কারণ ঋদ্ধি দুরন্ত ফর্মে ছিলেন ৷ চলতি মরশুমে তাদের ওপেনিংয়ে সমস্যা মিটিয়ে দিয়েছিলেন ঋদ্ধি ৷ ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে দুরন্ত পার্টনারশিপ গড়ছিলেন পাপালি ৷ ফলে বড় রান খাড়া করা বা রান তাড়া করার সময় অনেকটাই সুবিধা হচ্ছিল ডেভিড ওয়ার্নারের দলের ৷ আগেই চোটের কবলে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভুবনেশ্বর কুমার, মিচেল মার্শরা ৷

কেরিয়ারের পিক টাইমে মহেন্দ্র সিং ধোনির ছত্রছায়ায় ঢাকা পড়েছিলেন ৷ তারপর বারবার চোট আঘাতে জর্জরিত হয়ে পড়েছেন ৷ অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে আছেন ৷ তাই বর্ডার গাভাসকর সিরিজ় কোনও মতেই মিস করতে চাইছেন না ঋদ্ধি ৷

কিন্তু কেন বারবার চোটের কবলে পড়তে হচ্ছে বাংলার এই উইকেটরক্ষককে ? চিকিৎসকদের দাবি এর সঙ্গে ঋদ্ধির ফিটনেসের কোনও সম্পর্ক নেই ৷ খেলতে খেলতে অজান্তেই চোটের কবলে পড়ছেন তিনি ৷ তখন বুঝতে না পারলেও পরে সমস্যা তৈরি করছে ৷

আবু ধাবি, 8 নভেম্বর : সম্ভবত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-তে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ঋদ্ধিমান সাহা ৷ দুই পায়েই চোট, তাই বেহিসেবি ঝুঁকি না নিয়ে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে এবং জিতলে ফাইনালে হয়ত দেখা যাবে না ঋদ্ধিকে ৷ পরিবর্তে সানরাইজ়ার্স হায়দরাবাদের উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে আর এক বাঙালি শ্রীবৎস গোস্বামীকে ৷

দেশ ও ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে দেশের স্বার্থই আগে রাখার সিদ্ধান্ত নিলেন পাপালি ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দেখা যায়নি তাঁকে ৷ শনিবার তাঁর চোটে MRI স্ক্যান করা হয় ৷ সেখানে ধরা পড়ে তাঁর দুই পায়েই চোট আছে ৷ চিকিৎসকরা ঋদ্ধিকে বিশ্রামের পরামর্শ দেন ৷ চোট অগ্রাহ্য করে খেলতে নামলে তা আরও গুরুতর হতে পারে ৷ ফলে অস্ট্রেলিয়া সফরে সমস্যা তৈরি হতে পারে ৷ তাই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি বলে খবর ৷ কোনওভাবেই অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ় মিস করতে চাইছেন না তিনি ৷

তবে তিনি না থাকায় নিসন্দেহে সমস্যায় পড়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ কারণ ঋদ্ধি দুরন্ত ফর্মে ছিলেন ৷ চলতি মরশুমে তাদের ওপেনিংয়ে সমস্যা মিটিয়ে দিয়েছিলেন ঋদ্ধি ৷ ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে দুরন্ত পার্টনারশিপ গড়ছিলেন পাপালি ৷ ফলে বড় রান খাড়া করা বা রান তাড়া করার সময় অনেকটাই সুবিধা হচ্ছিল ডেভিড ওয়ার্নারের দলের ৷ আগেই চোটের কবলে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভুবনেশ্বর কুমার, মিচেল মার্শরা ৷

কেরিয়ারের পিক টাইমে মহেন্দ্র সিং ধোনির ছত্রছায়ায় ঢাকা পড়েছিলেন ৷ তারপর বারবার চোট আঘাতে জর্জরিত হয়ে পড়েছেন ৷ অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে আছেন ৷ তাই বর্ডার গাভাসকর সিরিজ় কোনও মতেই মিস করতে চাইছেন না ঋদ্ধি ৷

কিন্তু কেন বারবার চোটের কবলে পড়তে হচ্ছে বাংলার এই উইকেটরক্ষককে ? চিকিৎসকদের দাবি এর সঙ্গে ঋদ্ধির ফিটনেসের কোনও সম্পর্ক নেই ৷ খেলতে খেলতে অজান্তেই চোটের কবলে পড়ছেন তিনি ৷ তখন বুঝতে না পারলেও পরে সমস্যা তৈরি করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.