ETV Bharat / sports

দুরন্ত রাবাডা , দিল্লির কাছে 59 রানে হার RCB-র - বিরাচ কোহলি

দুরন্ত রাবাডা । 59 রানে ব্যাঙ্গালোরকে হারাল দিল্লি ক্যাপিটালস ।

DC vs RCB
DC vs RCB
author img

By

Published : Oct 5, 2020, 11:20 PM IST

Updated : Oct 6, 2020, 7:02 AM IST

দুবাই, 5 অক্টোবর : ম্যাচটা ছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয়র মধ্যে ৷ জাতীয় দলে চার নম্বরে বিরাট কোহলির অন্যতম ভরসা শ্রেয়স আইয়ার, তাঁর দল নিয়ে তৈরি ছিলেন RCB চ্যালেঞ্জ নেওয়ার জন্য ৷ আর দলের অলরাউন্ড পারফরম্যান্সে বিরাটের ব্যাঙ্গালোরকে 59 রানে হারাল দিল্লি ক্যাপিট্যালস ৷ 196 রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালোর ৷

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি ৷ দলে আছেন অ্যারোন ফিঞ্চ, ডেভিলিয়ার্স, পাড়িক্কল ও খোদ বিরাট কোহলি ৷ নিজেদের দিনে যেকোনও রান তাড়া করতে জিততে পারে এই বিধ্বংসী ব্যাটিং লাইনআপ ৷

বিরাট কোহলি
বিরাট কোহলি

দিল্লির ইনিংসের শুরু করেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান ৷ দুই ওপেনারই দুরন্ত শুরু করেন ৷ 6.4 ওভারে পৃথ্বী যখন আউট হন তখন দলের রান 68 ৷ ব্যক্তিগত 42 রানে আউট হন তিনি ৷ 32 করে আউট হন শিখর ধাওয়ানও ৷ শুরুটা ভালো করলেও এখনও পর্যন্ত টুর্নামেন্টে বড় রান করতে পারেননি শিখর ৷ আগের ম্যাচের নায়ক ও দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এদিন ব্যর্থ ৷ করেন মাত্র 11 রান ৷ তবে তারপর 89 রানের পার্টনারশিপ গড়লেন ঋষভ পন্থ ও মার্কাস স্টইনিস ৷ 25 বলে 37 রান করে সিরাজের বলে আউট হয়ে ফেরেন পন্থ ৷ আর অজ়ি অলরাউন্ডার 26 বল খেলে 53 রানে অপরাজিত রইলেন ৷ মূলত এই দু'জনের ঝোড়ো ইনিংসের সৌজন্যেই নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 196 রান করে দিল্লি ক্যাপিট্যালস ৷

মার্কাস স্টইনিস
মার্কাস স্টইনিস

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম এগারোয় আজ জায়গা করে নেন মইন আলি ৷ কিন্তু ইংল্যান্ড অলরাউন্ডারের থেকে প্রত্যাশিত বোলিং পেলেন না বিরাট ৷ এটি উইকেট নিলেন ঠিকই, কিন্তু 2 ওভারে 21 রান দেন ৷ RCB বোলারদের মধ্যে একমাত্র উজ্জ্বল মহম্মদ সিরাজ ৷ তুলে নেন দুটি উইকেট ৷ অন্যদিনের হিরো নভদীপ সাইনি আজ ব্যর্থ ৷ 3 ওভারে খরচ করেন 48 রান ৷

এরপর রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে অধিনায়ক কোহলি বাদে আর কেউ দাঁড়াতে পারেননি । কেহলি করেন 43 রান । রাবাডা 24 রান দিয়ে নেন চার উইকেট ।

দুবাই, 5 অক্টোবর : ম্যাচটা ছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয়র মধ্যে ৷ জাতীয় দলে চার নম্বরে বিরাট কোহলির অন্যতম ভরসা শ্রেয়স আইয়ার, তাঁর দল নিয়ে তৈরি ছিলেন RCB চ্যালেঞ্জ নেওয়ার জন্য ৷ আর দলের অলরাউন্ড পারফরম্যান্সে বিরাটের ব্যাঙ্গালোরকে 59 রানে হারাল দিল্লি ক্যাপিট্যালস ৷ 196 রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালোর ৷

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি ৷ দলে আছেন অ্যারোন ফিঞ্চ, ডেভিলিয়ার্স, পাড়িক্কল ও খোদ বিরাট কোহলি ৷ নিজেদের দিনে যেকোনও রান তাড়া করতে জিততে পারে এই বিধ্বংসী ব্যাটিং লাইনআপ ৷

বিরাট কোহলি
বিরাট কোহলি

দিল্লির ইনিংসের শুরু করেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান ৷ দুই ওপেনারই দুরন্ত শুরু করেন ৷ 6.4 ওভারে পৃথ্বী যখন আউট হন তখন দলের রান 68 ৷ ব্যক্তিগত 42 রানে আউট হন তিনি ৷ 32 করে আউট হন শিখর ধাওয়ানও ৷ শুরুটা ভালো করলেও এখনও পর্যন্ত টুর্নামেন্টে বড় রান করতে পারেননি শিখর ৷ আগের ম্যাচের নায়ক ও দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এদিন ব্যর্থ ৷ করেন মাত্র 11 রান ৷ তবে তারপর 89 রানের পার্টনারশিপ গড়লেন ঋষভ পন্থ ও মার্কাস স্টইনিস ৷ 25 বলে 37 রান করে সিরাজের বলে আউট হয়ে ফেরেন পন্থ ৷ আর অজ়ি অলরাউন্ডার 26 বল খেলে 53 রানে অপরাজিত রইলেন ৷ মূলত এই দু'জনের ঝোড়ো ইনিংসের সৌজন্যেই নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 196 রান করে দিল্লি ক্যাপিট্যালস ৷

মার্কাস স্টইনিস
মার্কাস স্টইনিস

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম এগারোয় আজ জায়গা করে নেন মইন আলি ৷ কিন্তু ইংল্যান্ড অলরাউন্ডারের থেকে প্রত্যাশিত বোলিং পেলেন না বিরাট ৷ এটি উইকেট নিলেন ঠিকই, কিন্তু 2 ওভারে 21 রান দেন ৷ RCB বোলারদের মধ্যে একমাত্র উজ্জ্বল মহম্মদ সিরাজ ৷ তুলে নেন দুটি উইকেট ৷ অন্যদিনের হিরো নভদীপ সাইনি আজ ব্যর্থ ৷ 3 ওভারে খরচ করেন 48 রান ৷

এরপর রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে অধিনায়ক কোহলি বাদে আর কেউ দাঁড়াতে পারেননি । কেহলি করেন 43 রান । রাবাডা 24 রান দিয়ে নেন চার উইকেট ।

Last Updated : Oct 6, 2020, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.