ETV Bharat / sports

হায়দরাবাদকে 20 রানে হারাল চেন্নাই সুপার কিংস - আইপিএল ২০২০ খবর

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ আর তাতেই বাজিমাত ।

CHENnAi WIN
CHENnAi WIN
author img

By

Published : Oct 13, 2020, 11:50 PM IST

দুবাই, 13 অক্টোবর : সানরাইজ়ার্স হায়দরাবাদকে 20 রানে হারিয়ে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস । সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হার ৷ সবকটিই রান তাড়া করতে গিয়ে ৷ আর আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ আর তাতেই বাজিমাত ।

চলতি IPL-এ ভাগ্য বদলাতে হায়দরাবাদের বিরুদ্ধে ওপেনিংয়ে বড়সড় বদল আনেন ধোনি ৷ ওপেনিংয়ে ফাফ ডুপ্লেসির সঙ্গে নামিয়ে দেন স্যাম কুরানকে ৷ ইংলিশ অলরাউন্ডারও ভালোই এগোচ্ছিলেন ৷ কয়েকটা বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারেন ৷ কিন্তু 21 বলে 31 রান করে সন্দীপ শর্মার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি ৷ তার আগেই অবশ্য চেন্নাইয়ের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসি শূন্য রানে প্যাভেলিয়নে ফিরেছেন । রায়ডু -ওয়াটসন জুটি তৃতীয় উইকেটে যোগ করেন 81 রান । রায়ডু - ওয়াটসন পর পর ফিরে যাওয়ার পর একটা সময় মনে হয়েছিল চেন্নাই আটকে যাবে 150 রানের মধ্যে । শেষ দিকে ধোনি ও রবীন্দ্র জাদেজা চেন্নাইকে পৌঁছে দেন 167 তে ।

168 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যাবধানে উইকেট হারায় হায়দরাবাদ । ওয়ার্নারকে কট অ্যান্ড বোল্ড করে হায়দরাবাদকে প্রথম ধাক্কা দেন স্যাম কুরান । এর পর জনি বেয়ারস্টোকে ফেরান রবীন্দ্র জাদেজা । একা কুম্ভ হয়ে হায়দরাবাদের গড় আগলাচ্ছিলেন কেন উইলিয়ামসন । কিন্তু সহযোদ্ধার অভাবে তাঁর লড়াই থেমে যায় 57 রানে ।

দুবাই, 13 অক্টোবর : সানরাইজ়ার্স হায়দরাবাদকে 20 রানে হারিয়ে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস । সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হার ৷ সবকটিই রান তাড়া করতে গিয়ে ৷ আর আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ আর তাতেই বাজিমাত ।

চলতি IPL-এ ভাগ্য বদলাতে হায়দরাবাদের বিরুদ্ধে ওপেনিংয়ে বড়সড় বদল আনেন ধোনি ৷ ওপেনিংয়ে ফাফ ডুপ্লেসির সঙ্গে নামিয়ে দেন স্যাম কুরানকে ৷ ইংলিশ অলরাউন্ডারও ভালোই এগোচ্ছিলেন ৷ কয়েকটা বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারেন ৷ কিন্তু 21 বলে 31 রান করে সন্দীপ শর্মার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি ৷ তার আগেই অবশ্য চেন্নাইয়ের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসি শূন্য রানে প্যাভেলিয়নে ফিরেছেন । রায়ডু -ওয়াটসন জুটি তৃতীয় উইকেটে যোগ করেন 81 রান । রায়ডু - ওয়াটসন পর পর ফিরে যাওয়ার পর একটা সময় মনে হয়েছিল চেন্নাই আটকে যাবে 150 রানের মধ্যে । শেষ দিকে ধোনি ও রবীন্দ্র জাদেজা চেন্নাইকে পৌঁছে দেন 167 তে ।

168 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যাবধানে উইকেট হারায় হায়দরাবাদ । ওয়ার্নারকে কট অ্যান্ড বোল্ড করে হায়দরাবাদকে প্রথম ধাক্কা দেন স্যাম কুরান । এর পর জনি বেয়ারস্টোকে ফেরান রবীন্দ্র জাদেজা । একা কুম্ভ হয়ে হায়দরাবাদের গড় আগলাচ্ছিলেন কেন উইলিয়ামসন । কিন্তু সহযোদ্ধার অভাবে তাঁর লড়াই থেমে যায় 57 রানে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.