কলকাতা, 24 মার্চ : 19বলে 49 রান। আন্দ্রে রাসেল ধামাকায় 6 উইকেটে সানরাইজ়ার্স হায়দরাবাদকে হারাল কলকাতা নাইট রাইডার্স। শেষের দিকে রাসেলকে যোগ্যসঙ্গত করেন শুভমন গিল। 10 বলে 18 রান করেন তিনি।
আজ টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। IPL-এ ফিরে এসেই নিজের পুরোনো ঝলক দেখাতে থাকেন ওয়ার্নার। তাঁর সামনে কোনও নাইট বোলার প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তাঁকে যোগ্যসঙ্গত করেন জনি বেয়ারস্টো। মাত্র 11 ওভারেই 100 রানের গন্ডি টপকে যায় হায়দরাবাদ। 118 রানের মাথায় বেয়ারস্টোকে আউট করেন পীযূষ চাওলা। তিনি 35 রানে 39 রান করেন। তারপর ক্রিজ়ে আসেন বিজয় শংকর।
What a comeback @davidwarner31 👏👏#VIVOIPL #KKRvSRH pic.twitter.com/hPQ1I5QX3f
— IndianPremierLeague (@IPL) March 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What a comeback @davidwarner31 👏👏#VIVOIPL #KKRvSRH pic.twitter.com/hPQ1I5QX3f
— IndianPremierLeague (@IPL) March 24, 2019What a comeback @davidwarner31 👏👏#VIVOIPL #KKRvSRH pic.twitter.com/hPQ1I5QX3f
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
রানের গতি ধরে রাখেন দুজনে। 16 তম ওভারের শেষ বলে ওয়ার্নারের দুরন্ত ক্যাচ ধরেন রবিন উথাপ্পা। তারপর রানের গতিতে ছেদ পড়ে। 9 বল পরেই ইউসুফ পাঠানকে তুলে নেন আন্দ্রে রাসেল। শেষের দিকে বিজয় শংকরের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে 20 ওভারে 181 রান তোলেসানরাইজ়ার্স হায়দরাবাদ। 24 বলে 40 রান করেন বিজয় শংকর। নাইটদের হয়ে দুটি উইকেট নেন রাসেল। একটি উইকেট নেন পীযূষ চাওলা। সুনীল নারিন দাগ কাটতে ব্যর্থ। 3 ওভারে 29 রান দেন তিনি।
রান তাড়া করতে নেমে প্রথমেই ক্রিস লিনকে হারায় নাইটরা। তারপর ক্রিজ়ে আসেন নীতিশ রানা। উথাপ্পা ও রানা দু'জন ইনিংসের হাল ধরেন। কিন্তু, 11.4 ওভারে উথাপ্পা আউট হন। উথাপ্পা 27 বলে 35 রান করেন। 6 বল পরই আউট হন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। পরপর দু'উইকেট হারিয়ে চাপে পড়ে যায় KKR। রাসেল ও নীতিশ রানা চেষ্টা করলেও রান রেট ক্রমশ বাড়তে থাকে। 13 তম ওভারে হাফ সেঞ্চুরি পূরণ করেন রানা। 14 (15.2 ওভারে) বল পরে ইডেনের একটি স্ট্যান্ডের আলো নিভে যায়। তার জেরে 12 মিনিট খেলা বন্ধ থাকে। খেলা ফের শুরু হওয়ার পর প্রথম বলেই আউট হন রানা। তখন জেতার জন্য KKR-র 27 বলে ৬৪ রান দরকার ছিল।
Dre Russ goes ballistic at the Eden Gardens.
— IndianPremierLeague (@IPL) March 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The @KKRiders win by 6 wickets #VIVOIPL #KKRvSRH pic.twitter.com/jBm2pF8l0R
">Dre Russ goes ballistic at the Eden Gardens.
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
The @KKRiders win by 6 wickets #VIVOIPL #KKRvSRH pic.twitter.com/jBm2pF8l0RDre Russ goes ballistic at the Eden Gardens.
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
The @KKRiders win by 6 wickets #VIVOIPL #KKRvSRH pic.twitter.com/jBm2pF8l0R
আরও পড়ুন :12 মিনিট অন্ধকারে ইডেন
এই অবস্থায় আন্দ্রে রাসেল নিজের খোলস ছেড়ে বেরোন। 18 তম ওভারে 19 রান তোলেন তিনি। শেষ দু’ওভারে ম্যাচ জিততে প্রয়োজন ছিল 34 রান ৷ সানরাইজ়ার্সের হয়ে বল পান ভুবনেশ্বর কুমার। চাপের মুখে 21 রান তোলেন রাসেল। শেষ ওভারে দরকার ছিল 13 রান। বল করতে আসেন প্রাক্তন নাইট সাকিব আল হাসান। প্রথম বল ওয়াইড করেন। পরের বলে এক রান নেন রাসেল। স্ট্রাইকে আসেন তরুণ শুভমন গিল। সাকিবের দ্বিতীয় বলেই ছয় মারেন গিল। চতুর্থ বলে সাকিবকে মাঠের বাইরে KKR-র হয়ে রুদ্ধশ্বাস জয়ে এনে দেন শুভমন। সানরাইজ়ার্সের হয়ে একটি করে উইকেট নেন সন্দীপ শর্মা, রশিদ খান, সিদ্ধার্থ কউল ও সাকিব আল হাসান। তবে, সবাই যেন ঢাকা পড়ে যান রাসেলের ছায়ায়। অন্ধকারের ইডেনে KKR-এর আলো তো তিনিই।
Jaw-dropping knocks by @Russell12A and @NitishRana_27 take us HOME in a thriller 🏠#KKRvSRH #VIVOIPL #KKRHaiTaiyaar pic.twitter.com/fMeOYvgRpH
— KolkataKnightRiders (@KKRiders) March 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jaw-dropping knocks by @Russell12A and @NitishRana_27 take us HOME in a thriller 🏠#KKRvSRH #VIVOIPL #KKRHaiTaiyaar pic.twitter.com/fMeOYvgRpH
— KolkataKnightRiders (@KKRiders) March 24, 2019Jaw-dropping knocks by @Russell12A and @NitishRana_27 take us HOME in a thriller 🏠#KKRvSRH #VIVOIPL #KKRHaiTaiyaar pic.twitter.com/fMeOYvgRpH
— KolkataKnightRiders (@KKRiders) March 24, 2019