দুবাই, 6 নভেম্বর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স ৷ এমনকী এক ম্যাচ বাকি থাকতেই প্রথম দল হিসেবে প্লে অফেও জায়গা করে নিয়েছে রোহিতের দল ৷ তবে, এবার প্রথম রোহিত শর্মার দল ফাইনাল খেলবে অথচ বিপক্ষে থাকবেন না মহেন্দ্র সিং ধোনি ৷
এখনও পর্যন্ত 6 বার ফাইনাল খেলেছে রোহিতের মুম্বই ৷ 5টি ফাইনালের মধ্যে 4টিতেই জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ 2013, 2015, 2017 ও 2019 সালের চ্যাম্পিয়ন তারা ৷ অন্যদিকে, ধোনির চেন্নাই সুপার কিংস 8 বার ফাইনাল খেলেছে এবং তার মধ্যে 3টিতে জয় তুলে নিয়েছে তারা ৷
মুম্বই প্রত্যেকবারই তাদের প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে ফাইনালে মহেন্দ্র সিং ধোনিকে পেয়েছে ৷ 2017 সালে চেন্নাই সুপার কিংস নির্বাসনে থাকার জন্য রাইজিং পুনে সুপারজায়েন্টের হয়ে খেলেছিলেন ধোনি ৷ সেবার ধোনির সুপারজায়েন্টকে হারিয়ে খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স ৷ মাত্র একবার ফাইনাল ম্যাচে হারের মুখ দেখে রোহিতের দল ৷ 2010 সালে। সেবারও ফাইনালে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলে তারা ৷
এছাড়া চলতি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে পৌঁছে প্রথমবারের জন্য পরপর দু'বার ফাইনাল খেলতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷
অন্যদিকে আরও একটি রেকর্ড আছে যা মুম্বই ইন্ডিয়ান্সকে আশ্বস্ত করতে পারে ৷ তা হল মোট 6 বার ফাইনাল খেলতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ এবং এখনও পর্যন্ত একটিও ফাইনাল ম্যাচ হারেননি রোহিত ৷
প্রথমবার 2009 সালে ডেকান চাজার্সের হয়ে ফাইনাল খেলেন তিনি ৷ সেবার তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারায় ৷ তারপর চারটি ফাইনালে রোহিত মুম্বই দলের অধিনায়ক ছিলেন ৷ 2013, 2015, 2017 ও 2019 সালে খেতাব ঘরে তোলে মুম্বই ইন্ডিয়ান্স ৷